২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কাজী সালাহউদ্দিনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনছবি: প্রথম আলো

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলায় বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনকে আসামি করা হয়েছে। একই মামলায় আসামি হয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদও।

মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ মোট ৫০ জনকে আসামি করা হয়েছে।

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে মামলাটি করেন ব্যান্ড শিল্পী আসিফ ইমাম। আদালত মামলার বাদীর জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তাঁর গাড়িবহরে হামলা চালান। সে সময় খালেদা জিয়ার গাড়িবহরের ১২–১৪টি গাড়ি ভাঙচুর করা হয়। ৪টি মোটরসাইকেলে আগুন ধরানো হয়। এ ছাড়া নেতা–কর্মীদের মারধর করা হয়। এতে খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন।

কাজী সালাউদ্দিন
প্রথম আলো

মামলার অন্য আসামিদের মধ্যে আছেন আওয়ামী লীগ ও ১৪–দলীয় জোটের সঙ্গে যুক্ত শেখ হেলাল, ফারুক খান, নিক্সন চৌধুরী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, এ কে এম মমিনুল হক সাঈদ প্রমুখ। এ ছাড়া একই মামলায় অভিনেতা জায়েদ খান, সাজু খাদেম ও শাহরিয়ার নাজিম জয়কেও আসামি করা হয়েছে।