ব্যালন ডি’অরের পথে সালাহ, প্রিমিয়ার লিগ জয়ের পথে লিভারপুল

সোবোসলাইয়ের সঙ্গে সালাহর উদ্‌যাপনরয়টার্স

গত মৌসুমেও ম্যানচেস্টার সিটি-লিভারপুল ম্যাচ মানেই ছিল অন্য রকম এক উত্তেজনা। কিন্তু এবার সিটির মাঠে প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের ম্যাচ নিয়েই তেমন কোনো উত্তাপই দেখা গেল না। চলতি মৌসুমের দুই দলের ব্যবধান এত বেশি যে উত্তেজনা সব যেন হাওয়ায় মিলিয়ে গেল। মাঠের বাইরের এই চিত্রের প্রতিফলন দেখা গেছে মাঠের খেলাতেও।

সিটির মাঠে শীর্ষে থাকা লিভারপুল পেয়েছে ২-০ গোলের জয়। এ জয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেল লিভারপুল। লিগে এখন লিভারপুলের বাকি আছে ১১ ম্যাচ। অতিনাটকীয় কিছু না হলে লিভারপুলের লিগ শিরোপা জয় এখন অনেকটাই নিশ্চিত।

নিজেদের জয়ের পাশাপাশি আগের ম্যাচে আর্সেনালের হারও এ পথে অনেকটা এগিয়ে দিয়েছে লিভারপুলকে। বর্তমানে ২৭ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৬৪, আর ২৬ ম্যাচে আর্সেনালের ৫৩।

আরও পড়ুন

প্রিমিয়ার লিগে শিরোপার লাগাম নিজেদের কাছে রাখা লিভারপুল উঠেছে লিগ কাপের ফাইনালে। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগেও শীর্ষে থেকে শেষ ষোলোয় পৌঁছেছে অ্যানফিল্ডের ক্লাবটি এবং এখানেও অন্যতম ফেবারিট তারা। এখন মৌসুম শেষে এই তিন শিরোপা নিজেদের করে নিতে পারলে ব্যালন ডি’অর জয়ের সুযোগ আছে দুর্দান্ত ছন্দে থাকা লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর।

চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত ২৫ গোলের পাশাপাশি ১৬টি অ্যাসিস্ট করেছেন সালাহ। আর সব মিলিয়ে ৩৮ ম্যাচে ৩০ গোল এবং ২১ অ্যাসিস্ট করেছেন এই মিসরীয় তারকা। মূলত তাঁর কাঁধে ভর করেই এবার ট্রেবল জয়ের স্বপ্ন দেখছে লিভারপুল। পাশাপাশি এই পথে বেশ কিছু রেকর্ডও গুঁড়িয়ে দিয়েছেন তিনি।

লিভারপুলের গোল উদ্‌যাপন
রয়টার্স

সালাহর কিছু রেকর্ড

১. প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে দুটি আলাদা মৌসুমে ৪০–এর বেশি গোলে অবদান রেখেছেন।

২. ২০২৪-২৫ মৌসুমে ইউরোপের শীর্ষ ৫ লিগে প্রথম খেলোয়াড় হিসেবে সরাসরি ৫০ গোলে অবদান রেখেছেন সালাহ।

৩. এ মৌসুমে প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করেছেন সালাহ। যা একটি নির্দিষ্ট মৌসুমে ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১৪-১৫ মৌসুমে এই কীর্তি গড়েছিলেন লিওনেল মেসি। তিনিও ১১ ম্যাচে গোল ও গোলে সহায়তা করেছেন।

৪. এ মৌসুমে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১৬টি অ্যাসিস্ট করেছেন সালাহ। যা একটি নির্দিষ্ট মৌসুমে লিভারপুলের কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ।

৫. প্রিমিয়ার লিগের প্রথম খেলোয়াড় হিসেবে শিরোপাধারী দলের বিপক্ষে দুই লেগেই গোল ও অ্যাসিস্ট করেছেন সালাহ।

৬. প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে ২৫‍+ গোল এবং ১৫‍+ অ্যাসিস্ট করা একমাত্র খেলোয়াড় সালাহ।

আরও পড়ুন

যেভাবে একের পর এক রেকর্ড গড়ে সালাহ এগিয়ে চলেছেন, ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন একেবারেই আকাশ-কুসুম কিছু নয়। সামনের দিনগুলোতে নিশ্চিতভাবেই এই রেকর্ড আরও সমৃদ্ধ হবে। এখন অপেক্ষা শুধু দলগত অর্জনগুলো নিজেদের করে নেওয়ার।

এদিকে গতকাল রাতে ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বেশ সতর্ক হয়েই কথা বললেন সালাহ। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে লিভারপুল শিরোপার কাছাকাছি পৌঁছে গেছি কি না জানতে চাইলে সালাহ বলেছেন, ‘আমি বলব না কাছাকাছি পৌঁছে গেছি। কিন্তু আমাদের নিশ্চিতভাবে আরেকটি শিরোপা লাগবে। এ জন্য আমরা নিজেদের সেরাটাই দেব।’