হলান্ড আছেন, তবু নতুন হলান্ডের পেছনে সিটি

নতুন হলান্ড ওসকারসনইনস্টাগ্রাম

এক আর্লিং হলান্ডকে সামলাতেই প্রতিপক্ষ দলগুলোকে রীতিমতো নাকানিচুবানি খেতে হচ্ছে। ম্যানচেস্টার সিটির মুখোমুখি হওয়ার আগে হলান্ডের গোল করা ঠেকাতে দলগুলোকে করতে হচ্ছে বিশেষ পরিকল্পনা। তাতে খুব একটা লাভ হচ্ছে না। হলান্ড ঠিকই গোল করে চলেছেন ম্যাচের পর ম্যাচ।

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমেই যেমন দুই ম্যাচে এক হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন নরওয়েজীয় স্ট্রাইকার। তবে সিটির ‘হলান্ড’ নাম ঘিরে প্রতিপক্ষ দলগুলোর মাথাব্যথা সম্ভবত আরও বাড়তে যাচ্ছে। সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা নাকি ‘নতুন হলান্ডের’ দিকে হাত বাড়িয়েছে।

আরও পড়ুন

সিটির রাডারে থাকা এই নতুন হলান্ডের আসল নাম ওরি ওসকারসন। আইসল্যান্ডের এই বিস্ময়বালক এফসি কোপেনহেগেনের হয়ে খেলে এরই মধ্যে আলো ছড়িয়েছেন। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে সিটির মুখোমুখিও হয়েছিলেন ওসকারসন। এখন হয়তো সেই সিটির জার্সিতেই মাঠে নামার স্বপ্ন দেখছেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এবারের দলবদলে সিটি ছেড়ে আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমিয়েছেন হুলিয়ান আলভারেজ। বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড সিটি ছাড়ার পর দলটিতে এ মুহূর্তে কোনো বিকল্প স্ট্রাইকার নেই। এর মধ্যে নতুন কোনো স্ট্রাইকার না পেলে সামনের দিনে বিপাকে পড়তে হতে পারে সিটিকে।

ম্যানচেস্টার সিটির গোলমেশিন হলান্ড
রয়টার্স

বিশেষ করে দলের অন্যতম গোলস্কোরার হলান্ড যদি চোটে পড়েন, তবে তাঁর বিকল্প খেলোয়াড় নিয়ে বিপদে পড়তে হতে পারে টানা চারবারের প্রিমিয়ার লিগজয়ীদের। এ কারণেই মূলত নতুন স্ট্রাইকারের সন্ধানে আছে ক্লাবটি। যে তালিকায় ওপরের দিকে আছে ওসকারসনের নাম। ‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদনে বলা হয়, সিটি কোচ পেপ গার্দিওলার স্ট্রাইকার কেনার তালিকায় ‘ওপরের দিকেই’ আছে ওসকারসনের নাম।

ওসকারসনের জন্ম আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকে। শৈশব থেকেই ফুটবলকে ধ্যানজ্ঞান করা ওসকারসনের সিনিয়র ফুটবল অভিষেক তাঁর ১৪তম জন্মদিনের ১১ দিন আগে। স্বদেশি ক্লাব গ্রোত্তার হয়ে অভিষেকেই করেন জোড়া গোল। ক্যারিয়ারের শুরু থেকেই খেলার ধরনের কারণে হলান্ডের সঙ্গে তাঁর তুলনা শুরু হয়। এরপর ২০২০ সালে ওসকারসন পাড়ি জমান ডেনিশ ক্লাব এফসি কোপেনহেগেনে। তবে সেখানে অভিষেকের জন্য তাঁকে দুই বছর অপেক্ষা করতে হয়।

আরও পড়ুন

এরপর গত বছর ধারে খেলতে যান আরেক ডেনিশ ক্লাব সনেইয়েস্কেতে। সেই ক্লাবের হয়েও আলো ছড়ান ওসকারসন। ১৪ গোল ম্যাচে করেন ৫ গোল। এরপর অবশ্য দ্রুতই আবার ফিরে আসেন কোপেনহেগেনে এবং দারুণ নৈপুণ্য দেখিয়ে ইউরোপিয়ান ক্লাবগুলোর নজর কাড়েন। ডেনিশ সুপার লিগে ৬ ম্যাচেই ওসকারসন করেন ৫ গোল। এমন পারফরম্যান্সের পর ৮ লাখ ইউরো থেকে তাঁর দাম বেড়ে দাঁড়ায় ৫০ লাখ ইউরো।

এ মুহূর্তে ওসকারসন আইসল্যান্ড ও কোপেনহেগেনের চতুর্থ দামি ফুটবলারও বটে। জাতীয় দল আইসল্যান্ডের হয়েও এর মধ্যে ৮ ম্যাচে ২ গোল করেছেন ওসকারসন। মূলত গত মৌসুমে সিটির বিপক্ষে ম্যাচে তাঁর খেলা নজর কাড়ে সিটি কোচ পেপ গার্দিওলার। যা এখন বাড়িয়ে দিয়েছে তাঁর সিটিতে আসার সম্ভাবনাও।