নটিংহামের কাছে হেরে শীর্ষ চার থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় সিটি

সিটির আরও একটি হাররয়টার্স

নটিংহাম ফরেস্ট ১ : ০ ম্যানচেস্টার সিটি

প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার তিন ও চারের লড়াই। এই ম্যাচ জিতলে নটিংহাম ফরেস্টকে পেছনে ফেলে তিনে ওঠে আসার সুযোগ ম্যানচেস্টার সিটির। কিন্তু সেই সুযোগটা  কাজেই লাগাতে পারল না তারা।

উল্টো নটিংহামের মাঠে সিটি হেরেছে ১-০ গোলে। ম্যাচের একমাত্র গোলটি করেছেন নটিংহাম মিডফিল্ডার ক্যালাম হাডসন–ওডোয়। এই হারে মৌসুমটা যেন আরেকটু দুর্বিষহ হলো পেপ গার্দিওলার জন্য।

নটিংহামের মাঠে হারার পর ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চারেই থাকল সিটি। কিন্তু আগামীকাল লেস্টারের বিপক্ষে চেলসি জিতলে চার থেকে পাঁচে নেমে যাবে সিটি এবং চারে উঠে আসবে চেলসি।

আরও পড়ুন

চেলসি এমনকি ড্র করলেও গোল ব্যবধানে পেছনে ফেলবে সিটিকে।  নিউক্যাসলের সুযোগ আছে পয়েন্টে সিটিকে ধরে ফেলার। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে ব্যাপকভাবে চাপের মুখে পড়লেন গার্দিওলা।

ক্যালাম হাডসন–ওডোয়ের গোল উদ্‌যাপন
রয়টার্স

ঘরের মাঠে সিটির বিপক্ষে আজ দারুণ নৈপুণ্য দেখিয়েছে নটিংহাম। বল দখল ও আক্রমণে পিছিয়ে থাকলেও সিটিকে খুব একটা সুযোগ দেয়নি স্বাগতিকেরা। বিশেষ করে রক্ষণে নটিংহাম ছিল দারুণ সুদৃঢ়। প্রথমার্ধে বারবার চেষ্টা করেও নটিংহামের রক্ষণ ভাঙতে পারেনি সিটি। এমনকি তিনটির বেশি লক্ষ্যে শটও নিতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন

অন্য দিকে প্রথমার্ধে চাপে থাকলেও দ্বিতীয় দারুণ আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে নটিংহাম। সুযোগ পেলেই তারা চেষ্টা করেছে আক্রমণে গিয়ে গোল আদায়ের। অবশেষে সুযোগের অপেক্ষায় থাকা নটিংহাম শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোল আদায় করে নেয় ম্যাচের ৮৩ মিনিটে। গিবস-হোয়াইটের দারুণ এক ক্রসে অসাধারণ এক ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন হাডসন-ওডোয়।