ব্যালন ডি’অর জেতার দৌড়ে বাজির দরেও এগিয়ে ভিনিসিয়ুস
‘এ মৌসুমে সে (ভিনিসিয়ুস জুনিয়র) তার দলের সেরা খেলোয়াড়দের একজন। তার মধ্যে বেশ ক্ষুধা দেখেছি। দলটিও তার খেলার ধরনের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছে। যদি রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগ জেতে, তবে সে ব্যালন ডি’অর জেতার দাবিদার’—চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনাল প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে জোড়া গোল করার পর ভিনিসিয়ুসকে নিয়ে এ কথাগুলো বলেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো।
প্রথম লেগের মতো ফিরতি লেগে জোড়া গোল না পেলেও, সেদিনও দুর্দান্ত খেলেছেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার। উইং ধরে একের পর এক আক্রমণে কাঁপিয়ে দিয়েছিলেন বায়ার্নের রক্ষণকে। প্রথম লেগের মতো সেদিনও ম্যাচসেরা হন এই ব্রাজিলিয়ান। তাঁর সামনে এখন আর একটিমাত্র বাধা। ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জিতলেই চ্যাম্পিয়নস লিগ শিরোপার স্বাদ পাবেন ভিনি। শুধু কি তাই, ব্যালন ডি’অর জয়ের পথেও অনেক দূর এগিয়ে যাবেন ২৩ বছর বয়সী এ ফুটবলার।
চ্যাম্পিয়নস লিগ জেতার কঠিন চ্যালেঞ্জ পেরোনো বাকি থাকলেও বাজিকরদের হিসাবে ভিনি কিন্তু এখনই ব্যালন ডি’অর জয়ে ফেবারিট। সম্প্রতি শীর্ষ সারির বেটিং প্রতিষ্ঠানগুলোর বরাত দিয়ে ফেবারিটের এই তালিকাটি সামনে এনেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’।
বাজিকরদের হিসাবে ভিনির বাজির দর এখন ২.৩৫। অর্থাৎ, ভিনি যদি ব্যালন ডি’অর জেতেন এবং তাঁর পক্ষে এক টাকা বাজি ধরলে ২.৩৫ টাকা দেওয়া হবে। যেহেতু সাফল্যের সম্ভাবনা বেশি তাই তাঁকে নিয়ে বাজি ধরে জিতলে কম টাকা মিলবে। এ তালিকায় আছেন ভিনির ইংলিশ সতীর্থ জুড বেলিংহাম। তাঁর দর ধরা হয়েছে ৩.৪ থেকে ৪ এর মধ্যে। যা ভিনির চেয়ে বেশি। এখন কেউ যদি বেলিংহাম নিয়ে বাজি ধরে জেতেন তবে ভিনিকে নিয়ে যিনি ধরবেন তাঁর চেয়ে বেশি টাকা পাবেন। কারণ, বেলিংহামের সম্ভাবনা এই মুহূর্তে ভিনির চেয়ে কম।
এ দুজন ছাড়া কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইনও আছেন তালিকায়। সেমিফাইনাল থেকে দুজন বিদায় নিলেও তাঁরা কিন্তু এখনো চ্যাম্পিয়নস লিগের শীর্ষ গোলাদাতা। এরপরও বাজির দরে অবশ্য ভিনি এবং বেলিংহামের চেয়ে পিছিয়ে তাঁরা। এমবাপ্পের বাজির দর ৬ থেকে ৭.৫ এর মতো, যা ভিনির প্রায় তিনগুণের বেশি। এমবাপ্পে অবশ্য এ তালিকায় কেইনের চেয়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন। সেরা দশে থাকলেও বাজির দরে অনেক পিছিয়ে আছেন বর্তমান বিজেতা লিওনেল মেসি। তাঁর বাজির দর ২১ থেকে ২৬ এর মধ্যে।
অন্য দিকে ‘স্কোর ৯০’ নামে একটি পোর্টালের জরিপে ব্যালন ডি’অর জেতার সম্ভাব্য তালিকায় ভিনির অবস্থান ৪ নম্বরে। এ মৌসুমে তার ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের এ ট্রফি জেতার সম্ভাবনা মাত্র ১০ শতাংশ। তাঁদের তালিকায় সবার ওপরে আছে জুড বেলিংহাম। যাঁর ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা ২৪ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা কিলিয়ান এমবাপ্পের সম্ভাবনা ২১ শতাংশ। আর ১৪ শতাংশ নিয়ে তিনে আছেন কেইন।
২০২৩–২৪ মৌসুমে ৩৬ ম্যাচে ২১ গোল ও ৯টি গোল করিয়েছেন ভিনিসিয়ুস। রিয়ালের হয়ে এবারের মৌসুমে লা লিগা শিরোপা জয় নিশ্চিত হয়েছে তাঁর। এই পথে ২৪ ম্যাচে করেছেন ১৩ গোল। লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা বেলিংহামের (১৮) পরই ভিনিসিয়ুস।