যে মাইলফলকে এখন শুধুই মেসি আর রোনালদো নন
উয়েফার ক্লাব প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরের নাম দুটি কার—এমন প্রশ্নে সবার চোখেই ভেসে উঠবে যে দুটি মুখ, তা ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসির। উয়েফার ক্লাব প্রতিযোগিতায় রোনালদোর গোল ১৪৫টি, মেসির ১৩২।
এত দিন এ দুজন বাদে ১০০ গোলের মাইলফলকে আর কেউই ছিলেন না। এবার এসে গেছেন তৃতীয়জন। মেসি ও রোনালদোর ১০০ ক্লাবে যোগ দিয়েছেন রবার্ট লেভানডফস্কি।
চ্যাম্পিয়নস লিগে পরশু বার্সেলোনা অ্যান্টওয়ার্পকে উড়িয়ে দিয়েছে ৫–০ গোলে। ১৯ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন লেভা। এই গোল করেই উয়েফা ক্লাব প্রতিযোগিতায় ১০০ গোলের মাইলফলকে মেসি ও রোনালদোর ক্লাবে ঢুকে গেছেন বার্সার পোলিশ স্ট্রাইকার।
ইউরোপ লিগ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে এই গোলগুলো করেছেন লেভানডফস্কি। পোলিশ স্ট্রাইকার ইউরোপিয়ান প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোল করেছেন বায়ার্ন মিউনিখের হয়ে, ৬৯টি। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে করেছেন ১৮ গোল। গতকালের গোলটি ইউরোপিয়ান প্রতিযোগিতায় বার্সেলোনার হয়ে ছিল তাঁর সপ্তম গোল। আর ৬টি করে গোল করেছেন লেচ পোজনানের জার্সিতে।
ইউরোপিয়ান প্রতিযোগিতায় মেসি ১৩২ গোল করেছেন দুটি ক্লাব বার্সেলোনা ও পিএসজির হয়ে। তাঁর ১৩২ গোলের মধ্যে ১২৯টি চ্যাম্পিয়নস লিগে, তিনটি উয়েফা সুপার কাপে। রোনালদোর গোলগুলো স্পোর্তিং, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের জার্সিতে। ১৪৫ গোলের ১৪০টি তিনি করেছেন চ্যাম্পিয়নস লিগে।