ফেনেরবাচের অন্য রকম প্রতিবাদ: ৩ মিনিট খেলে মাঠ ছেড়ে শিরোপা বিসর্জন

৩ মিনিট খেলার পর মাঠ ছেড়ে চলে যাচ্ছে ফেনেরবাচের খেলোয়াড়েরাএএফপি

তুরস্কের ক্লাব ফেনেরবাচে তাদের প্রতি হওয়া অন্যায়ের অভিযোগে অন্য রকম এক প্রতিবাদই করেছে। দলটি গতকাল তুরস্কের সুপার কাপের শিরোপা বিসর্জন দিয়েছে প্রতিবাদ হিসেবে। সেটাও আবার ইস্তাম্বুলের ক্লাব গালাতাসারাইয়ের বিপক্ষে সুপার কাপের ফাইনালে অনূর্ধ্ব–১৯ দলকে মাঠে নামিয়ে মাত্র ৩ মিনিট খেলে একটি গোল খাওয়ার পর মাঠ ছেড়ে চলে গিয়ে।

৩ মিনিটের একটু আগে মাউরো ইকার্দির গোলে গালাতাসারাই এগিয়ে যায়। এরপরই তারা মাঠ ছেড়ে চলে যায়। তুরস্কের সংবাদমাধ্যম অবশ্য আগেই খবর দিয়েছিল যে ফেনেরবাচে পরিকল্পনা করেছে, তারা মাঠে নামার পর ম্যাচ ছেড়ে দেবে।
ফেনেরবাচের সভাপতি আলি কচ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে বলেছেন, ‘তুরস্কের ফুটবলকে নতুন করে সাজানোর এটাই সময়।’

গালাতাসারাইয়ের খেলোয়াড়দের শিরোপা জয় উদ্‌যাপনটাও সেভাবে জমেনি
এএফপি

আগামী বৃহস্পতিবার ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে তাদের মাঠে খেলবে ফেনেরবাচে। এ কারণে সুপার কাপের ফাইনালের সূচিতে পরিবর্তন চেয়েছিল তারা। একই সঙ্গে ফেনেরবাচে আবেদন করেছিল, তুরস্কের রেফারির পরিবর্তে বিদেশি রেফারি দিয়ে যেন সুপার কাপের ফাইনাল পরিচালনা করা হয়। কর্তৃপক্ষ তাদের দুটি অনুরোধের কোনোটিই রাখেনি।

এ ছাড়া একটি লিগ ম্যাচে ত্রাবজোনে দর্শকেরা মাঠে ঢুকে পড়ার পর ফেনেরবাচের খেলোয়াড়দের সঙ্গে মারামারিতে জড়িয়েছিল। এর ফলে গত বুধবার তুরস্কের ফুটবল ফেডারেশন ফেনেরবাচের দুজন ফুটবলারকে এক ম্যাচ করে নিষেধাজ্ঞা দিয়েছে। সব মিলিয়েই সুপার কাপের ফাইনালে অমন প্রতিবাদ করেছে দলটি।