‘স্বপ্নপূরণ’ করা এনদ্রিক এখন রিয়াল মাদ্রিদের

অবশেষে রিয়ালে এনদ্রিকএএফপি

সবকিছু আগেই প্রস্তুত ছিল। তবে এনদ্রিকের রিয়ালে আসার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল বয়স। নিয়ম অনুযায়ী ১৮ বছর পূর্ণ হওয়ার আগে রিয়ালের হয়ে খেলার সুযোগ ছিল না তাঁর। এর ফলে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে তাঁকে।

তবে ২১ জুলাই নিজের ১৮তম জন্মদিন উদ্‌যাপন করেন এনদ্রিক। আনুষ্ঠানিকভাবে রিয়ালের সঙ্গে ৬ বছরের চুক্তি হয়েছে এই ব্রাজিলিয়ানের। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে হয়েছে তাঁর পরিচয় পর্ব।

এত দিন অপেক্ষার পর অবশেষে রিয়ালের জার্সি গায়ে তুলে আবেগ ধরে রাখতে পারেননি এনদ্রিক। চোখের জলে ভিজে নিজের অনুভূতি প্রকাশ করেছেন এভাবে, ‘কেমন অনুভূতি হচ্ছে, তা বলার ভাষা আমার নেই। কারণ, সব সময় এখানেই আসতে চেয়েছি। রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চেয়েছি। এটা স্বপ্ন পূরণ হওয়ার মতো।’

আরও পড়ুন

রিয়ালের প্রতি এনদ্রিকের এমন ভালোবাসার কারণ পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো, ‘ কাঁদতে চাইনি, কিন্তু রিয়ালকে ছেলেবেলা থেকেই ভালোবেসেছি। কারণ, একজন মানুষ আমার জীবনে এসেছিল—ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর কারণেই রিয়াল মাদ্রিদকে অনুসরণ করা শুরু করি।’

এনদ্রিকের স্বপ্ন পূরণ
এএফপি

অনেক দিন ধরেই আলোচনায় ব্রাজিলিয়ান ফুটবলের নতুন বিস্ময়বালক এনদ্রিক।  ২০২২ সালের পালমেরাইসের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা (১৬ বছর ৩ মাস ৪ দিন) হয়ে আলো কেড়েছিলেন এনদ্রিক। এরপর তাঁর প্রতি ইউরোপের বিভিন্ন ক্লাব আগ্রহ দেখাতে শুরু করে। তখনই তাদের সঙ্গে সমঝোতায় পৌঁছায় এনদ্রিকের ক্লাব পালমেরা।

গত নভেম্বরে ব্রাজিলের মূল দলের হয়ে অভিষেক হয় এনদ্রিকের। গত ৫৭ বছরে ব্রাজিলের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেক হয় তাঁর, সব মিলিয়ে চতুর্থ। গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের হয়ে প্রথম গোল করেন এনদ্রিক। ব্রাজিলের কোপা আমেরিকার দলেও ছিলেন এনদ্রিক। যদিও প্রত্যাশা পূরণ করতে পারেননি।
লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল এবারের মৌসুমে প্রথম ম্যাচে মায়োর্কোর বিপক্ষে খেলবে। ১৮ আগস্ট সেই ম্যাচেই কি রিয়ালের হয়ে প্রথমবার মাঠে নামবেন এনদ্রিক!

আরও পড়ুন