গার্দিওলা ‘ক্লান্ত’, আগামী মৌসুমই হতে পারে শেষ
আগামী মৌসুমে ক্লাব ছাড়তে পারেন, এমন ইঙ্গিত দিয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। রোববার ওয়েস্ট হামকে ৩-১ গোলে হারিয়ে টানা চতুর্থ প্রিমিয়ার লিগ ট্রফি জিতেছে সিটি। ইংল্যান্ডের শীর্ষ স্তরে এমন কীর্তি আর কোনো ক্লাবের নেই।
সিটিতে আট বছরে ৬ বার লিগ চ্যাম্পিয়ন হওয়া গার্দিওলা বলেছেন, তিনি কিছুটা ক্লান্ত। টানা চারটি লিগ জেতার লক্ষ্য পূরণ হয়ে যাওয়ার পর ভালো করার জন্য নতুন উদ্দীপনাও খুঁজছেন তিনি।
ম্যানচেস্টার সিটির সঙ্গে গার্দিওলার চুক্তি আছে ২০২৫ সালের জুন পর্যন্ত। এই চুক্তি আর নবায়ন না করার ইঙ্গিত দিয়েছেন ৫৩ বছর বয়সী এই স্প্যানিশ কোচ, ‘বাস্তবতা হচ্ছে, আমি যতটা না থেকে যাওয়ার কাছাকাছি, তার চেয়ে বেশি চলে যাওয়ার কাছাকাছি। ক্লাবের সঙ্গে কথা হয়েছে। এখন আমি থেকে যাচ্ছি। আগামী মৌসুম থাকব, এর মধ্যেই কথা বলব। তবে আট-নয় বছর পরও থেকে যাওয়া... দেখি কী হয়।’
২০২৩-২৪ মৌসুমে সিটির আরও একটি ম্যাচ আছে। আগামী সপ্তাহে এফএ কাপ ফাইনালের সেই ম্যাচে প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। এখন পর্যন্ত সিটিতে ১৫টি ট্রফি জেতা গার্দিওলার মনে হচ্ছে, তিনি এখন ক্লান্ত। আগস্টে নতুন মৌসুম শুরুর আগে তাঁর ‘মোটিভেশন’ দরকার, ‘এখনো চুক্তি আছে, আমিও আছি। কখনো কখনো আমার নিজেকে ক্লান্ত লাগে। কখনো আবার মুহূর্তগুলো উপভোগ করি, যখন ম্যাচ জিতি, নতুন খেলোয়াড়দের দেখি। আমি ভেবেছি, কেউ কখনো টানা চারটা লিগ জেতেনি। আমরা কেন চেষ্টা করব না? এখন ভাবছি, চারটা তো হয়ে গেল। এরপর কী? এই মুহূর্তে আমি জানি না মোটিভেশন কী হবে। কারণ সবকিছু পূরণ হয়ে যাওয়ার পর উদ্দীপনা খুঁজে পাওয়া কঠিন।’
সিটি এবারের লিগ জিতেছে আর্সেনালের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে থেকে। আগামী মৌসুমে মিকেল আরতেতার দল ট্রফির লড়াইয়ে আরও বড় পরীক্ষায় ফেলবে বলে মনে করেন গার্দিওলা, ‘আগে আমাদের কঠিন লড়াইয়ে ফেলত লিভারপুল, আর এখন আর্সেনাল। আমি হৃদয়ের গভীর থেকে ওদের অভিনন্দন জানাতে চাই—মিকেল, তার স্টাফ ও খেলোয়াড়দের। তারা অবিশ্বাস্য একটা মৌসুম কাটিয়েছে। আমার মনে হয়েছে ওরা আগের মতোই আমাদের সেরাটা খেলার জন্য চাপ দিয়ে যাচ্ছে। মিকেল আর তার খেলোয়াড়দের বার্তাটা আমরা পেয়েছি। আগামী বছর আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কারণ ওরা এখানে থাকতে এসেছে।’