ক্লপের জার্মানির কোচ হওয়ার সম্ভাবনা কতটুকু
২০২৪ ইউরোর আয়োজক দেশ জার্মানি। আয়োজক হিসেবে ইউরোর চূড়ান্ত পর্বে এমনিতেই খেলবে তারা। কিন্তু কোচ হান্সি ফ্লিকের অধীনে সময়টা মোটেও ভালো যাচ্ছে না চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। জুনের আন্তর্জাতিক বিরতিতে তিন ম্যাচের একটিতেও জিততে পারেনি জার্মানি।
ইউক্রেনের সঙ্গে ৩–৩ গোলে ড্রয়ের পর পোল্যান্ডের কাছে ১–০ এবং কলম্বিয়ার কাছে ২–০ গোলে হেরেছে তারা। গত মার্চে বেলজিয়ামের কাছে হার বিবেচনায় নিলে টানা ৪ ম্যাচ জয়বঞ্চিত জার্মানি। ফ্লিকের জায়গা নিয়ে তাই প্রশ্ন ওঠাই স্বাভাবিক।
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে জার্মানি। নেশনস লিগেও ভালো করতে পারেনি। ২০২১ সালের আগস্টে কোচের দায়িত্ব নেওয়া ফ্লিকের অধীনে জার্মানি মাথা তুলে দাঁড়াতে পারছে না। ২০২২ সালের শুরু থেকে হিসাব করলে ফ্লিকের অধীনে ১৭ ম্যাচের মধ্যে মাত্র ৫টি জিতেছে জার্মানি।
পরিস্থিতি যখন এমন, ইয়ুর্গেন ক্লপের নামটা আলোচনায় তুলে এনেছে জার্মানির সংবাদমাধ্যম বিল্ড। জার্মানির হাল ধরতে লিভারপুলের দায়িত্ব ছাড়ার জন্য ক্লপকে অনুরোধ করে গত পরশু একটি প্রতিবেদন প্রকাশ করেছিল পত্রিকাটি। সংবাদকর্মী ম্যাথিয়াস ব্রুগেলমান দাবি করেছিলেন, ফ্লিককে ছাঁটাই করে তাঁর জায়গায় ক্লপকে নিয়ে আসা হোক। বিশ্লেষকেরাও ভেবেছিলেন, ক্লপের মতো কোচ লিভারপুলের দায়িত্ব ছেড়ে অন্য কোথাও যোগ দিতে চাইলে সেটি অবশ্যই জার্মানি।
ভাবনাটা ভুল নয়, তবে বাস্তবে সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ক্লপের এজেন্ট মার্ক কোসিকে। লিভারপুলের দায়িত্ব ছেড়ে ক্লপের জার্মানির কোচ হওয়ার ইচ্ছা কতখানি, তা জানতে কোসিকের সঙ্গে যোগাযোগ করেছিল বিল্ড। কোসিক নিশ্চিত করেছেন, লিভারপুলের দায়িত্ব ছাড়ছেন না জার্মানির এই কোচ, ‘লিভারপুলের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি আছে ক্লপের আর জার্মানি জাতীয় দলেরও কোচ আছে। তাই এ বিষয় নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই।’
লিভারপুলের সঙ্গে ২০২৬ সালে ক্লপের বর্তমান চুক্তির মেয়াদ ফুরাবে। তাঁর এজেন্টের কথা শোনার পর লিভারপুলের ভক্তরা স্বস্তির নিশ্বাস ফেলতেই পারেন। তবে গত মৌসুমে লিভারপুলকে নিয়ে তেমন ভালো করতে পারেননি ক্লপ। চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি অ্যানফিল্ডের ক্লাবটি। প্রিমিয়ার লিগ টেবিলে পঞ্চম হয়ে মৌসুম শেষ করেছে ক্লপের দল।