২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ফন ডার সার এখন বিপদমুক্ত, প্রাণসংশয় নেই

এডউইন ফন ডার সাররয়টার্স

স্ট্রোকে আক্রান্ত এডউইন ফন ডার সারকে নিয়ে দুশ্চিন্তা ছিল। কিন্তু মঙ্গলবার তাঁর স্ত্রী অ্যানমেরি জানিয়েছেন, নেদারল্যান্ডসের কিংবদন্তি এ গোলকিপার এখনো হাসপাতালের নিবিড় পরিচর্যা বিভাগে থাকলেও বিপদমুক্ত হয়েছেন। তাঁর প্রাণ নিয়ে শঙ্কা কেটে গেছে। পরিবারের সঙ্গে যোগাযোগ চালিয়ে যেতে পারছেন আয়াক্স ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়নস লিগজয়ী সাবেক এই গোলকিপার।

আরও পড়ুন

ক্রোয়েশিয়ায় পরিবার নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন ফন ডার সার। সেখানে ৭ জুলাই স্ট্রোকের (মস্তিষ্কে রক্তক্ষরণ) শিকার হওয়ার পর হেলিকপ্টারে করে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ৫২ বছর বয়সী ফন ডার সারের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন অ্যানমেরি।

তাঁর উদ্ধৃতি প্রকাশ করেছে ডাচ ক্লাব আয়াক্স, ‘এডউইন এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছে কিন্তু তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তার প্রাণ নিয়ে এখন শঙ্কার কিছু নেই। সে আমাদের (পরিবার) সঙ্গে যোগাযোগ করতে পারছে। কতটা উন্নতি করে, সেটাই এখন ধৈর্য ধরে দেখতে হবে।’

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ফন ডার সার
ছবি: রয়টার্স

২০০৯ সালে ফন ডার সারের স্ত্রী অ্যানমেরিও স্ট্রোকের শিকার হয়েছিলেন। পরে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। এর দুই বছর পর ২০১১ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়েন ফন ডার সার। ম্যানচেস্টারে ছয় বছরের ক্যারিয়ারে চারবার প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। তবে ফন ডার সারের উত্থান হয়েছিল আয়াক্সে থাকাকালে।

১৯৯০ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ৯ বছরের ক্যারিয়ারে ডাচ ক্লাবটির হয়ে চারবার দেশের শীর্ষ লিগ জেতার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগও জিতেছিলেন। টানা চারবার নেদারল্যান্ডসের বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন তিনি। আয়াক্স ও ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার মধ্যে জুভেন্টাসে দুই মৌসুম এবং ফুলহামে চার মৌসুম কাটিয়েছেন নেদারল্যান্ডসের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ (১৩০) ম্যাচ খেলা এই কিংবদন্তি।

স্ত্রী অ্যানমেরি স্ট্রোকের শিকার হওয়ার পর নিজের ফাউন্ডেশনের মাধ্যমে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত মারাত্মক সমস্যায় ভোগা মানুষদের চিকিৎসায় সাহায্য করে আসছিলেন ফন ডার সার। এখন নিজেই এই রোগের শিকার হলেন। ইউনাইটেড ছাড়ার পরের বছর ২০১২ সালে আয়াক্সের বোর্ডে যোগ দিয়ে ২০১৬ সালে ক্লাবের প্রধান নির্বাহীর দায়িত্ব পেয়েছিলেন।

গত মে মাসে ক্লাবের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে এই পদ থেকে সরে দাঁড়ান। ডাচ লিগে তৃতীয় এবং ২০০৯ সালের পর এই প্রথমবারের মতো আয়াক্স চ্যাম্পিয়নস লিগে উঠতে ব্যর্থ হওয়ার পর দায়িত্ব ছাড়েন ফন ডার সার।

তাঁর সুস্থতা কামনা করে ইউনাইটেডের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছিল, ‘এডউইন, আমাদের সব ভালোবাসা ও শক্তি তোমার জন্য।’ ইউনাইটেডে ফন ডার সারের সাবেক সতীর্থ রিও ফার্ডিনান্ডও টুইট করেন, ‘এড একজন যোদ্ধা। ফন ডার সারের পরিবারের পাশেই আছি আমরা।’