‘পিচ্চি’ ভাই কেইনের সঙ্গে বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল। বার্সার কিশোর তারকার মা–বাবাও ছিলেন অনুষ্ঠানেএএফপি
৯ / ১৫
ছবি তুলতে গিয়ে হাসির ফোয়ারা ছোটালেন বার্সেলোনার তিন ফুটবলার—দানি ওলমো (বাঁয়ে), লামিনে ইয়ামাল ও পাউ কুবারসিএএফপি
১০ / ১৫
রিয়াল মাদ্রিদ ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করলেও ব্যালন ডি’অর বয়কট করেনি তাদের। সেরা ক্লাবের পুরস্কার পেয়েছে চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়নরাইএএফপি
১১ / ১৫
স্মরণ করা হয়েছে প্রয়াত জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারকে। সে সময় মঞ্চে উপস্থিত ছিলেন বেকেনবাওয়ারের স্ত্রী, ছেলে ও জার্মানির সাবেক খেলোয়াড় কার্ল-হাইঞ্জ রুমেনিগেওএএফপি
১২ / ১৫
স্পেনের বিশ্বকাপজয়ী নারী দলের অধিনায়ক হেনি হেরমোসো বিশেষ এই পুরস্কারটি পেয়েছেন দাতব্য কাজের জন্যরয়টার্স
১৩ / ১৫
রিয়াল মাদ্রিদের কেউ ছিলেন না, তাই সেরা পুরুষ কোচ কার্লো আনচেলত্তির ভিডিও পুরোনো ফুটেজ দেখেই সন্তুষ্ট থাকতে হলো দর্শকদেরএএফপি
১৪ / ১৫
‘সোনার গোলক’ উঠেছে দুই স্প্যানিশ আইতানা বোনমাতি ও রদ্রির হাতে। ব্যালন ডি’অরে চুমো খেয়েই বুঝিয়ে দিনে কতটা আরাধ্য পুরস্কারটিএএফপি