২৩ বছর আগে এমন বাজে সময় দেখেছে ব্রাজিল

কোস্টারিকার সঙ্গে ড্র করে কোপা আমেরিকায় শুরুটা ভালো হলো না ব্রাজিলেরএএফপি

কোপা আমেরিকায় এবার ব্রাজিলের শুরুটা ভালো হলো না। ক্যালিফোর্নিয়ায় কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্রয়ে শুরু ব্রাজিলের যাত্রা। প্রতিযোগিতামূলক ফুটবলে এ নিয়ে টানা পাঁচ ম্যাচ জয়শূন্য রইল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, ২০০১ সালের পর ব্রাজিলিয়ান ফুটবলে এমন ঘটনা এবারই প্রথম।

আরও পড়ুন

২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ে গত বছর ১৩ সেপ্টেম্বর লিমায় পেরুকে ১–০ গোলে হারিয়েছিল ব্রাজিল। এরপর প্রতিযোগিতামূলক ফুটবলে তাদের জয়খরা শুরু হয়। বিশ্বকাপ বাছাইয়ে গত ১৩ অক্টোবর ভেনেজুয়েলার সঙ্গে ১–১ গোলে ড্র করে ব্রাজিল। এরপর ১৮ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়েই উরুগুয়ের বিপক্ষে হারে ২–০ গোলে। গত বছর নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে আরও দুটি ম্যাচ হেরেছে ব্রাজিল। ১৭ নভেম্বর কলম্বিয়ার কাছে হেরেছে ২–১ গোলে। ২২ নভেম্বর আর্জেন্টিনার কাছে হারে ১–০ গোলে।

ব্রাজিল এরপর চলতি বছর মার্চে এসে একটি জয় এবং একটি ড্রয়ের দেখা পায়; কিন্তু সে দুটি ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। ২৪ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে ১–০ গোলে জয়ের তিন দিন পর স্পেনের সঙ্গে ৩–৩ গোলে ড্র করে ব্রাজিল। কোপা আমেরিকায় মাঠে নামার আগে চলতি মাসে আরও দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে দরিভালের দল। ৯ জুন মেক্সিকোকে ৩–২ গোলে হারানোর পর ১৩ জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র ১–১ গোলে। এরপর আজ সকালে কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে এসে ড্র করল ব্রাজিল।

আরও পড়ুন

অর্থাৎ, গত বছর অক্টোবরে ভেনেজুয়েলা, উরুগুয়ে, কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে জয়হীন থাকার পর আজ কোস্টারিকার বিপক্ষেও জয়হীন ভিনিসিয়ুসরা। এর মধ্যে প্রথম চারটি ম্যাচ ছিল বিশ্বকাপ বাছাইয়ে। শেষটি কোপা আমেরিকা।

দরিভালের হাত ধরে কি সাফল্যের পথে ফিরবে ব্রাজিল
এএফপি

গ্লোবো জানিয়েছে, ২০০০ থেকে ২০০১ সালের মধ্যে প্রতিযোগিতামূলক ম্যাচে টানা ৬ ম্যাচ জয়শূন্য ছিল ব্রাজিল। এ ম্যাচগুলো ছিল ফিফা কনফেডারেশনস কাপ, বিশ্বকাপ বাছাই ও কোপা আমেরিকায়। তখন কানাডা ও জাপানের বিপক্ষে ড্রয়ের পর ফ্রান্স, অস্ট্রেলিয়া ও উরুগুয়ে ও মেক্সিকোর বিপক্ষে হেরেছিল ব্রাজিল। এ সময় ব্রাজিলের কোচ পদ থেকে এমারসন লেয়াও ছাঁটাই হন, তাঁর জায়গায় দায়িত্ব নেন লুই ফেলিপে স্কলারি। তাঁর হাত ধরেই ২০০২ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল।

২০১৩ সালে এসে আবারও টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকে ব্রাজিল। এবার সব কটিই ছিল প্রীতি ম্যাচ। কলম্বিয়া, রাশিয়া ও ইতালির সঙ্গে ড্রয়ের পাশাপাশি আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বিপক্ষে হেরেছিল ‘সেলেসাও’রা।