নেইমারের প্রশ্ন—বর্ণবাদ আর কত দিন সহ্য করব
ভিনিসিয়ুস বর্ণবাদ–বোমা ফাটানোর পর দেরি করেননি নেইমার। ইনস্টাগ্রাম স্টোরিতে রিয়াল মাদ্রিদ উইঙ্গারের ছবি পোস্ট করে তাঁর পাশে দাঁড়িয়েছেন। রিয়ালের জার্সি পরা ভিনিসিয়ুস মাঠে দাঁড়িয়ে উড়ন্ত চুমু দিয়ে সমর্থকদের অভিনন্দনের জবাব দিচ্ছেন—এই ছবি স্টোরিতে পোস্ট করেন ব্রাজিল তারকা। এরপর ঘটনা অনেক দূর গড়িয়েছে।
রিয়াল মাদ্রিদ ভিনির পাশে দাঁড়িয়ে ‘হেট ক্রাইম’ (ঘৃণা থেকে উদ্ভূত অপরাধ) এর মামলা করেছে। তদন্ত শুরু করেছেন স্পেনের আইনজীবীরাও। এর মধ্যে নেইমার আবারও গর্জে উঠলেন বর্ণবাদের বিরুদ্ধে। এবারের পোস্টটিও তাঁর জাতীয় দল সতীর্থ ভিনিসিয়ুসকে নিয়ে।
বাংলাদেশ সময় গত রাত ভোর চারটার দিকে ইনস্টাগ্রাম স্টোরিটি পোস্ট করেন নেইমার। স্টেডিয়ামে দর্শকপূর্ণ গ্যালারির একটি ভিডিও পোস্ট করেছেন পিএসজি ফরোয়ার্ড। সেই ভিডিওর নিচে নেইমার বর্ণবাদ নিয়ে নিজের রাগ উগরে দেন, ‘আমাদের কিছু একটা করতে হবে...এটা আমরা আর কত দিন সহ্য করব? অন্ধ লোকেরা আর কত দিন এসব চালিয়ে যাবে? আমি ভিনিসিয়ুসের পাশে আছি।’ নেইমার আরও লিখেছেন, ‘বর্ণবাদ ঘৃণ্য একটি ব্যাপার।’
গত রোববার রাতে ভ্যালেন্সিয়ার মাঠে ১–০ গোলে হারে রিয়াল। সেই ম্যাচে লাল কার্ড দেখেন ভিনি। কিন্তু লাল কার্ড দেখার আগে বর্ণবাদী আচরণের শিকার হন ব্রাজিলিয়ান ফুটবলার। গ্যালারি থেকে তাঁকে ‘বানর’ বলে কটূক্তি করা হয়। মাঠেই ভিনিসিয়ুস সেটির তীব্র প্রতিবাদ জানিয়ে গ্যালারির কোন জায়গা থেকে কটূক্তিটা এসেছে, তা দেখিয়ে দেন। ভিনিসিয়ুস এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন।
২০২১ থেকে এ পর্যন্ত স্প্যানিশ ফুটবলে ১০ বার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ব্রাজিল তারকা। অনেকটা সহ্য করতে না পেরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনিসিয়ুস লেখেন, ‘এটা প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয়বার নয়। লা লিগায় বর্ণবাদ স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। খোদ কর্তৃপক্ষ ও স্পেনের ফুটবল ফেডারেশন এটা মনে করে...বলতে বাধ্য হচ্ছি, স্পেন আজ ব্রাজিলিয়ানদের কাছে বর্ণবাদী দেশ হিসেবে পরিচিত হয়ে উঠছে।’
ভিনিসিয়ুস ক্ষোভে ফেটে পড়ার পর তাঁর পাশে দাঁড়িয়েছেন অনেকেই। ব্রাজিলের প্রেসিডেন্ট থেকে ফিফা সভাপতি তাঁর হয়ে মুখ খুলেছেন। কিলিয়ান এমবাপ্পে, লুকা মদরিচ, থিবো কোর্তোয়া থেকে ব্রাজিলের সাবেকরাও পাশে দাঁড়িয়েছেন রিয়াল উইঙ্গারের। স্পেনের পুলিশও নড়েচড়ে বসেছে। এর আগে এই বছর জানুয়ারিতে ভিনিসিয়ুসের সঙ্গে এমনই এক বর্ণবাদী আচরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছিল। সে ঘটনার এত দিন পর আজ চারজনকে আটক করেছে স্প্যানিশ পুলিশ।