ছবিতে ছবিতে ব্যালন ডি’অর রাত

১ / ১৫
রেড কার্পেটে দুই সঞ্চালক আইভরি কোস্টের সাবেক ফুটবলার দিদিয়ের দ্রগবা ও ফ্রেঞ্চ-ব্রিটিশ সাংবাদিক স্যান্ডি হারবার
এএফপি
২ / ১৫
ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রি গিয়েছিলেন বান্ধবী লরা ইগলেসিয়াসকে সঙ্গে নিয়ে
রয়টার্স
৩ / ১৫
রেড কার্পেটে ফটোসেশনে বায়ার্ন মিউনিখের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন
রয়টার্স
৪ / ১৫
স্ত্রী আমান্দার সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ
রয়টার্স
৫ / ১৫
আর্জেন্টিনার আরেক মার্তিনেজ, লাওতারোরও সঙ্গী ছিলেন তাঁর স্ত্রী আগস্তিনা গানদোলফো
রয়টার্স
৬ / ১৫
হলিউড তারকা নাতালি পোর্টম্যান কেন ব্যালন ডি’অর অনুষ্ঠানে? যুক্তরাষ্ট্রের একটি মেয়েদের ফুটবল দলের মালিক যে তিনি
রয়টার্স
৭ / ১৫
আরেক আর্জেন্টাইন আলেহান্দ্রো গারনাচোর সঙ্গে রেড কার্পেটে সঙ্গী বান্ধবী ইভা গার্সিয়া
এএফপি
৮ / ১৫
‘পিচ্চি’ ভাই কেইনের সঙ্গে বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল। বার্সার কিশোর তারকার মা–বাবাও ছিলেন অনুষ্ঠানে
এএফপি
৯ / ১৫
ছবি তুলতে গিয়ে হাসির ফোয়ারা ছোটালেন বার্সেলোনার তিন ফুটবলার—দানি ওলমো (বাঁয়ে), লামিনে ইয়ামাল ও পাউ কুবারসি
এএফপি
১০ / ১৫
রিয়াল মাদ্রিদ ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করলেও ব্যালন ডি’অর বয়কট করেনি তাদের। সেরা ক্লাবের পুরস্কার পেয়েছে চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়নরাই
এএফপি
১১ / ১৫
স্মরণ করা হয়েছে প্রয়াত জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারকে। সে সময় মঞ্চে উপস্থিত ছিলেন বেকেনবাওয়ারের স্ত্রী, ছেলে ও জার্মানির সাবেক খেলোয়াড় কার্ল-হাইঞ্জ রুমেনিগেও
এএফপি
১২ / ১৫
স্পেনের বিশ্বকাপজয়ী নারী দলের অধিনায়ক হেনি হেরমোসো বিশেষ এই পুরস্কারটি পেয়েছেন দাতব্য কাজের জন্য
রয়টার্স
১৩ / ১৫
রিয়াল মাদ্রিদের কেউ ছিলেন না, তাই সেরা পুরুষ কোচ কার্লো আনচেলত্তির ভিডিও পুরোনো ফুটেজ দেখেই সন্তুষ্ট থাকতে হলো দর্শকদের
এএফপি
১৪ / ১৫
‘সোনার গোলক’ উঠেছে দুই স্প্যানিশ আইতানা বোনমাতি ও রদ্রির হাতে। ব্যালন ডি’অরে চুমো খেয়েই বুঝিয়ে দিনে কতটা আরাধ্য পুরস্কারটি
এএফপি
১৫ / ১৫
রদ্রির ব্যালন ডি’অরে কী দেখাচ্ছেন আইতানা বোনমাতি?
এএফপি