পরিবারের সামনে ফ্রান্সের খেলোয়াড়দের উদ্‌যাপন নিয়ে ক্ষোভ ওতামেন্দির

আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিএএফপি

অলিম্পিকে ছেলেদের ফুটবলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। বোর্দোয় গতকাল রাতে ম্যাচ শেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষও বাধে। যেখানে দুই পক্ষের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদেরও হাতাহাতিতে জড়াতে দেখা যায়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, উদ্‌যাপনের সময় ফরাসি মিডফিল্ডার এনজো মিলোট আর্জেন্টিনার বেঞ্চকে লক্ষ্য করে চিৎকার ও অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন।

এ ঘটনা থেকেই মূলত বিরোধের সূত্রপাত। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনা অলিম্পিক ফুটবল দলের অধিনায়ক নিকোলাস ওতামেন্দিও। বলেছেন, পরিবারের সদস্যদের সামনে এসে ফ্রান্সের খেলোয়াড়েরা উদ্‌যাপন করেছেন, যা তাঁকে ক্ষুব্ধ করেছে; পাশাপাশি বিদায়ের যন্ত্রণা নিয়েও কথা বলেছেন তিনি।

আরও পড়ুন

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে নিজের ক্ষোভের কথা তুলে ধরে ওতামেন্দি বলেছেন, ‘এটা সত্যি, আমাকে রাগান্বিত করেছে। খেলোয়াড়েরা উদ্‌যাপন করতে পারে। যেখানে খুশি সেখানে গিয়ে মজা করতে পারে। কিন্তু পরিবারের সামনে এসে উদ্‌যাপন করাটা মোটেই ভালো ব্যাপার নয়। সেখানে একজন ছিল, যার নাম পর্যন্ত আমি জানি না। বালদে বা বাদে (লোইক বাদে) আমি ঠিক জানি না। যদি সে উদ্‌যাপন করতে চায়, তার উচিত আমাদের সামনে আসা। আমরা এটার বিহিত করব। কী করা যায়, তা নিয়ে কথা বলব। এটা আমাকে রাগান্বিত করেছে যে তারা শিশু এবং পরিবারের সামনে গিয়ে উদ্‌যাপন করেছে।’

আর্জেন্টিনা–ফ্রান্স ম্যাচের পর শুরু হয় সংঘর্ষ
রয়টার্স

এরপর অলিম্পিক থেকে বিদায়ের যন্ত্রণা নিয়েও কথা বলেছেন ওতামেন্দি। অতীতের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আগে আমিও হারের ভেতর দিয়ে গিয়েছি। আমি জানি এই অনুভূতি কেমন। ছেলেরা ভালো খেলেছে। আমরা গোলটাই শুধু পাইনি।’