চেলসিকে হারিয়ে এফএ কাপের ফাইনালে সিটি

আবারও এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটিএএফপি

ম্যানচেস্টার  সিটি ১ : ০ চেলসি

গত সপ্তাহে ইতিহাদে রিয়াল মাদ্রিদের কাছে টাইব্রেকারে হেরে চ্যাম্পিয়নস লিগ ধরে রাখার স্বপ্ন ভেঙে গেছে ম্যানচেস্টার সিটির। হাতে আছে প্রিমিয়ার লিগ ও এফএ কাপের শিরোপা ধরে রাখার সুযোগ। আজ সে পথে বড় এক ধাপ এগিয়ে গেছে পেপ গার্দিওলার দল।

ওয়েম্বলিতে চেলসিকে ১-০ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার এফএ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৮৪ মিনিটে সিটির জয়ের গোলটি করেন বের্নার্দো সিলভা।

শেষ দিকে জয়ের গোলটা সিটি করলেও ম্যাচে একাধিক গোলের সুযোগ পেয়েছিল চেলসি। প্রথমার্ধে সিটি বলের দখলে এগিয়ে থাকলেও লক্ষ্যে একটিও শট রাখতে পারেনি। কিন্তু ওই সময় চেলসির লক্ষ্যে শট ছিল ৩টি।

সিটির কঠিন পরীক্ষা নিয়েছে চেলসি
এএফপি

এর মধ্যে ২৯ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ হারান নিকোলাস জ্যাকসন। সেনেগালের এই স্ট্রাইকার সিটি গোলকিপার স্তেফান ওর্তেগাকে একা পেলেও শট নিতে দেরি করায় সুযোগ নষ্ট করেন।

আরও পড়ুন

প্রথমার্ধে সিটিও অবশ্য সুযোগ পেয়েছিল। ১৪ মিনিটে সেটি নষ্ট করেন ফিল ফোডেন। সিটির আক্রমণ গতি পায় দ্বিতীয়ার্ধে জ্যাক গ্রিলিশকে উঠিয়ে জেরেমি ডকুকে নামানোর পর। ৮৪ মিনিটে সিলভার গোলটি আসে কেভিন ডি ব্রুইনা দারুণ ক্রসের সুবাদে। ডি ব্রুইনা চেলসি বক্সের ভেতর থেকে ক্রস বাড়ালে সেটি গোলকিপার পেত্রোভিচ পা রুখে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। বল চলে যায় সিলভার কাছে। জোরালো শটে বল জালে জড়িয়ে সিটি উচ্ছ্বাসে ভাসান তিনি।

সম্ভাবনা জাগিয়েও জিততে না পারার হতাশা চেলসির খেলোয়াড়দের
এএফপি

গত বছর এফএ কাপের ট্রফি জেতা ম্যান সিটি এ নিয়ে তৃতীয়বার টানা দুই বছর ফাইনালে উঠল। আগের দুটি ছিল ১৯৩৩-৩৪ ও ১৯৫৫-৫৬ সালে। ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ হবে রোববার ম্যানচেস্টার ইউনাইটেড-কভেন্ট্রি সিটির মধ্যে জয়ী দল।