লা লিগার চূড়ায় বার্সা, প্রিমিয়ার লিগ জয়ের পথে লিভারপুল
ইউরোপীয় ফুটবলে শেষের লড়াই দারুণ জমে উঠেছে। লা লিগায় রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদকে সরিয়ে শীর্ষ স্থানের লাগাম নিজেদের দখলে নিয়েছে বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগে ১৩ পয়েন্ট এগিয়ে শীর্ষে থাকা লিভারপুলের শিরোপা জয় সময়ের ব্যাপার মাত্র।
বড় কোনো অঘটন না ঘটলে হয়তো আগামী কয়েক ম্যাচের মধ্যে শিরোপা নিশ্চিত করবে লিভারপুল। লিভারপুলের মতো শিরোপার স্বপ্ন দেখছে বুন্দেসলিগার জায়ান্ট বায়ার্ন মিউনিখও। তারাও ছুটছে অপ্রতিরোধ্য গতিতে। তবে এখনো হাড্ডাহাড্ডি লড়াই চলছে সিরি ‘আ’তে। ইন্টার মিলান, নাপোলি ও আতালান্তার যেকোনো দল শেষ পর্যন্ত জিততে পারে শিরোপা।
এগিয়ে গেল বার্সা
কদিন আগেও ৭ পয়েন্টে পিছিয়ে লা লিগার পয়েন্ট তালিকার ৩ নম্বরে ছিল বার্সেলোনা। কিন্তু মৌসুমের শেষ ভাগে এসে পুরোপুরি বদলে গেছে চিত্র। পয়েন্ট হারিয়ে শীর্ষে থাকা রিয়াল নেমে গেছে তিনে, আর বার্সেলোনা উঠে এসেছে শীর্ষে। ২৬ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট এখন ৫৭। সর্বশেষ গতকাল রাতে রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে হারিয়েছে বার্সা।
তাদের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে আতলেতিকো। ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬। নিজেদের সর্বশেষ ম্যাচে আতলেতিকো ১-০ গোলে হারিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে। এই তালিকায় তিনে থাকা রিয়াল সর্বশেষ ম্যাচে বড় ধাক্কা খেয়েছে। রিয়াল বেতিসের মাঠে হেরে গেছে ২-১ গোলে। লা লিগায় এখনো ১২ রাউন্ডের খেলা বাকি। এ সময়ের মধ্যে দৃশ্যপট আর বদলায় কি না, সেটাই দেখার অপেক্ষা।
তাহলে কি লিভারপুলই চ্যাম্পিয়ন
অবিশ্বাস্য কিছু ঘটলেই কেবল এ মৌসুমে প্রিমিয়ার লিগে শিরোপা হাতছাড়া হতে পারে লিভারপুলের। বর্তমানে ২৮ ম্যাচ শেষে লিভারপুল এগিয়ে আছে ১৩ পয়েন্টের বিশাল ব্যবধানে। ৫৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে থাকা আর্সেনাল অবশ্য এক ম্যাচ কম খেলেছে। কিন্তু এতটা পিছিয়ে থাকা আর্সেনালের পক্ষে সামনের ম্যাচগুলো দিয়ে টপকে যাওয়া বেশ কঠিনই।
এর মধ্যে সর্বশেষ দুই ম্যাচের একটি হার এবং অন্যটিতে ড্র করে আত্মবিশ্বাসও হারিয়ে ফেলেছে গানাররা। ফলে শেষ পর্যন্ত হয়তো এবারও রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হবে মিকেল আরতেতার দলকে। প্রিমিয়ার লিগে তিন, চার ও পাঁচে আছে যথাক্রমে নটিংহাম, ম্যানচেস্টার সিটি ও চেলসি। যারা মূলত শীর্ষে চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করার জন্য লড়ছে।
ইন্টারের ঘাড়ে নাপোলির নিশ্বাস
এই সপ্তাহে ইতালিয়ান লিগ সিরি ‘আ’তে মুখোমুখি হয়েছিল পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ইন্টার মিলান ও নাপোলি। কিন্তু ম্যাচটা ১-১ গোলে ড্র হওয়ায় সুবিধা নিতে পারেনি কোনো দল। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে ইন্টার। সমান ম্যাচে ১ পয়েন্ট কম অর্থাৎ ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নাপোলি। সিরি ‘আ’তে শিরোপা লড়াইয়ে আছে আতালান্তাও। তাদের পয়েন্ট ২৭ ম্যাচে ৫৫। সামনের দিনগুলোয় এই লিগের লড়াইয়ের চিত্রেও আসতে পারে ব্যাপক পরিবর্তন।
শিরোপা পুনরুদ্ধারের পথে বায়ার্ন
জার্মান বুন্দেসলিগায় আর ১০ রাউন্ড বাকি। কোনো নাটকীয়তা না ঘটলে এই লিগে শিরোপা পুনরুদ্ধার করতে যাচ্ছে বায়ার্ন মিউনিখ। ২৪ ম্যাচ শেষে শীর্ষে থাকা দলটির পয়েন্ট ৬১। সমান ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নস লেভারকুসেনের পয়েন্ট ৫৩। অর্থাৎ লেভারকুসেন পিছিয়ে আছে ৮ পয়েন্টে।
সর্বশেষ ম্যাচে স্টুটগার্টকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন। আর নিজেদের ম্যাচে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৪-১ গোলে হারায় লেভারকুসেন। এখন শেষ অধ্যায়ে বড় কোনো নাটকীয়তার অপেক্ষাতেই হয়তো থাকবে জাবি আলোনসোর দল।