সব দেশে পেলের নামে স্টেডিয়াম করার অনুরোধ করবেন ফিফা সভাপতি
পেলেকে শেষশ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে ব্রাজিলের ক্লাব সান্তোসের। ক্লাবটির স্টেডিয়ামে রাখা হয়েছে পেলের কফিনবন্দী নিথর দেহ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সেখানে উপস্থিত হয়ে বলেছেন, পৃথিবীর সব দেশে পেলের নামে স্টেডিয়াম বানানোর অনুরোধ করা হবে।
স্থানীয় সংবাদকর্মীদের ফিফা সভাপতি বলেছেন, ‘আমরা বিশ্বের প্রতিটি দেশকে অনুরোধ করব তাদের একটি স্টেডিয়াম যেন পেলের নামে নামকরণ করা হয়।’ ইনফান্তিনো জানিয়েছেন, ‘শিশুরা যেন পেলের গুরুত্ব বুঝতে পারে’, সেটি ভেবে এমন প্রস্তাব দেওয়া হবে। সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয় সংবাদকর্মীদের এ কথা বলেন ফিফা সভাপতি।
পেলেকে শেষশ্রদ্ধা জানানোয় ফিফা সভাপতি ছাড়া দক্ষিণ আমেরিকা ও ব্রাজিল ফুটবল কনফেডারেশনের কর্মকর্তারাও উপস্থিত আছেন। ২৪ ঘণ্টাব্যাপী এই শেষশ্রদ্ধা জানানোয় সান্তোসের স্টেডিয়ামের বাইরে মানুষ ভিড় জমিয়েছে। ইনফান্তিনো সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা এখানে খুব দুঃখ নিয়ে এসেছি। পেলে চিরন্তন। তিনি ফুটবলের বৈশ্বিক আইকন।’
পেলেকে আজ সকালে আনা হয়েছে সান্তোসের এই মাঠে। সকাল থেকেই সান্তোসের সাধারণ মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন পেলেকে। মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত এখানেই রাখা হবে তাঁর কফিন। এরপর শুরু হবে শেষযাত্রা। সান্তোসের বিভিন্ন রাস্তায় ঘোরানো হবে তাঁর কফিন। পেলেকে নিয়ে যাওয়া হতে পারে তাঁর পৈতৃক ভিটাতেও। সেখানে থাকেন তাঁর শতবর্ষী মা ডোনা সেলেস্তে আরান্তেস। তিনি খুব অসুস্থ। স্মৃতিভ্রষ্ট হয়েছেন আরও আগেই।
পেলেকে সমাহিত করা হবে নেকরোপল একুমেনিকাতে। এখানেই সমাহিত হতে চেয়েছিলেন কিংবদন্তি। ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে, পেলের শেষ ইচ্ছা ছিল নেকরোপল একুমেনিকার নবম তলায় তিনি শায়িত হবেন। যেখান থেকে ভিলা বেলমিরোর মাঠটা পরিষ্কার দেখা যায়। তবে তাঁর শেষকৃত্যে থাকবেন শুধুই পরিবারের সদস্যরা।