পিএসজিকে লিগ জেতানোর পাশাপাশি টানা পঞ্চমবারের মতো লিগ আঁ-তে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তবে চ্যাম্পিয়নস লিগ জিততে পারেননি এবারও। তাই বলে এই মৌসুমের পারফরম্যান্স নিয়ে ফরাসি ফরোয়ার্ডের মনটা একদম খারাপ হওয়ার কথা নয়। নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট বলেই হয়তো ফ্রান্স ছেড়ে নেইমারের সঙ্গে একটু ঘুরতে বের হয়েছিলেন। গন্তব্য?
বার্সেলোনায় চলছে স্প্যানিশ গ্রাঁ প্রিঁ ফর্মুলা ওয়ান প্রতিযোগিতা। গতির নেশা ভালো লাগে এমবাপ্পের। ফেরারির অতিথি হিসেবে দেখেছেন ফর্মুলা ওয়ানের লড়াই। সেখানেই চ্যাম্পিয়নস লিগ ফাইনাল নিয়ে কথা বলেছেন এমবাপ্পে।
তুরস্কের ইস্তাম্বুলে ১০ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ মিলিয়ে ঘরোয়া ‘ডাবল’ জেতা সিটি বিশেষজ্ঞদের চোখে এই ম্যাচে পরিষ্কার ফেবারিট। ইন্টার সিরি আ-তে তৃতীয় হলেও ইতালিয়ান সুপার কোপা ও ইতালিয়ান কাপ জিতেছে এই মৌসুমে। এমবাপ্পে মনে করেন, ফাইনাল একপেশে হবে না, তবে শেষ পর্যন্ত সিটিই জিতবে বলে মনে করেন পিএসজি তারকা। স্প্যানিশ গ্রাঁ প্রিঁ দেখতে দেখতে স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘এটা দারুণ এক ম্যাচ হবে। ফাইনালটা দেখব। আমার মনে হয়, ম্যানচেস্টার সিটিই জিতবে।’
চ্যাম্পিয়নস লিগে এবার শেষ ষোলো থেকে বাদ পড়েছে পিএসজি। বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে হেরেছিলেন নেইমার-এমবাপ্পেরা। মৌসুম শেষে পিএসজিতে ঘর গোছানোর প্রক্রিয়া শুরু হতে পারে। লিওনেল মেসি ক্লাব ছেড়েছেন, নেইমার কত দিন আছেন, সেটাও নিশ্চিত নয়। ব্রাজিলিয়ান তারকার পিএসজি ছাড়া নিয়ে গুঞ্জন বহু দিনের। ইউরোপের সংবাদমাধ্যমও একাধিকবার জানিয়েছে, নেইমারকে নিয়ে সন্তুষ্ট নয় পিএসজি।
এ মৌসুম শেষে ক্লাব ছেড়েছেন সের্হিও রামোসও। ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে, বড় তারকাদের ছেড়ে দিয়ে তরুণদের নিয়ে দল গড়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন পূরণ করতে চায় পিএসজি। আর এই পরিকল্পনায় এমবাপ্পেই কেন্দ্রবিন্দু।
ইন্টার ও সিটি এর আগে কখনো প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হয়নি। প্রাক্ মৌসুম প্রীতি ম্যাচে দুবার মুখোমুখি হয়ে দুই দল একবার করে জিতেছে ৩-০ ব্যবধানে। ম্যানচেস্টার সিটির সঙ্গে ইন্টার মিলানের চ্যাম্পিয়নস লিগে দেখা না হওয়ার অন্যতম একটি কারণ ব্যাখ্যা করা যায়।
সিটি ২০১১-১২ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে প্রথমবারের মতো খেলার টিকিট পেয়ে এখন পর্যন্ত সব সংস্করণে খেলেছে। এর আগে একবার ফাইনাল খেললেও কখনো ইউরোপসেরা হতে পারেনি। তিনবারের ইউরোপসেরা ইন্টার ২০১২ ও ২০১৮ সালে এ টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, আর নকআউট পর্বে ফিরেছে গত মৌসুমে।
এমবাপ্পে সম্ভবত ম্যানচেস্টার সিটির জয়ের সম্ভাবনা দেখছেন এবারের মৌসুমে দলটির দুর্দান্ত পারফরম্যান্স দেখে। কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখ এবং সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনালে উঠেছে সিটি। কিছুদিন আগে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে জিতেছে এফএ কাপও। তবু ম্যাচটা যেহেতু চ্যাম্পিয়নস লিগ ফাইনাল, শেষ বাঁশি বাজার আগপর্যন্ত কিছুই বলা যায় না!