প্যারিসে এবার চুরি গেল ব্রাজিল কিংবদন্তির ৫ লাখ ইউরো
ফ্রান্সে চুরির শিকার হয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকো। তাঁর চুরি হওয়া ব্যাগে নগদ অর্থ, ঘড়ি ও হীরার অলংকার ছিল। এ নিয়ে ফ্রেঞ্চ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন জিকো।
৭১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তখন গাড়িতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন। গাড়ির জানালা খোলা রাখাতেই ঘটেছে এ দুর্ঘটনা।
প্যারিসের একটি দৈনিক জানিয়েছে, জিকোর হারানো সম্পদের পরিমাণ ৫ লাখ ইউরো। তবে এএফপি তাদের এক সূত্রের বরাতে জানিয়েছে, সংখ্যাটা এত বেশি নয়। ব্রাজিলের অলিম্পিক দলের অতিথি হিসেবে প্যারিসে এসেছিলেন জিকো।
চুরির ঘটনা অলিম্পিকে এবারই প্রথম নয়। আর্জেন্টিনা কোচ হাভিয়ের মাচেরানো বলেছেন, গত বুধবার মরক্কোর মুখোমুখি হওয়ার আগে চুরির শিকার হয়েছে তাঁর দল। এতে টাকাপয়সার পাশাপাশি মূল্যবান ব্যবহার্য জিনিস খোয়া গেছে।
মাচেরানো জানিয়েছেন, আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার থিয়াগো আলমাদার মূল্যবান জিনিসপত্র চুরি গেছে, ‘থিয়াগো আলমাদা তাঁর ঘড়ি ও আংটি খুঁজে পাচ্ছেন না।’ ফরাসি টেলিভিশন বিএফএমটিভির খবরে বলা হয়, ভুক্তভোগী ৫০ হাজার ইউরো চুরির কথা বলেছেন।
আনুষ্ঠানিকভাবে অলিম্পিকের পর্দা উঠবে আজ। আজ প্যারিসের সময় সন্ধ্যা সাড়ে ৭টা (বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে) শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। চার ঘণ্টার মধ্যেই শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়োজনটি। তবে এরই মধ্যে ফুটবল, রাগবি, হ্যান্ডবলসহ কয়েকটি খেলা শুরু হয়ে গেছে।