টেন হাগের বদলি কি তাহলে জাভি

জাভিকে কি এবার ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে দেখা যাবেইনস্টাগ্রাম

গত মৌসুমেই চাকরি হারানোর পথে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। ধারণা করা হচ্ছিল, মৌসুম শেষ হলেই ছাঁটাই করা হবে তাঁকে। তবে শেষ দিকে এসে বদলে যায় পরিস্থিতি।

এফএ কাপ জয় সে যাত্রায় বাঁচিয়ে দেয় টেন হাগের চাকরি। ওল্ড ট্রাফোর্ডের কর্তাদের আশা ছিল, খাদের কিনারা থেকে ফিরে আসা টেন হাগ হয়তো দলকে নতুন করে ঘুরে দাঁড়ানোর পথ দেখাবেন। ফিরিয়ে আনবেন ইউনাইটেডের হারানো মর্যাদাও। কিন্তু তেমন কিছুই হয়নি।

আরও পড়ুন

উল্টো নতুন মৌসুমের শুরুটা হয়েছে ভুলে যাওয়ার মতোই। প্রিমিয়ার লিগে ৮ ম্যাচ শেষে ১১ পয়েন্ট নিয়ে ইউনাইটেডের অবস্থান এখন ১২ নম্বরে। ৮ ম্যাচের ৩টিতে জিতলেও হেরেছে ৩টিতে। ড্র অন্য দুই ম্যাচ। ইউরোপা লিগেও ২ ম্যাচ খেলে দুটিই ড্র করেছে ইউনাইটেড। এমন পরিস্থিতিতে টেন হাগের ছাঁটাই হওয়া স্রেফ সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে।

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ টেন হাগ
এএফপি

এমনকি ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো ইউনাইটেডের সম্ভাব্য নতুন কোচের নামও বলে দিচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের দেওয়া খবর অনুযায়ী, ‘রেড ডেভিল’রা এরই মধ্যে স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজের সঙ্গে যোগাযোগ করেছে। সব ঠিকঠাক থাকলে হয়তো ইউনাইটেডের ডাগআউটে দেখা যেতে পারে সাবেক এই বার্সেলোনা কোচকে।

ডেইলি মেইলের খবর বলছে, এরই মধ্যে ইউনাইটেডের প্রধান নির্বাহী ওমর বারেদার নেতৃত্বে একটি দল জাভির সঙ্গে কথা বলেছেন। সব ঠিকঠাক থাকলে হয়তো শিগগিরিই জাভির ইউনাইটেডে আসার ঘোষণা আসতে পারে।

আরও পড়ুন

১৭ বছর খেলোয়াড় হিসেবে কাটানো বার্সায় জাভি কোচ হয়ে আসেন ২০২১ সালে। শুরুতে দারুণ কিছু করার আশা জাগালেও শেষ পর্যন্ত একটি লা লিগা ও একটি স্প্যানিশ সুপার কাপের ট্রফি ছাড়া আর কিছুই জেতাতে পারেননি জাভি। শেষ পর্যন্ত ব্যর্থতার দায় নিয়েই বার্সা ছাড়তে হয়েছে তাঁকে।

জাভির বার্সা ছাড়া নিয়েও অবশ্য কম নাটক হয়নি। শুরুতে জাভি নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তাঁকে অনুরোধ করে রেখে দেয় বার্সা। পরে মৌসুমের শেষ দিকে সবাইকে অবাক করে বার্সাই জাভিকে ছাঁটাই করে। নাটকীয়ভাবে চাকরি হারানোর পর আর কোথাও দায়িত্ব নেননি জাভি। এখন সব ঠিক থাকলে হয়তো ইউনাইটেডের ডাগআউটে দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন

ইউনাইটেডের সম্ভাব্য কোচের তালিকায় অবশ্য জাভি একাই নন, শোনা যাচ্ছে স্পোর্তিং লিসবনের কোচে রুবেন আমোরিমের নামও। শেষ পর্যন্ত জাভি না পেলে হয়তো তাঁর দিকেই হাত বাড়াবে ইউনাইটেড।