রোনালদো আসার পর সব হারানোর পথে আল–নাসর
সৌদি আরবে ক্রিস্টিয়ানো রোনালদোর যাত্রাটা শুরুই হয়েছিল হার দিয়ে। পিএসজির সঙ্গে রিয়াদ একাদশের সেই প্রীতি ম্যাচে রোনালদো জোড়া গোল করলেও শেষ পর্যন্ত লিওনেল মেসির দলের কাছে হারতে হয় ৪-৩ গোলে।
শুরুর সেই হারটা যেন রোনালদোর পিছুই ছাড়ছে না। সর্বশেষ গতকাল রাতে আল-ওয়েহদার কাছে ১-০ গোলে হেরে কিংস কাপ থেকে বিদায় নিয়েছে রোনালদোর দল আল-নাসর। সৌদি লিগে রোনালদোর শুরুটা সম্ভবত এর চেয়ে খারাপ হতে পারত না।
আলোড়ন তুলে গত জানুয়ারিতে আল-নাসরে যোগ দেন রোনালদো। পর্তুগিজ মহাতারকার আগমনের পর ফুটবল–বিশ্বে আলোচনার কেন্দ্রে চলে আসে সৌদি ফুটবল লিগ। বিশ্বব্যাপী সংবাদমাধ্যমগুলোয় বেশ গুরুত্ব পেতে শুরু করে সৌদি প্রো লিগের খেলা। বিশেষ করে আল-নাসরের ম্যাচগুলোয় রোনালদোর দিকে তাকিয়ে থাকে সবাই। তবে গত চার মাসে রোনালদো ও তাঁর দল সমর্থকদের মন ভরাতে পেরেছেন সামান্যই।
রোনালদো যখন সৌদি লিগে যোগ দেন, তখন আল-নাসর ছিল প্রো লিগের শীর্ষ দল। কিন্তু রোনালদো আসার পর এখন শীর্ষ স্থান হারিয়েছে। আছে শিরোপা হারানোর আশঙ্কায়। প্রো লিগে এখন পর্যন্ত ১১ ম্যাচে মাঠে নেমেছেন রোনালদো। যেখানে ৭টিতে জয়, ২টিতে ড্র এবং অন্য ২ ম্যাচে হেরেছে তাঁর দল। এরপরও লিগ জয়ের দৌড়ে আল-ইতিহাদের সঙ্গে পেরে উঠছে না আল-নাসর।
বিশেষ করে সর্বশেষ লিগ ম্যাচে আল-হিলালের কাছে হার আল-নাসরের শিরোপা-স্বপ্নকে ধাক্কা দিয়েছে। প্রো লিগে ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল-নাসর। আর শীর্ষে থাকা আল-ইতিহাদের পয়েন্ট ৫৬। তবে তারা এক ম্যাচ কম খেলেছে। এখন বাকি পয়েন্টের ব্যবধান গুছিয়ে রোনালদোরা শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষা।
লিগ জেতার সম্ভাবনা এখনো শেষ না হলেও সৌদি সুপার কাপ এবং কিংস কাপ এরই মধ্যে হাতছাড়া করেছে আল-নাসর। কিংস কাপের সেমিফাইনালে গতকাল আল-নাসরকে হারিয়েছে ওয়েহদা। এর আগে সুপার কাপেও আল-নাসরের বিদায়ঘণ্টা বেজেছিল সেমিফাইনাল থেকেই।
আল-ইতিহাদের কাছে সেই ম্যাচে ৩-১ গোলে হেরেছিল আল-নাসর। পরপর দুটি শিরোপা হারিয়ে লিগই এখন রোনালদোর শেষ ভরসা। লিগেও শিরোপা জিততে ব্যর্থ হলে সেটি রোনালদোর জন্য বড় ধাক্কা হয়ে আসবে।
এদিকে কিংস কাপ থেকে বিদায়ের পর সমালোচনার মুখে আছেন রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাঁকে অবসরের পরামর্শও দিয়েছেন। টুইটারে এক ফুটবলভক্ত লিখেছেন, ‘রোনালদো একজন মহান খেলোয়াড়। তাঁর দরকার একজন কোচ, যে কি না তাঁকে অবসরের পরামর্শ দেবে।’ অন্য একজন লিখেছেন, ‘রোনালদো ফুরিয়ে গেছেন, আমরা সবাই কি এ ব্যাপারে একমত হতে পারি?’