গোল করে যাচ্ছে বার্সেলোনা, হজম করে চলেছে রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদকে ৫–০ গোলে হারিয়ে গত রাতে স্প্যানিশ নারী সুপার কাপের শিরোপা জিতেছে বার্সেলোনা। এই ফল অবশ্য ম্যাচের আগেই অনুমেয় ছিল।
পুরুষদের এল ক্লাসিকোতে দ্বৈরথ যতই হাড্ডাহাড্ডি হোক, নারীদের ক্লাসিকো মানেই বার্সার একচ্ছত্র আধিপত্য। এ আধিপত্য আবার যেমন তেমন নয়, রিয়ালের জন্য রীতিমতো লজ্জায় মুখ লুকানোর মতোই। এখন পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ১৬ ম্যাচ খেলে সব কটিতেই যে হার! অবিশ্বাস্যই বটে।
রিয়াল–বার্সার এই দ্বৈরথে বার্সা কতটা দাপুটে, সেটা বোঝা যাবে গোল সংখ্যার দিকে তাকালে। দুই দলের মুখোমুখি হওয়া ১৬ ম্যাচে বার্সেলোনা ফেমিনি রিয়ালের জালে বল জড়িয়েছে মোট ৫৮ বার। অর্থাৎ, ম্যাচপ্রতি গোলের সংখ্যা সাড়ে তিনটির বেশি।
রিয়াল ও বার্সা মেয়েদের মুখোমুখি ১৬ ম্যাচের ফল
বিপরীতে বার্সার বিপক্ষে রিয়াল করেছে মাত্র ৬ গোল। এমনকি এই ম্যাচগুলোর মধ্যে শুধু দুটি ম্যাচে বার্সা এক গোলের ব্যবধানে জিতেছে, বাকি ১৪ ম্যাচে জয়ের ব্যবধান ২ বা তার বেশি গোল।
আগের ১৫ ম্যাচের তুলনায় গত রাতের ম্যাচটি অবশ্য একদিক থেকে বার্সার জন্য বিশেষ কিছু ছিল। কারণ, এটি ছিল দুই দলের মুখোমুখি হওয়া প্রথম কোনো ফাইনাল।
তবে শিরোপা লড়াই হলেও ম্যাচে নতুন কিছু দেখা যায়নি। ৫ গোল দিয়ে দাপটের সঙ্গে জিতেই শিরোপা নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি। পাশাপাশি এটি বার্সার টানা চতুর্থ এবং সব মিলিয়ে পঞ্চম সুপার কাপ শিরোপা। প্রতিযোগিতার ছয় আসরের মধ্যে শুধু একটিতে জিততে পারেনি বার্সা। ২০২০–২১ মৌসুমের সেই আসরে অবশ্য বার্সেলোনা ফাইনালেও খেলতে পারেনি।
নারীদের আগে বার্সার পুরুষ দলও রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছে। বছরের শুরুর দিকে সৌদি আরবের জেদ্দায় সেই ম্যাচে বার্সা জিতেছিল ৫–২ গোলে।