যা আছে মেসির সঙ্গে ইন্টার মায়ামির চুক্তিতে
ইন্টার মায়ামিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। কিন্তু চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। এই চুক্তিপ্রক্রিয়া নিয়ে জানাশোনা আছে, এমন এক সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘স্পোর্টিকো’ জানিয়েছে, মেসির সঙ্গে মায়ামির চুক্তি চূড়ান্ত হওয়ার পথে। কাজ আর খুব বেশি বাকি নেই। মেজর লিগ সকারের (এমএলএস) এই ক্লাবে আড়াই বছরের চুক্তি করবেন আর্জেন্টাইন তারকা। চাইলে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়াতে পারবেন মেসি।
মায়ামির সঙ্গে চুক্তিতে মেসি কত আয় করবেন, তা প্রকাশ করেছে খেলাধুলায় বাণিজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্পোর্টিকো। যুক্তরাষ্ট্রের ডিজিটাল মিডিয়া হাউস পেনস্কে মিডিয়া করপোরেশনের প্রতিষ্ঠান এটি। ভ্যারিটি, রোলিং স্টোন, বিলবোর্ড, দ্য হলিউড রিপোর্টারের মতো বিখ্যাত সব সাময়িকী প্রকাশ করে থাকে পেনস্কে।
সে যাহোক, স্পোর্টিকো জানিয়েছে, মেসির সঙ্গে মায়ামির এই চুক্তির সর্বমোট মূল্য ১৫ কোটি ডলার। এর মধ্যে আছে তাঁর বেতন, সই করার বোনাস। মায়ামিতে খেলা শেষে মেসি এই ফ্র্যাঞ্চাইজি দলের মালিকানার অংশীদার হওয়ার চেষ্টা করতে পারেন, এমনও প্রত্যাশা করা হচ্ছে।
স্পোর্টিকো আরও জানিয়েছে, এমএলএসের লভ্যাংশের ভাগ পাওয়া নিয়ে এই প্রতিযোগিতার ব্যবসায়িক অংশীদার অ্যাপল, অ্যাডিডাস ও ফ্যানাটিকসের সঙ্গে মেসির এখনো দর–কষাকষি চলছে। বিষয়টি চূড়ান্ত হলে এখান থেকেও আয় করবেন মেসি। তবে মেসি খেলা শেষে এমএলএসে দল কিনতে পারবেন, চুক্তিতে এমন কোনো সুযোগ রাখা হয়নি বলে দাবি করেছে স্পোর্টিকো।
২০০৭ সালে ডেভিড বেকহামের সঙ্গে চুক্তিতে ঠিক এটাই করা হয়েছিল এমএলএসের পক্ষ থেকে। পরে সেই চুক্তির অধীনেই ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার এখন ইন্টার মায়ামির মালিক।
৩০ জুন মেসির সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ ফুরাবে। এরপর আগামী ২১ জুলাই লিগস কাপে মায়ামির হয়ে মেসির অভিষেক হতে পারে। বার্ষিক এই প্রতিযোগিতায় সেদিন মেক্সিকোর শীর্ষ লিগের দল ক্রুজ আজুলের মুখোমুখি হবে মায়ামি। তার আগেই অবশ্য মেসির সঙ্গে চুক্তির প্রক্রিয়া সম্পন্ন করে ফেলবে মায়ামি।
এমএলএসের গ্রীষ্মকালীন দলবদলের বাজার শুরু হবে ৫ জুলাই। এই মৌসুমে বার্সার সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার ও মেসির সাবেক ক্লাব সতীর্থ সের্হিও বুসকেতসকেও যুক্তরাষ্ট্রে উড়িয়ে আনার চেষ্টা করছে মায়ামি।
স্পোর্টিকো দাবি করেছে, মেসির মায়ামিতে যোগ দেওয়ার ভিতটা স্থাপিত হয়েছে এমএলএসে এই দল প্রথম ম্যাচ খেলার আগেই। ২০১৯ সালেই মেসির বাবা হোর্হে মেসির সঙ্গে এ নিয়ে বার্সেলোনায় সাক্ষাৎ করেছিলেন মায়ামির সহমালিক হোর্হে মাস। এ মাসের শুরুর দিকে পিএসজি ছেড়ে মায়ামিতে যাওয়ার ঘোষণা দেন ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। মেসির এক ঘোষণাতেই মায়ামিতে তাঁর সম্ভাব্য অভিষেক ম্যাচের টিকিটের দাম বেড়েছে ১০৩৪ শতাংশ! সিজন টিকিটের চাহিদা বেড়েছে ১০ গুণ।
মায়ামি আপাতত খেলছে ডিআরভি পিএনকে স্টেডিয়ামে, সেখানে আরও ১৮ হাজার আসন বাড়াবে তারা। এরপর ২০২৫ সালে চলে যাবে নির্মাণাধীন মায়ামি ফ্রিডম পার্ক স্টেডিয়ামে।
স্পোর্টিকো গত বছর এমএলএসের দলগুলোর মূল্যের যে তালিকা করেছিল, সেখানে দশম স্থানে ছিল ইন্টার মায়ামি। ৫৮ কোটি ৫০ লাখ ডলার দাম ছিল ফ্র্যাঞ্চাইজি দলটির। নতুন স্টেডিয়াম ও মেসির আগমনে এই দাম অনেক বাড়বে বলেই আশা করছেন বিশ্লেষকেরা। মেসি মায়ামিতে যোগ দেওয়ার ঘোষণার আগে ইনস্টাগ্রামে ১০ লাখ অনুসারী ছিল ফ্র্যাঞ্চাইজিটির। কিন্তু এখন অনুসারীসংখ্যা ৮০ লাখের বেশি। প্রায় দুই দশক ধরে পেশাদার ফুটবলে বেতন-বোনাস ও এনডোর্সমেন্ট মিলিয়ে ১২০ কোটি ডলার আয় করেছেন মেসি। অ্যাথলেটদের মধ্যে আয়ে যা পঞ্চম সর্বোচ্চ।