আজ চাঁদ দেখা দিলে কাল ঈদ। আজ চাঁদ না উঠলে ঈদের জন্য বড়জোর অপেক্ষাটা বাড়বে ২৪ ঘণ্টা। কাল না হোক পরশু তো ঈদ হবেই। ঈদের আমেজ থাকতে থাকতেই দুয়ারে হাজির হচ্ছে আরেকটি উৎসব—বাংলা নববর্ষ। ঈদ ও বাংলা নববর্ষের বাইরেও সামনে কয়েকটা দিন উৎসবের আমেজেই কাটবে ফুটবলপ্রেমীদের। ইউরোপীয় ক্লাব ফুটবল যে সাজিয়ে বসে আছে মঞ্চ। যে মঞ্চে আগামী কয়েকটা দিন মঞ্চস্থ হবে অনেক নাটক।
সবচেয়ে বড় মঞ্চটা চ্যাম্পিয়নস লিগেরই। আজ ও আগামীকাল যে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের চারটি ম্যাচ। এবার ড্র–টাও নিশ্চিত করেছে সম্ভাব্য বিস্ফোরক সব ম্যাচ। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। সিটি বর্তমান চ্যাম্পিয়ন, রিয়াল মাদ্রিদ তার আগেরবার জিতেছে ১৪তম ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের ট্রফি। এমন দুই দলের লড়াই দেখতে তো রাতের পর রাত জাগতে রাজি ফুটবল-ভক্তরা।
মঙ্গলবারের রাতের অন্য ম্যাচটিতেও কিন্তু রাখতে হবে চোখ। দুই দশক পর ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের সম্ভাবনা জাগানো আর্সেনাল এদিন আতিথেয়তা দেবে বায়ার্ন মিউনিখকে। এই ম্যাচটি আবার ঘরে ফেরার উপলক্ষ হ্যারি কেইনের। ইংলিশ স্ট্রাইকারের বাড়ি তো উত্তর লন্ডনেই। যদিও এমিরেটসে দুহাত বাড়িয়ে কেইনকে বরণ করে নেওয়ার কোনো কারণই নেই আর্সেনাল সমর্থকদের। এ মৌসুমে বায়ার্নে যোগ দেওয়া কেইন যে সারাটা জীবন খেলেছেন আর্সেনালের ‘পাড়া’তো প্রতিদ্বন্দ্বী টটেনহামের হয়ে।
বুধবার রাতের ম্যাচ দুটির আকর্ষণও কম নয়। যার একটিতে পার্ক দে প্রিন্সেসে বার্সেলোনার মুখোমুখি প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। কিলিয়ান এমবাপ্পের পিএসজি না কিশোর তারকায় ভরপুর বার্সা, প্রথম লেগটা জিতে কারা এগিয়ে থাকবে কে জানে! শুধু নামের ভারে শেষ আটের অন্য ম্যাচটি একটু পিছিয়েই আছে। দল দুটির নাম যে আতলেতিকো মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড। তবে প্রায় সমশক্তির দল দুটি কিন্তু উপহার দিতে পারে আগুনে এক ম্যাচ।
চ্যাম্পিয়নস লিগের পালা শেষে বৃহস্পতিবার ইউরোপা লিগের রাত। লিভারপুল, লেভারকুসেন ও এসি মিলান থাকায় ইউরোপের মহাদেশীয় ফুটবলের দ্বিতীয় স্তরের টুর্নামেন্টও কাড়ছে আলো। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা–দৌড়ের প্রতিদ্বন্দ্বী লিভারপুল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যানফিল্ডে খেলবে ইতালির আতালান্তার বিপক্ষে। সাতবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এসি মিলান স্বদেশি ক্লাব এএস রোমার বিপক্ষে খেলবে সান সিরোতে। প্রথমবারের মতো জার্মান বুন্দেসলিগা জিততে যাওয়া বায়ার লেভারকুসেন ঘরের মাঠে মুখোমুখি ইংলিশ ক্লাব ওয়েস্ট হামের।
বৃহস্পতিবার যা–ই ফল হোক না কেন, জাবি আলোনসোর লেভারকুসেন আগামী রোববার বে অ্যারেনায় উৎসবের আয়োজন করতেই পারে। ওই দিন বুন্দেসলিগায় ভেরডার ব্রেমেনকে আতিথেয়তা দেবে লেভারকুসেন। ওই ম্যাচটা লিগ চ্যাম্পিয়ন হয়েই খেলতে নামার সম্ভাবনা আছে কখনোই লিগ জিততে না পারায় ‘নেভারকুসেন’ তকমা পাওয়া দলটির।
এ মৌসুমে এখন পর্যন্ত একটি ম্যাচও না হারা জার্মান ক্লাবটি বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে শনিবারই। কীভাবে, প্রশ্ন করতেই পারেন। উত্তরটাও জটিল নয়। শনিবার সর্বশেষ ১১ বারের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ যদি এফসি কোলনের কাছে হেরে যায়, পাঁচ ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়ে যাবে লেভারকুসেন।
লিগে লেভারকুসেন ও বায়ার্নের পার্থক্য এখন ১৬ পয়েন্টের। ২৮ ম্যাচে লেভারকুসেনের পয়েন্ট ৭৬, বায়ার্নের ৬০। বায়ার্নের হেরে যাওয়া মানে যে ৩৪ ম্যাচের লিগে লেভারকুসেন আর কোনো পয়েন্ট না পেলেও চ্যাম্পিয়ন। তবে বায়ার্ন শনিবার ড্র করলে পরের দিন লেভারকুসেনকে ড্র করলেই চলবে। আর বায়ার্ন যদি জিতেও যায়, তবে রোববার ব্রেমেনকে হারিয়েই ১১৯ বছরের ইতিহাসে প্রথমবার লিগ শিরোপার উৎসবে মাততে পারে দলটি।
ইউরোপের বড় পাঁচ লিগের অন্য কোথাও সামনের সপ্তাহেই শিরোপা নিষ্পত্তির সম্ভাবনা নেই। তবে প্রিমিয়ার লিগটা জমে আরও ক্ষীর হতে পারে। আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার সিটি—শীর্ষ তিন দলের পার্থক্য মাত্র ১ পয়েন্টের। আর্সেনাল ও লিভারপুলের পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এগিয়ে গানাররা।
২০ বছর পর প্রথম লিগ জয়ের স্বপ্ন দেখা আর্সেনাল রোববার এমিরেটসে খেলবে অ্যাস্টন ভিলার বিপক্ষে। ওই দিনই এর আগে ক্রিস্টাল প্যালেসকে আতিথেয়তা দেবে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। সিটির ৩২ নম্বর ম্যাচটা এক দিন আগে শনিবার। সেদিন পেপ গার্দিওলার দল লুটন টাউনকে হারালে অন্তত ২৪ ঘণ্টার জন্য হলেও উঠে যাবে পয়েন্ট তালিকার শীর্ষে।
৩১ রাউন্ড শেষে শীর্ষ তিন দলের পার্থক্য মাত্র ১ পয়েন্টের। এমন জমজমাট লিগ–দৌড়ে আর নতুন কী চমক যোগ হতে পারে, অপেক্ষা সেটি দেখারই।