২৪ ঘণ্টার মধ্যে টুখেলের বরখাস্ত চান ম্যাথাউস
‘এভাবে চলতে পারে না’—বায়ার্ন মিউনিখের বর্তমান পরিস্থিতি এবং টমাস টুখেলের ভবিষ্যৎ নিয়ে কথাটা বলেছেন দলটির সাবেক ফুটবলার লোথার ম্যাকাউস। গতকাল বুন্দেসলিগার নবাগত দল হাইডেনহাইমের কাছে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরও ৩-২ গোলে হেরে যাওয়ার পর জার্মানির ১৯৯০ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক বেজায় চটেছেন।
ম্যাথাউসের ক্ষোভ আর রাগ মূলত বায়ার্নের কোচ টমাস টুখেলের ওপর। সর্বশেষ ১১ বার বুন্দেসলিগার দলটি চলতি মৌসুমে আশানুরূপ ফল পাচ্ছে না। মৌসুমের মাঝপথেই তাই টুখেলের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বায়ার্ন। মৌসুম শেষে তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা আগেই দিয়ে রেখেছে মিউনিখের ক্লাবটি।
হাইডেনহাইমের কাছে কাল হেরে যাওয়ার পর আর সেই পর্যন্ত অপেক্ষা করার কোনো মানে দেখছেন না ম্যাথাউস। আগামী পরশু চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে ম্যাচের আগেই টুখেলকে বরখাস্ত হতে দেখতে চান জার্মানির সাবেক অধিনায়ক।
স্কাই স্পোর্টসে ক্ষুব্ধ ম্যাথাউস বলেছেন, ‘সব সময়ই এমন কিছু থাকে, যেটা বাঁচিয়ে রাখা যায়। কিন্তু আমার মনে হয়, টমাস টুখেল আর দলের মধ্যে বন্ধনটা ভেঙে গেছে। আপনি যখন হাইডেনহাইমের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে যাবেন, পয়েন্ট হারাতে পারেন না। বিশেষ করে পরের ম্যাচ যখন চ্যাম্পিয়নস লিগ, সেদিকে তাকিয়ে হলেও এটা পারেন না।’
ম্যাথাউস এরপর যোগ করেন, ‘রসায়নটা আর ঠিক নেই। আগামী ২৪ ঘণ্টায় বায়ার্নে কী ঘটে, সেটা দেখার জন্য উত্তেজনা বোধ করছি আমি। এমনকি আমার কল্পনায় এটাও আসছে যে তারা একজন অন্তর্বর্তী কোচ দিয়েও চলতে পারে।’
ম্যাথাউস টুখেলকে নিয়ে এমন কড়া কথা বললেও বায়ার্নের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনই তাঁকে সরিয়ে দেওয়ার পক্ষে নন। বায়ার্নের ক্রীড়া পরিচালকদের একজন ক্রিস্টফ বলেছেন, ‘শতভাগ নিশ্চিত যে টুখেলই দায়িত্বে থাকছে। সবারই নিজেদের দিকে তাকানো উচিত।’ টুখেলকে মঙ্গলবারের আগে বরখাস্ত করা হবে কি না—এমন প্রশ্নের উত্তরে আরকে ক্রীড়া পরিচালক ম্যাক্স এবেরল বলেছেন, ‘আমার এই ভাবনা নেই।’