রয় কিনের সমালোচনার জবাবে হলান্ডকে ‘বিশ্বসেরা’ বললেন গার্দিওলা
প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে নিষ্প্রভ পারফরম্যান্সের পর ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়েন আর্লিং হলান্ড। সেদিন চারটি শট নিয়েও কোনো গোল করতে পারেননি ম্যানচেস্টার সিটির এ স্ট্রাইকার। ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রয় কিন বলেন, হলান্ড লিগ টুতে (চতুর্থ স্তর) খেলা খেলোয়াড়দের মানের। গোল করা ছাড়া মাঠে তাঁর খেলা খুবই নিম্নমানের।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমেও এর পক্ষে–বিপক্ষে বেশ আলোচনা হয়েছে। এবার রয় কিনের সেই মন্তব্যের জবাব দিয়েছেন খোদ সিটি কোচ পেপ গার্দিওলা। তিনি হলান্ডকে ‘বিশ্বের সেরা স্ট্রাইকার’ দাবি করে কিনের মন্তব্য ‘অপ্রত্যাশিত বলে উল্লেখ করেছেন।
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৮ গোল করেছেন হলান্ড। যদিও আগের মৌসুমের তুলনায় কম। গত মৌসুমে লিগে রেকর্ড গড়ে ৩৬ গোল করেছিলেন হল্যান্ড। এবার বড় ম্যাচগুলোতেও নরওয়েজীয় তারকার পারফরম্যান্স আশানুরূপ নয়। লিগে শীর্ষ চারে থাকা তিন দলের বিপক্ষে ৫ ম্যাচ খেলে তাঁর গোল মাত্র ১টি। এসব বিবেচনায় নিয়েই মূলত হলান্ডের সমালোচনা করেছিলেন কিন।
সাবেক আইরিশ এই ফুটবলারকে জবাব দিয়ে সিটি কোচ গার্দিওলা বলেছেন, ‘আমি তার সঙ্গে একমত নই। একেবারেই নয়। সে বিশ্বের সেরা স্ট্রাইকার। গত বছর আমরা যা কিছু জিতেছি, সেসবে সে আমাদের সাহায্য করেছে। আর্লিং (হলান্ড) অসাধারণ একজন ফুটবলার।’
হলান্ডের পাশে দাঁড়িয়ে গার্দিওলা আরও বলেছেন, ‘আমরা যে সুযোগ সৃষ্টি করতে পারিনি তার কারণ আর্লিং নয়। তাঁর যে মান তা অবিশ্বাস্য, অবশ্য সবাই অন্য কিছু প্রত্যাশা করে। অনেক ম্যাচে সে আরও ভালো করতে পারত। কিন্তু আমি জানি আর্সেনালের বিপক্ষে আমরা যে সুযোগ তৈরি করতে পারিনি, সেটা তার জন্য নয়। বক্সে আমাদের আরও উপস্থিতি জরুরি ছিল। যদি আমরা তা করতে পারতাম তবে আর্লিং আরও জায়গা পেত। কখনো কখনো এমনটা হয়।’
হলান্ডের পাশে দাঁড়ালেও সমালোচনাকে অবশ্য স্বাভাবিকভাবেই নিচ্ছেন গার্দিওলা, ‘আপনি যদি ফুটবল খেলোয়াড় হিসেবে এটা মেনে নিতে না পারেন, তবে আপনার অন্য কাজ করা উচিত। আপনি যখন মানুষের মধ্যে পরিচিতি পাবেন, তবে আপনাকে এটা মেনে নিতে হবে।’
পাশাপাশি সাবেক খেলোয়াড়দের কাছ থেকে এমন মন্তব্য অপ্রত্যাশিত বলেও মন্তব্য করেছেন গার্দিওলা, ‘আমি বিস্মিত যে এমন কথা সাবেক একজন ফুটবলার বলেছেন। সাংবাদিকদের বিষয়টা বুঝতে পারি, তারা কখনো মাঠে নেমে খেলেনি। কিন্তু সাবেক খেলোয়াড়েরা সব সময় (সমালোচনার মাধ্যমে) আমাকে বিস্মিত করে।’