ব্রাজিলের সমর্থকদের দিকে থুতু মেরেছিলেন দি মারিয়া
দুই দলের সমর্থকদের বিবাদে ব্রাজিল-আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইপর্বের ভেন্যু মারাকানা স্টেডিয়াম হয়ে উঠেছিল উত্তপ্ত। বাংলাদেশ সময় গত বুধবার সকালে হওয়া সংঘাত ও ফাউলের সেই সুপার ক্ল্যাসিকোতে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
কিন্তু এ ম্যাচ নিয়ে আলোচনা যেন থামছেই না। ম্যাচ শুরুর আগে সংঘাতের সেই ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে ফিফা। ব্রাজিলের দায় প্রমাণিত হলে বিশ্বকাপ বাছাইয়ে দলটির পয়েন্ট কাটা হতে পারে। এ ছাড়া আর্থিক জরিমানা অথবা ফাঁকা গ্যালারির সামনে খেলার শাস্তি হতে পারে। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’র খবরে এসব কথা জানানো হয়েছে।
পরিস্থিতি যখন এই, একটি ফুটেজে দেখা গেছে সংঘাতের সময় মাঠ ছেড়ে ড্রেসিংরুমে যাওয়ার সময় টানেলে ব্রাজিলের সমর্থকদের লক্ষ্য করে থুতু মেরেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল দি মারিয়া।
আর্জেন্টিনার উইঙ্গারকে অবশ্য শুরুতে উত্যক্ত করেছিলেন ব্রাজিলের সমর্থকেরা। টানেল দিয়ে যাওয়ার সময় তাঁকে উদ্দেশ করে বিয়ার ছুড়ে মারেন ব্রাজিলের এক সমর্থক। দি মারিয়া কিছুটা সরে গিয়ে নিজেকে রক্ষা করার পর আবার ফিরে এসে থুতু মেরেছেন।
মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ শুরুর আগে গ্যালারির দক্ষিণ অংশে দুই দলের সমর্থকেরা বিবাদে জড়ান। পরে পুলিশ এসে আর্জেন্টিনার সমর্থকদের ওপর লাঠিচার্জ করলে পরিস্থিতির অবনতি ঘটে, যা থামাতে আর্জেন্টিনা-ব্রাজিল দুই দলের খেলোয়াড়েরাই গ্যালারির দিকে ছুটে যান। এ ঘটনায় বেশ কয়েকজন রক্তাক্ত হন। ম্যাচও শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা পর।