গোলের রাজা রোনালদো, পেলে–মেসি–বাইকানরা কোথায়

ক্রিস্টিয়ানো রোনালদোপ্রথম আলো

রোববার রাতে এভারটনের বিপক্ষে ম্যাচে গোল করে ক্লাব ফুটবলে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবল মিলিয়েও সবচেয়ে বেশি ৮১৭ গোলের মালিক এখন এই পর্তুগিজ মহাতারকা।

দুটি জায়গাতেই রোনালদোর ঘাড়ে নিশ্বাস ফেলছেন লিওনেল মেসি। ক্লাব ফুটবলে ৭০০ ছুঁতে মেসির প্রয়োজন আর মাত্র ৯ গোল। তবে আন্তর্জাতিক ফুটবলে এখনো রোনালদোর চেয়ে ২৭ গোলে পিছিয়ে আছেন মেসি।তবে এখনো খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে রোনালদো ও মেসির ধারেকাছেও নেই অন্যরা। ক্লাব ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে এ মাইলফলকে পৌঁছেছেন ম্যানচেস্টার ইউনাইটেড পর্তুগিজ তারকা

প্রিমিয়ার লিগে এভারটনের মাঠে ৪৪ মিনিটে গোল করে ৭০০ গোলের মাইলফলকে পৌঁছান রোনালদো। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এটিই রোনালদোর প্রথম গোল। এ তালিকায় রোনালদোর ঠিক পেছনেই আছেন মেসি। আর্জেন্টাইন তারকার গোল ৬৯১। যিনি এ মৌসুমে ইতিমধ্যে করেছেন ৮ গোল। গোলের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে খুব দ্রুতই রোনালদোকে ছুঁয়ে ফেলতে পারেন পিএসজি তারকা।

রোনালদো নিজের সেরা সময়টা পার করেছেন রিয়াল মাদ্রিদে। ‘লস ব্লাঙ্কো’দের জার্সি ‘সিআর-৭’ করেছেন সবচেয়ে বেশি ৪৫০ গোল। রিয়ালের হয়ে সাফল্যের চূড়া স্পর্শ করলেও, রোনালদোর চূড়ায় ওঠার যাত্রা শুরু হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে দিয়ে। ‘রেড ডেভিল’দের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৪৪ গোল করেছেন এই পর্তুগিজ তারকা। ইউনাইটেডের হয়ে রোনালদোর সেই গোলের ধারা অবশ্য এখনো চলমান। দেখে নেওয়া যাক কোন ক্লাবের হয়ে রোনালদোর কত গোল।

খেলা বানানো থেকে শুরু করে গোল করা—সব জায়গাতেই রোনালদো সমান কার্যকর। নিখুঁত ফিনিশিংয়ে যেমন জাল ছিঁড়তে পারেন, তেমন ৮ ফুট উঁচুতে উঠেও করেছেন। ডান পা তাঁর শক্তির জায়গা হলেও বাঁ পায়েও রোনালদো সমান কার্যকর। হেডে গোল করার ক্ষেত্রেও রোনালদোর সামর্থ্য অনন্য।

ক্লাব ও জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। এ তালিকায় খেলায় আছেন এমন তারকাদের মধ্যে শুধু মেসিই (৭৮১) আছেন রোনালদোর আশপাশে। তালিকার দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রিয়ান কিংবদন্তি জোসেফ বাইকান। তালিকার সেরা পাঁচে থাকা অন্য দুজন ফুটবলার হলেন সর্বকালের সেরা দুই তারকা রোমারিও ও পেলে।

ক্লাবের মতো আন্তর্জাতিক ফুটবলেও প্রায় দুই দশক ধরে দাপট দেখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ তালিকায় রোনালদোর ঠিক পরেই আছেন ইরানের সাবেক ফুটবলার আলী দাইয়ি। তালিকায় আছেন হাঙ্গেরির কিংবদন্তি ফুটবলার ফেরেঙ্ক পুসকাসও।

বিশ্বকাপ জিততে না পারলেও রোনালদোর আন্তর্জাতিক শিরোপার ঝুলিটা একেবারে খালি নয়। দেশের হয়ে জিতেছেন ইউরো এবং নেশনস লিগের শিরোপা। রোনালদোর সবচেয়ে বেশি গোল বিশ্বকাপ বাছাইয়ে। এ প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ৩৬ গোল করেছেন সিআর সেভেন। ইউরোতে করেছেন ১৪ গোল এবং চারটি বিশ্বকাপ খেলে রোনালদো গোল করেছেন ৭টি।