২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘কঠিন এক সপ্তাহ শেষে’ আর্সেনালের ‘বিশাল’ জয়

ম্যাচ শেষে আর্সেনালের খেলোয়াড়দের জয় উদ্‌যাপনএএফপি

১৪ এপ্রিল, রোববার-প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে অ্যাস্টন ভিলার কাছে ২-০ গোলে হেরে শিরোপা দৌড়ে একটু যেন পিছিয়ে পড়ে আর্সেনাল। ১৭ এপ্রিল, বুধবার-চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলের হার। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে পিছিয়ে থেকে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে মিকেল আরতেতার দল।

কঠিন এই সপ্তাহ শেষে গতকাল আবার হাসি ফিরেছে আর্সেনালে। উলভসকে ২-০ গোলে হারিয়ে আবার প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে তারা। ৩৩ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭৩ আর ৩২ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিভারপুল।

উলভসের বিপক্ষে গতকাল আর্সেনালের ২-০ ব্যবধানের জয়ে গোল দুটি করেছেন লিয়ানদ্রো ত্রোসার্দ ও অধিনায়ক মার্টিন ওডেগার্ড। ৪৫ মিনিটে ত্রোসার্দ এগিয়ে দেওয়ার পর আর্সেনালের পক্ষে ওডেগার্ড স্কোরলাইন ২-০ করেন যোগ করা সময়ের ৫ মিনিটে। ২-০ গোলের এই জয়কেই আখ্যা দিয়েছেন ‘বিশাল’ বলে।

আরও পড়ুন
দলকে দ্বিতীয় গোল এনে দেওয়ার পর আর্সেনালের ওডেগার্ডের উচ্ছ্বাস
এএফপি

ম্যাচ শেষে ওডেগার্ড বলেছেন, ‘আমাদের জন্য এটা বিশাল এক জয়। আমাদের জন্য সপ্তাহটা খুব কঠিন ছিল। কঠিন কিছু ফল গেছে এবং আবেগের দিক থেকে এটা সত্যি খুব কঠিন ছিল। কিন্তু আমাদের নিজেদের কাজটা করে যেতে হতো। আজ (গতকাল) ছিল ঘুরে দাঁড়িয়ে জেতার দিন। এখনো অনেক পথ বাকি, এখনো শিরোপা লড়াইটা আঁটসাঁট।’

দলের এভাবে ঘুরে দাঁড়ানোর কৃতিত্বের পুরোটাই কোচ মিকেল আরতেতা দিয়েছেন খেলোয়াড়দের, ‘এটা সম্পূর্ণই তাদের ব্যাপার। তারা জিততে চায়, তারা নিজেদের সেরাটা দিয়ে লড়তে চায় এবং তাদের প্রচেষ্টা প্রশ্নাতীত। আমি ওদের মানসিকতা নিয়ে সত্যিই খুব আনন্দিত।’

আরও পড়ুন