ফন ডাইককে কীভাবে ফাঁকি দেবেন মেসি, পরামর্শ দিলেন আগুয়েরো
বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো পরাশক্তির মুখোমুখি হয়নি আর্জেন্টিনা। লিওনেল মেসিরা গ্রুপ পর্বে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে খেলেছেন। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া।
একই কথা নেদারল্যান্ডসের ক্ষেত্রেও। কাতার, ইকুয়েডর ও সেনেগালকে টপকে গ্রুপসেরা হওয়ার পর শেষ ষোলোয় যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলেছে দলটি। কাতার বিশ্বকাপে তাই নেদারল্যান্ডস-আর্জেন্টিনা ম্যাচটি দুই দলের জন্যই বড় পরীক্ষা।
ডাচদের বিপক্ষে ম্যাচটিতে আর্জেন্টাইন ফরোয়ার্ডদের মূল প্রতিপক্ষ হতে পারেন ভার্জিল ফন ডাইক। ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডারকে মেসি–আলভারেজরা কীভাবে ফাঁকি দেবেন, সেই পরামর্শ দিয়েছেন সের্হিও আগুয়েরো।
হৃদ্রোগের কারণে অকালেই ফুটবলকে বিদায় জানানো আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার ম্যানচেস্টার সিটির হয়ে অনেকবারই লিভারপুলের ডিফেন্ডার ফন ডাইকের বিপক্ষে খেলেছেন।
ফন ডাইকের মুখোমুখি হওয়ার সেই অভিজ্ঞতা থেকে আগুয়েরো বলেছেন, ‘সে খুব একটা জোরে দৌড়াতে পারে না। তবে লম্বা পা আছে। আমার যেটুকু দৌড়াতে দশ কদম ফেলতে হয়, ওর সেটা দুই কদমেই হয়ে যায়।’
দ্রুত এগিয়ে বলের কাছাকাছি যেতে পারা ফন ডাইককে সামাল দেওয়ার জন্য মেসিদের একটি উপায় বাতলে দিয়েছেন ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার সাবেক স্ট্রাইকার, ‘কিছু একটা করে ওর মনোযোগ ভিন্ন দিকে সরিয়ে দিতে হবে। যেমন কেউ যদি স্ট্যান্ড থেকে কিছু একটা বলে। আমি মাঠে থাকলে ওর সঙ্গে কথা বলা শুরু করে দিতাম।’
ম্যাচে ৩১ বছর বয়সী ফন ডাইকের মনোভাব কেমন থাকে, সেই ধারণাও দিয়েছেন আগুয়েরো, ‘আকারে সে অনেক বড়। শরীর দিয়ে খেলে। সে প্রতিপক্ষকেও ওভাবেই মাপে। সে নিজ থেকে এগিয়ে আসবে না। বল রিসিভ করতে দেবে, ওর দিকে বল চলে যাওয়ার জন্য অপেক্ষা করবে। এরপরই শরীরকে কাজে লাগিয়ে হারানোর চেষ্টা করবে। সে এভাবেই খেলে।’