গার্দিওলার সঙ্গে দ্বন্দ্বে ম্যান সিটি ছেড়ে বায়ার্নে কানসেলো
কোচ পেপ গার্দিওলার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ম্যানচেস্টার সিটি ছাড়লেন পর্তুগিজ তারকা জোয়াও কানসেলো। ম্যান সিটি ছেড়ে কানসেলো এখন ধারে যোগ দিয়েছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে।
আর্সেনালের বিপক্ষে এফএ কাপের ম্যাচে একাদশে জায়গা না পেয়ে ক্ষোভ দেখানোয় কোচ ও ক্লাবের সঙ্গে কানসেলোর সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়ে। এই ঘটনার জেরে শেষ পর্যন্ত ক্লাব ছাড়তে হলো এই ডিফেন্ডারকে। এক বিবৃতিতে কানসেলোকে ধারে দলে টানার বিষয়টি নিশ্চিত করেছে বায়ার্ন।
এ মৌসুমে মাঠে কম সময় পাওয়া নিয়ে আগে থেকেই বিরক্ত ছিলেন কানসেলো। এর মধ্যে গার্দিওলার সঙ্গে বিশ্বকাপের পর থেকে তাঁর সম্পর্কের পারদটাও ক্রমাগত নিচের দিকে নামছিল। পরিস্থিতির আরও অবনতি হলে ২৮ বছর বয়সী এই তারকা সিটি ছাড়ার হুমকি দেন।
একপর্যায়ে বায়ার্ন থেকে ধারের প্রস্তাব আসার পর ক্লাবও তাঁকে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। আপাতত ধারে গেলেও মৌসুম শেষে ৬১ মিলিয়ন পাউন্ডে কানসেলোকে পাকাপাকিভাবে কিনে নেওয়ার সুযোগ আছে বায়ার্নের।
আগে থেকে কানসেলোর সঙ্গে গার্দিওলার সম্পর্কে ফাটল দেখা দিলেও সেটি পুরোপুরি ভেঙে গেছে মূলত আর্সেনালের বিপক্ষে ম্যান সিটির ১-০ গোলে জেতা ম্যাচে। এ মুহূর্তে সিটি তাই কানসেলোকে যাওয়ার পথ করে দিয়ে তাঁর বিকল্পের সন্ধান করছে।
বিশেষ করে মৌসুমের এ পর্যায়ে একজন নিয়মিত তারকাকে হারানো মোটেই সুখকর ঘটনা নয়। যদিও কানসলোকে ধরে রাখার অবস্থা যে আর নেই, সেটিও বুঝে গেছে ক্লাবটি। বিশ্বকাপের পর খেলা ১০ ম্যাচের মাত্র ৩টিতে শুরুর একাদশে ছিলেন লেফট ব্যাক কানসেলো।
এর মধ্যে গার্দিওলার সঙ্গে তাঁর নাকি উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছে। উলভসের বিপক্ষে ম্যাচে তাঁকে একাদশে না রাখায় খেলা শুরুর আগে সতীর্থরা যখন অনুশীলন করছিলেন, তখন কানসেলোকে বেঞ্চে বসে থাকতে দেখা গেছে।
কানসেলো বায়ার্নে চলে যাওয়ায় রক্ষণ সামলাতে সমস্যায় পড়তে হতে পারে সিটিকে। যদিও ক্লাবের সূত্র মেইল অনলাইনকে বলেছে, যথাসময়ে খেলোয়াড় কেনা না গেলেও তাদের হাতে যথেষ্ট বিকল্প রয়েছে।
এদিকে ম্যান সিটিকে বিদায় জানিয়ে ইনস্টাগ্রামে বার্তা দিয়েছেন কানসেলো। তিনি লিখেছেন, ‘একবার সিটিজেন মানে সব সময় সিটিজেন। ধন্যবাদ।’