এক গোল খেয়ে ইয়ংমেন্সকে ৬ গোল দিল আবাহনী, জিতেছে কিংসও
আবাহনী ৬: ১ ইয়ংমেন্স
বড় জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের মৌসুমের দ্বিতীয় পর্ব শুরু করল আবাহনী লিমিটেড। আজ তারা ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুলকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আবাহনী আছে দুইয়ে। আজই চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। টেবিলের তিনে থাকা কিংসের পয়েন্ট এখন ১০ ম্যাচে ২০।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ম্যাচের ১৪ মিনিটেই পিছিয়ে পড়ে আবাহনী। শিবলাল টুডুর পাস থেকে ইয়ংমেন্সকে এগিয়ে দেন সাঈদ হোসেন সায়েম। চলতি মৌসুমে লিগে এই ফরোয়ার্ডের দ্বিতীয় গোল। এর আগে গত ডিসেম্বরে প্রথম লেগে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে প্রথম গোল করেছিলেন সায়েম।
এক গোল হজমের পর একটু তেড়েফুঁড়েই আক্রমণ শাণায় আবাহনী। তবে ইয়ংমেন্সও তাদের রক্ষণভাগ আগের চেয়ে খানিকটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। তাতে অবশ্য আবাহনীকে আটকানো যায়নি! ম্যাচে সমতায় ফিরতে গুনে গুনে ২৫ মিনিট সময় নেয় আকাশি নীলরা। ৩৯ মিনিটে এনামুল ইসলাম গাজীর বানিয়ে দেওয়া বলকে দারুণ প্রচেষ্টায় গোলে রূপ দেন অধিনায়ক মোহাম্মদ হৃদয়। এবারের লিগে তাঁর প্রথম গোল এটি।
সমতা নিয়ে বিরতিতে যাওয়া আবাহনীকে দ্রুতই চালকের আসনে বসিয়েছেন গাজী। ৫৪ মিনিটে তাঁর গোলে ম্যাচে এগিয়ে যাওয়ার পর ৬১ মিনিটে আবাহনীকে তৃতীয় গোলটি এনে দেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। এর আগে লিগে প্রথম ৯ ম্যাচে ২ গোল করেছিলেন গাজী। ৭৮ মিনিটে ইয়ংমেন্সের কফিনে চতুর্থ পেরেকটি ঠুকে দেন আবাহনীর মোহাম্মদ ইব্রাহিম। এরপর ৮৪ মিনিটে জাফর ইকবাল আর যোগ করা সময় মিরাজুল ইসলামের গোলে রীতিমতো চূর্ণবিচূর্ণ ইয়ংমেন্সের রক্ষণ দেয়াল।
বসুন্ধরা কিংস ২: ০ চট্টগ্রাম আবাহনী
এদিকে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ম্যাচের ২০ মিনিটে এগিয়ে যায় নেয় কিংস। মাঝমাঠ দিয়ে আক্রমণে ওঠে সহজেই চট্টগ্রাম আবাহনীর রক্ষণ চুরমার করে বল জালে জড়ান ফয়সাল আহমেদ ফাহিম। চলতি লিগে বসুন্ধরার হয়ে তৃতীয় গোল করলেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড।
বিরতিতে যাওয়ার আগে আরও এক গোল হজম করে বন্দর নগরীর ক্লাবটি। ২৭ মিনিট ডান পাশ দিয়ে আক্রমণে ওঠা কিংসের একজন খেলোয়াড়কে থামাতে গিয়ে হাতে বল লাগান চট্টগ্রাম আবাহনীর এক ফুটবলার। ডি বক্সের মধ্যে থাকায় অনুমতিভাবে পেনাল্টি পেয়ে যায় কিংস। আর স্পটকিক থেকে গোল করে কিংসের ব্যবধান দ্বিগুণ করেন মিগুয়েল ফিগুয়েরা। যেটা এবারের মৌসুমে ঘরোয়া লিগে এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের পঞ্চম গোল।
বসুন্ধরা-চট্টগ্রাম আবাহনী আর ঢাকা আবাহনী-ইয়ংমেন্স ম্যাচ দিয়ে শেষ হলো প্রিমিয়ার লিগের দশম রাউন্ড। লম্বা বিরতির পর ১১ এপ্রিল থেকে শুরু এই প্রতিযোগিতার ১১তম রাউন্ডের ম্যাচ।