জার্সিতে ‘তারা’ এনেছে ব্রাজিল, আর্জেন্টিনার প্রথম তারা ২০০৬ বিশ্বকাপে

অ্যাডিডাসের তৈরি করা আর্জেন্টিনা ফুটবল দলের তিন তারাখচিত জার্সিছবি: টুইটার

জার্সিতে তারার ব্যবহার নিয়ে ইদানীং খুব আলোচনা হচ্ছে। আর্জেন্টিনার সমর্থকেরা মুখিয়ে তাঁদের প্রিয় দলের জার্সিতে তিন তারা দেখার জন্য। ২০২২ বিশ্বকাপে মেসির দল জার্সিতে ফুটবল অ্যাসোসিয়েশনের লোগোর ওপর দুটি তারা নিয়ে খেলতে এসেছিল। গত ১৮ ডিসেম্বরের পর দলটি এখন অপেক্ষায় আর একটি তারা চিহ্ন যোগ করার।

মূলত বিশ্ব চ্যাম্পিয়নের তকমাকে বোঝাতে জার্সিতে তারার ব্যবহার হয়। যে যত বিশ্বকাপ জিতেছে, তাদের জার্সিতে তত তারা। বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস তিন তারাখচিত আর্জেন্টাইন জার্সির রেপ্লিকা প্রস্তুত করেছে।

তবে কবে বাজারে আসবে জানানো হয়নি। লিওনেল স্কালোনির দলকেও জার্সিতে তিন তারা নিয়ে নামতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

জার্সিতে তারার এ ব্যবহার কবে থেকে শুরু হলো? তারকাখচিত জার্সি পরে মাঠে নামার ব্যাপারে আগ্রণী ভূমিকা ব্রাজিলের, যারা এবারের বিশ্বকাপে ফুটবল অ্যাসোসিয়েশনের লোগোর ওপর সর্বোচ্চ পাঁচটি তারার ব্যবহার করেছে। এই ব্রাজিলই ১৯৭৪ সালে পশ্চিম জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবারের মতো জার্সির লোগোর ওপর তিন তারা নিয়ে খেলতে নেমে সবার নজর কেড়েছিল।

১৯৫৮, ১৯৬২ আর ১৯৭০ সালের তিনটি বিশ্বকাপ জয়কে স্মরণ করেছিল তারা সেই তিন তারকায়। ব্রাজিল একটা উদাহরণ তৈরি করলেও দীর্ঘদিন এ রীতি শুধু তারাই অনুসরণ করে এসেছে।

সর্বশেষ ৫ বিশ্বকাপে ৫ তারা নিয়ে খেলেছে ব্রাজিল
রয়টার্স

ব্রাজিল এরপর ১৯৯৪ বিশ্বকাপ জিতে চার তারকা, আর ২০০২ বিশ্বকাপ জিতে পাঁচ তারকা ব্যবহার শুরু করেছে। ‘হেক্সা’ বা ষষ্ঠ তারার স্বপ্ন পূরণে বিভোর থাকলেও পাঁচ তারকা নিয়ে তাদের খেলতে হচ্ছে, সে-ও দুই দশক হয়ে গেছে।

ব্রাজিল জার্সিতে প্রথম তারা ব্যবহার করার প্রায় এক যুগ পর ১৯৮৬ সালে ইতালি প্রথমবারের মতো মনে করে ব্রাজিলের তৈরি করা উদাহরণটি অনুসরণ করা চলে। ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে ইতালি তাদের জার্সিতে ১৯৩৪, ১৯৩৮ ও ১৯৮২ বিশ্বকাপ জয়কে স্মরণ করে ‘তিন তারকা’ ধারণ করেছিল।

আর্জেন্টিনার সমর্থকেরা কী জানেন, তাদের প্রিয় দল কবে প্রথম জার্সিতে তারা ব্যবহার করেছিল। জেনে অবাক হতে পারেন, ১৯৭৮ ও ১৯৮৬—এই দুইবার বিশ্বকাপ জেতার পরও আর্জেন্টিনার লোগোর ওপর তারা বসতে দুই দশকের মতো সময় লেগে গিয়েছিল। ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে, মানে আর্জেন্টিনার দ্বিতীয় বিশ্বকাপ জয়ের ২০ বছর পর আইমার, আয়ালা, সোরিন, রিকেলমে, মেসিরা জার্সিতে দুই তারা নিয়ে খেলতে নেমেছিলেন।

কাতার বিশ্বকাপে দুই তারা নিয়ে খেলেছেন লিওনেল মেসিরা
রয়টার্স

জার্মানি অবশ্য এই তারার ধারণার সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে অনেক পরে, মানে তাদের তৃতীয় বিশ্বকাপ জয়েরও ৮ বছর পর। ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপে জার্মানি নিজেদের জার্সিতে ১৯৫৪, ১৯৭৪ ও ১৯৯০ বিশ্বকাপ জয়কে স্মরণ করে তিন তারা ব্যবহার করেছিল। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপ জিতে সেই তারার সংখ্যা একটি বাড়িয়েছে।

ইতালিও ২০০৬ সালে বিশ্বকাপ জিতে নিজেদের জার্সিতে চতুর্থ তারাটি যোগ করেছে। ব্রাজিল, ইতালি, জার্মানি আর আর্জেন্টিনার সঙ্গে তাল মিলিয়ে জার্সিতে তারার ব্যবহার করছে ফ্রান্স, উরুগুয়ে আর স্পেনও।

উরুগুয়ে অবশ্য সবার থেকে নিজেদের একটু আলাদা করে রেখেছে। ১৯৩০ ও ১৯৫০ সালে দুটি বিশ্বকাপ জিতলেও লাতিন দেশটি জার্সিতে ব্যবহার করে চার তারকা। উরুগুয়ের জার্সিতে সবাই যখন চার তারকা লক্ষ করল, তখন সবাই বেশ অবাকই হয়েছিল। দুটি বিশ্বকাপ জেতার পরও তারা কেন চারটি তারা ব্যবহার করে! উরুগুয়ের যুক্তি আরও অবাক করে দেওয়ার মতোই। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন ‘বিশ্বাস’ করে তারা ‘চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন!’

আরও পড়ুন

বিষয়টি একটু ব্যাখ্যার দাবি রাখে। একসময় বিশ্ব ফুটবলে বড় শক্তি উরুগুয়ে ১৯২৪ সালে প্যারিস ও ১৯২৮ সালে আমস্টারডামে অনুষ্ঠিত অলিম্পিক ফুটবলে সোনা জিতেছিল। সে সময় দুনিয়ায় বিশ্বকাপ ফুটবল বলে কিছু ছিল না। অলিম্পিকই ছিল ফুটবলের ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপ’। উরুগুয়ে এই দুটি অলিম্পিকে সোনার পদক জিতেই নিজেদের বিশ্ব চ্যাম্পিয়ন দাবি করে। মজার ব্যাপার হচ্ছে, তারা জার্সিতে চার তারকা ব্যবহার করছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে রাজি করিয়েই।

ইউরোপীয় ক্লাব ফুটবলেও তারার ব্যবহার আছে জার্সিতে। তারার ব্যবহার আছে লাতিন ক্লাবের জার্সিতেও। সেটি অবশ্য জাতীয় দলের জার্সিতে তারা ব্যবহারের অনেক আগে থেকেই হয়ে আসছে। ১৯৫৮ সালে জুভেন্টাস তাদের দশম সিরি ‘আ’ শিরোপা জিতেছিল। এরপর তারা তাদের জার্সির লোগোর ওপর একটি তারা ব্যবহার শুরু করে।

তারা ঠিক করে নেয়, প্রতি ১০টি লিগ শিরোপার জন্য তারা ব্যবহার করবে একটি তারা। হালে ৩৪টি সিরি ‘আ’ জেতা জুভেন্টাস জার্সিতে ব্যবহার করে তিনটি তারা। ১৭টি শিরোপা জেতা ইন্টার মিলান একটি (দুই তারার জন্য তাদের জিততে হবে আরও তিনটি লিগ শিরোপা), এসি মিলান (১৬ লিগ জেতা) ব্যবহার করে একটি। ডিয়েগো ম্যারাডোনার সময় দুবার সিরি ‘আ’ জেতা নাপোলিকে জার্সিকে ‘তারকাখচিত’ করতে জিততে হবে আরও ৮টি লিগ শিরোপা।

জার্মানির ক্লাবগুলোও জার্সিতে তারা ব্যবহারের ক্ষেত্রে নিজেদের তৈরি নিয়ম মেনে চলে। তারা একটি তারকা ব্যবহার করে তিনটি লিগ শিরোপার জন্য। পাঁচটি জিতলে দুই তারা। ১০টি বুন্দেসলিগা জিতলে তিনটি। ৩১ লিগ জেতা বায়ার্ন মিউনিখ তাদের জার্সিতে ব্যবহার করে ৫ তারা। বরুসিয়া ডর্টমুন্ড (৫টি লিগ জেতা) ব্যবহার করে দুই তারা। ভিএফবি স্টুটগার্ট তিনটি লিগ জিতে জার্সিতে ব্যবহার করে একটি।

স্পেনে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো ক্লাবগুলো জার্সিতে কোনো তারা ব্যবহার করে না। ইংলিশ প্রিমিয়ার লিগে এ নিয়ে কোনো নিয়ম নেই। ম্যানচেস্টার সিটি অবশ্য ২০১২ সালে ৪৪ বছর পর লিগ জিতে জার্সিতে ৩ তারার ব্যবহার শুরু করে। কিন্তু এরপর নিজেদের ইতিহাসে আটটি প্রিমিয়ার লিগের শিরোপা জিতে ফেলার পরও জার্সিতে দলটি আর তারা ব্যবহার করেনি। ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল—ইংল্যান্ডের কোনো ক্লাবই জার্সিতে তারা ব্যবহার করে না।