শততম ম্যাচে গোল ডি ব্রুইনার, এমবাপ্পের গোল, হলান্ডের হ্যাটট্রিক

জাতীয় দলের হয়ে নিজ নিজ ম্যাচে গোল পেয়েছেন এমবাপ্পে, হলান্ড ও কেভিন ডি ব্রুইনাএএফপি

বেলজিয়াম ২–০ মন্টেনিগ্রো

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) খেলতে জার্মানিতে যাওয়ার আগে প্রস্তুতিমূলক দুটি প্রীতি ম্যাচ খেলবে বেলজিয়াম। ব্রাসেলসে গতকাল রাতে তার প্রথম ম্যাচে মন্টেনিগ্রোকে ২–০ গোলে হারিয়েছে বেলজিয়াম। জাতীয় দলের হয়ে নিজের শততম ম্যাচে গোল পেয়েছেন বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনা।

ডিফেন্সের ভুলে নিজের পজিশনে থাকতে পারেননি মন্টেনিগ্রো গোলকিপার। এ সুযোগে দূরপাল্লার দারুণ শটে গোল করেন ডি ব্রুইনা। ৮৮ মিনিটে মিলোস ব্রানোভিচ লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় মন্টেনিগ্রো। এর ২ মিনিট পর মন্টেনিগ্রোর বক্সে ফাউলের শিকার হন জেরেমি ডকু। পেনাল্টি পায় বেলজিয়াম। ম্যাচের একদম শেষ মুহূর্তে স্পটকিক থেকে গোল করেন লিয়ান্দ্রো ত্রোসার।

আরও পড়ুন

বেলজিয়ামের অষ্টম খেলোয়াড় হিসেবে জাতীয় দলের হয়ে শততম ম্যাচ খেললেন ডি ব্রুইনা। এই পথে ২৭ গোল করার পাশাপাশি ৪৯ গোলও করিয়েছেন। জয়ের পর ডি ব্রুইনা বলেছেন, ‘বেলজিয়ামে নিজের শততম ম্যাচ খেলতে পেরে ভালো লাগছে। শুরুটা ভালো হলো। গোল করতেও ভালো লেগেছে।’ শনিবার ব্রাসেলসে লুক্সেমবার্গের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বেলজিয়াম। আগামী সপ্তাহে জার্মানি রওনা হবে তারা।

গোলও করিয়েছেন এমবাপ্পে
এএফপি

ফ্রান্স ৩–০ লুক্সেমবার্গ

ইউরোর প্রস্তুতিমূলক ম্যাচে মেৎসে লুক্সেমবার্গকে ৩–০ গোলে হারিয়েছে স্বাগতিক ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে গোল করার পাশাপাশি দুটি গোল করিয়েছেন। ইউরোয় খেলতে জার্মানিতে রওনা হওয়ার আগে রোববার কানাডার বিপক্ষে শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ফ্রান্স।

৪৩ মিনিটে এমবাপ্পের পাস থেকে হেডে গোল করেন ফ্রান্সের ফরোয়ার্ড রান্দাল কোলো মুয়ানি। বিরতির পর ম্যাচের ৭০ মিনিটে এমবাপ্পের পাস থেকে বুলেট গতির শটে গোল করেন জোনাথন ক্লাউস। নির্ধারিত সময় শেষ হওয়ার ১৫ মিনিট আগে নিচু শটে ফ্রান্সের হয়ে নিজের ৪৭তম গোলটি করেন এমবাপ্পে। পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ফ্রান্সের হয়ে এটাই ছিল তাঁর প্রথম ম্যাচ। সব মিলিয়ে ফ্রান্সের হয়ে ৭৮ ম্যাচে মোট ৮০ গোলে অবদান রাখলেন এমবাপ্পে।

আরও পড়ুন

ফ্রান্সের হয়ে অভিষেক ম্যাচে এমবাপ্পেকে দিয়ে গোল করিয়েছেন ফরোয়ার্ড ব্রাডলি বারকোলা। ম্যাচ শেষে বারকোলা বলেছেন, ‘গর্ব লাগছে। কী করতে পারি সেটা দেখাতে মুখিয়ে ছিলাম। ভালো লাগছে কারণ আমি একটি গোল করিয়েছি এবং ম্যাচটা ৩–০ গোলে জিতেছি।’

নরওয়ে ৩–০ কসোভো

অসলোয় প্রীতি ম্যাচে কসোভোর বিপক্ষে নরওয়ের ৩–০ গোলের জয়ে হ্যাটট্রিক করেন আর্লিং হলান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হলান্ডের ক্যারিয়ারে এটি ২২তম হ্যাটট্রিক। প্রথমার্ধে একটি এবং বিরতির পর দুটি গোল করেন হলান্ড।

নরওয়ের হয়ে ৩২ ম্যাচে এ নিয়ে ৩০ গোল করলেন হলান্ড। ম্যানচেস্টার সিটি তারকা আর ৪ গোল করলেই নরওয়ের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হবেন। ৪৫ ম্যাচে ৩৩ গোল নিয়ে এ তালিকায় শীর্ষে নরওয়ের সাবেক স্ট্রাইকার জোর্গেন জুভ। কসোভোর পোস্ট তাক করে নেওয়া চারটি শটের মধ্যে তিনটিতেই গোল পেলেন হলান্ড। গত বছর অক্টোবরের পর নরওয়ের হয়ে এ ম্যাচেই প্রথম গোল করলেন সিটি তারকা। শনিবার পরের প্রীতি ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে নরওয়ে। এবার ইউরোর মূল পর্বে জায়গা করে নিতে পারেনি নরওয়ে।

আরও পড়ুন