বার্সেলোনাকে শীর্ষে থাকতে দিল না রিয়াল

আগের রাতে কাদিজকে উড়িয়ে দিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গিয়েছিল বার্সেলোনা। তবে সেই জায়গাটা একদিনের বেশি ধরে রাখতে পারল না জাভি হার্নান্দেজের দল। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ মায়োর্কাকে ৪-১ গোলে হারিয়ে যথারীতি লিগের শীর্ষে উঠে গেল রিয়াল মাদ্রিদ। লিগের এ পর্যন্ত ৫ ম্যাচ খেলে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে কার্লো আনচেলত্তির দল, পয়েন্ট ১৫। অন্যদিকে ৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে দুই নম্বরে।

পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদের হয়ে একটি করে গোল করেছেন ফেদে ভালভের্দে, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও আন্তোনিও রুডিগার।

গোলের পর রদ্রিগো
টুইটার

ম্যাচের শুরু থেকে দাপটের সঙ্গে খেলেছে রিয়াল মাদ্রিদ। রদ্রিগো, টনি ক্রুস, দানি সেবায়োসরা সুযোগও পেয়েছেন রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেওয়ার। কিন্তু কারও শটই লক্ষ্যে থাকেনি। বরং স্রোতের বিপরীতে গিয়ে মায়োর্কাই এগিয়ে যায় ৩৫ মিনিটে। ডান পাশে বক্সের বাইরে পাওয়া একটা ফ্রি-কিকে হেড করে মায়োর্কাকে উচ্ছ্বাসে ভাসান কসোভোর উইঙ্গার ভেদাত মুরিকি। ম্যাচে ওটাই মায়োর্কার একমাত্র আনন্দের মুহূর্ত হয়ে থেকেছে শেষ পর্যন্ত।

বিরতির আগে আগে দুর্দান্ত এক গোলে রিয়ালকে সমতায় ফেরান ভালভের্দে। প্রায় মাঝমাঠে পাওয়া বল নিয়ে একাই এগিয়ে গিয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে পাঠান মায়োর্কার জালে।

রিয়াল মাদ্রিদের গোল উদযাপন
টুইটার

তারপরেও একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল, এত ভালো খেলেও ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে রিয়াল মাদ্রিদকে। রক্ষণ আগলে বসা মায়োর্কার গোলমুখ আর খোলাই যাচ্ছিল না। অবশেষে ম্যাচের ৭২ মিনিটে সেই কাজটি করেন ভিনিসিয়ুস জুনিয়র। রদ্রিগোর পাস থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। লিগে এ নিয়ে টানা ৪ ম্যাচে গোল পেলেন ভিনি। ২০০৯ সালে করিম বেনজেমার পর লা লিগায় রিয়ালের হয়ে টানা ৪ ম্যাচে গোল করা কনিষ্ঠতম খেলোয়াড় এখন ভিনি।

যোগ হওয়া সময়ে রিয়ালের হয়ে ম্যাচের চতুর্থ গোলটি করেন আন্তোনিও রুডিগার
টুইটার

ওই গোলের পরই ভেঙে পড়ে মায়োর্কার রক্ষণ দেয়াল। রদ্রিগো নিজেও গোলের খাতায় নাম তুলেছেন ম্যাচের ৮৯ মিনিটে, বদলি নামা দানি কারভাহালের পাস থেকে। তারপর যোগ হওয়া সময়ে রিয়ালের হয়ে ম্যাচের চতুর্থ গোলটি করেন আন্তোনিও রুডিগার।

আরও পড়ুন
আরও পড়ুন