মাঠে ইউটিউবার: ১ মিনিটে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসকে যেভাবে অসম্মান করা হলো
বলা হয়, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। যার যে জায়গায় থাকা দরকার, তাকে সেখানে রাখার যৌক্তিকতা বোঝাতেই মূলত বলা হয় এই কথাটি। সবাই মূলত নিজ নিজ জায়গাতেই সুন্দর। যদিও সব সময় যে এটা মানা হয় তা কিন্তু নয়। যেমন মানেনি আর্জেন্টিনার ক্লাব দেপোর্তিভো রেইসত্রা।
গত সোমবার আর্জেন্টিনার শীর্ষ স্তরের লিগে আক্ষরিক অর্থেই একজন ইউটিউবারকে মাঠে নামিয়ে দিয়েছে তারা। যে কারণে এখন ব্যাপক সমালোচনার মুখেও পড়তে হয়েছে ক্লাবটিকে। শীর্ষ লিগের একটি ক্লাবের করা এমন ঘটনাকে অনেকে ‘দুঃখজনক’ বলেও মন্তব্য করেছে।
সোমবার আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে মুখোমুখি হয়েছিল রেইসত্রা ও ভেলেজ সার্সফিল্ড। এই ম্যাচের একাদশ দেখেই চমকে উঠেছিল অনেকে। খেলোয়াড় তালিকায় দেখা যাচ্ছিল ইভান বুহাজেরুক নামের একজনকে, যিনি এসপ্রিন নামেও পরিচিত। তবে তাঁর পরিচিতি ফুটবলার হিসেবে নয়, ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সার হিসেবেই সামাজিক যোগাযোগমাধ্যমে বুহাজেরুকের খ্যাতি।
এমনকি ইউটিউবে বুহাজেরুকের ৭০ লাখ অনুসারীও আছে। তবে পেশাদার ফুটবলে কোনো ধরনের অভিজ্ঞতা না থাকার পরও তাঁকে মাঠে নামানোর ঘটনা বিস্মিত করেছে অনেককেই। যদিও তাঁকে মাঠে নামানোটা ছিল শুধুই আনুষ্ঠানিকতা। কারণ, মাত্র ৫৯ সেকেন্ড পরেই তাঁকে তুলে নেন রেইসত্রার কোচ ক্রিস্টিয়ান ফাব্বিয়ানি।
বুয়েনস এইরেসের এই ক্লাবটি অবশ্য অপ্রচলিত বিপণন কৌশলের জন্য আগে থেকেই পরিচিত ছিল। বুহাজেরুকের সঙ্গে পেশাদার চুক্তি করা এবং ফেব্রুয়ারিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে তাঁকে নিবন্ধন করাও ছিল তেমন কিছু।
এই ঘটনায় তাৎক্ষণিকভাবে সমালোচনার মুখে পড়তে হয়েছে ক্লাবটিকে। একজন ধারাভাষ্যকারকে বলতে শোনা যায়, ‘সে জানেও না কোথায় সে দাঁড়িয়ে আছে। এটা অবিশ্বাস্য। এটা একই সঙ্গে দুঃখজনক ও অসম্মানজনক ঘটনা।’
এদিকে রেইসত্রার কোচ ফাব্বিয়ানি স্থানীয় এক রেডিও স্টেশনকে বলেন, খেলা শুরুর আগে ভেলেজ কোচ গুস্তাভো কিন্তোরেসের সঙ্গে বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন। এ সময় প্রতিপক্ষ কোচকে ফাব্বিয়ানি জানান, কাউকে অসম্মানিত করার কোনো ইচ্ছে তাদের নেই, ‘এটা শুনে সে হেসেছিল এবং আমাকে বলে ‘‘তাকে আধ ঘণ্টার জন্য ছেড়ে দাও।’ ’এটা এমন চুক্তি যা স্বাক্ষরিত হয়েছিল আরও অনেক আগে এবং ক্লাবটি প্রচারের ওপরেও অনেক বেশি নির্ভরশীল। সম্ভবত এ ঘটনা একবারেই শেষ।’
সাবেক আর্জেন্টাইন ফুটবলার এবং বর্তমানে আর্জেন্টাইন ক্লাব এস্তুদিয়ান্তেস দে লা প্লাতার সভাপতি হুয়ান সেবাস্তিয়ান ভেরন এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘এটা পুরোপুরিভাবে ফুটবল এবং ফুটবলারদের অসম্মান।’
আর্জেন্টিনার বিখ্যাত সংবাদপত্র লা নাসিওন তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘যেভাবে এক মিনিটে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসকে অসম্মান করা হলো।’