ব্রেন্টফোর্ডের বিপক্ষে ভরাডুবির পর ইউনাইটেডের ড্রেসিংরুমে অন্য নাটক

ব্রেন্টফোর্ডের বিপক্ষে হারের পর রোনালদো কথাই বললেন না কোচের সঙ্গেছবি: রয়টার্স

ম্যাচ শেষে ক্রিস্টিয়ানো রোনালদো যেন পালিয়েই বাঁচতে চাইলেন। মাঠ থেকে দ্রুত পায়ে হেঁটে চলে যেতে চাইলেন টানেলের আড়ালে। দর্শকদের দিকে তাকাবেন-ই বা কীভাবে! প্রথম ম্যাচে ব্রাইটনের কাছে ২-১ গোলে হারের পর কাল ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোনালদো খেলোয়াড় হিসেবে এমন পরিস্থিতির মুখে আগে কখনো পড়েছিলেন বলে মনে হয় না। তিনি পালিয়ে বাঁচতে চাইবেন, এটাই স্বাভাবিক। কিন্তু পালিয়ে বাঁচতে চাইলে যা করলেন, সেটি চোখে পড়েছে সবারই। রীতি অনুযায়ী, কোচ এরিক টেন হাগের সঙ্গে হাত মেলাননি তিনি। কোচের পাশ দিয়ে দ্রুত পায়ে তিনি টানেলের দিকে হেঁটে গেলেন, কোচের দিকে ফিরেও তাকাননি একবারও।

ব্রেন্টফোর্ডের বিপক্ষে হারটা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য বিব্রতকরই। ম্যাচের প্রথমার্ধেই চার গোল, সেটিও আবার প্রথম ৩৫ মিনিটের মধ্যেই। টেন হাগের ম্যানচেস্টার ইউনাইটেডের ভেতরের ক্ষতগুলো যেন বড় তাড়াতাড়িই বাইরে বেরিয়ে আসছে। দলের খেলোয়াড়দের মধ্যে সমন্বয়হীনতাও দুই ম্যাচেই প্রকাশিত।

ম্যানচেস্টার ইউনাইটেডে অসহনীয় হয়ে উঠছে রোনালদোর অবস্থান
ছবি: রয়টার্স

এমনিতেই এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোকে নিয়ে নাটক কম হয়নি। মৌসুমের শুরুতেই চাউর হলো, ইউনাইটেড যেহেতু এবারের চ্যাম্পিয়নস লিগে নেই, তাই তিনিও দল ছাড়তে চান। যেকোনো মূল্যেই তিনি চ্যাম্পিয়নস লিগের একটি দলে খেলতে চান। মৌসুমের শুরুতে প্রাক্‌-মৌসুম অনুশীলনেও অনুপস্থিত ছিলেন রোনালদো ব্যক্তিগত কারণ দেখিয়ে। তবে ম্যানচেস্টার ইউনাইটেড তাঁকে ছাড়েনি। এসব নাটকের মধ্যেই রোনালদো বাধ্য হয়েছেন ইউনাইটেডে থেকে যেতে, কিন্তু সবকিছুই কেমন যেন বেসুরো। ব্রাইটনের বিপক্ষে ম্যাচে টেন হাগ রোনালদোকে প্রথম একাদশেই রাখেননি। কাল প্রথম একাদশে থাকলেও ঠিক নিজের চেহারায় ছিলেন না পর্তুগিজ তারকা।

কাল ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচের পর রোনালদো আরেকটি ঘটনা ঘটিয়েছেন। ম্যানচেস্টারের পত্রিকা ম্যানচেস্টার ইভনিং নিউজের খবর অনুযায়ী, ম্যাচের পর রোনালদো টেন হাগের সহকারী স্টিভেন ম্যাকক্লারেনের সঙ্গেও তর্কে জড়িয়েছিলেন। কী নিয়ে তাদের মধ্যে তর্ক হয়েছিল, সেটি অবশ্য ম্যানচেস্টার ইভনিং নিউজ জানাতে পারেনি।

তবে ব্রেন্টফোর্ডের মাঠে রোনালদোর আচরণ কিছুটা দৃষ্টিকটুই ঠেকেছে। যদিও ডেভিড ডি হেয়া, স্কট ম্যাকটমিনে, অ্যান্থনী এলাঙ্গা, মারকাস রাশফোর্ড, ব্রুনো ফার্নান্দেজ, ড্যানি ফন ডি বিক, ডিয়েগো ড্যালোটরা দর্শকদের অভিবাদনের জবাব দিয়েছেন।