ভিনিসিয়ুসকে নিয়ে এবার রেফারির বিরুদ্ধে অভিযোগ রিয়ালের

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসএক্স

ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণ এখন যেন নৈমিত্তিক ঘটনা। প্রায়ই মাঠে খেলতে নামার পর বর্ণবাদী আচরণের শিকার হতে হচ্ছে ব্রাজিলিয়ান তারকাকে। সর্বশেষ ওসাসুনার বিপক্ষে ম্যাচেও ভিনিসিয়ুসকে পড়তে হয়েছে বর্ণবাদী আচরণের মুখে।

এ ঘটনায় রিয়াল এবার অভিযোগের তির ছুড়েছে রেফারি জোয়ান মার্তিনেজ মুনুয়েরার দিকে। তাঁর বিরুদ্ধে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনে আনুষ্ঠানিক অভিযোগও করেছে রিয়াল। মাদ্রিদের ক্লাবটির দাবি, রেফারি মার্তিনেজ তাঁর ম্যাচ প্রতিবেদনে বর্ণবাদী আক্রমণের ঘটনা ‘স্বপ্রণোদিত হয়ে এবং ইচ্ছাকৃতভাবে’ এড়িয়ে গেছেন।

আরও পড়ুন

ওসাসুনার বিপক্ষে সে ম্যাচে ৪-২ গোলের জয় পেয়েছে রিয়াল। সেদিন রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস। সে ম্যাচে ওসাসুনার কট্টর সমর্থকেরা ভিনিসিয়ুসের উদ্দেশে ‘মরে যাও, ভিনিসিয়ুস’ স্লোগান দেয়। কিন্তু মার্তিনেজের জমা দেওয়া প্রতিবেদনে এ ঘটনার উল্লেখ ছিল না, যা রিয়াল কর্তৃপক্ষকে হতাশ ও ক্ষুব্ধ করেছে। এ পরিস্থিতিতে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল কর্তৃপক্ষ।

ওসাসুনার মাঠে বর্ণবাদের শিকার হন রিয়াল তারকা ভিনিসিয়ুস
রয়টার্স

রিয়ালের বিবৃতিতে বলা হয়েছে, ‘এল সাদারে (ওসাসুনার মাঠ) আমাদের খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রের উদ্দেশে আরও একবার গুরুত্বর অপমানমূলক কথা বলা হয়েছে। আমরা রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটির কাছে ম্যাচ রেফারি জোয়ান মার্তিনেজ মুনুয়েরার প্রতিবেদনে অবহেলার অভিযোগ করেছি। রেফারি স্বপ্রোণদিত হয়ে এবং ইচ্ছাকৃতভাবে আমাদের খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রের উদ্দেশে বলা অপমানজনক কথাগুলো বাদ দিয়েছেন। যদিও ঘটনার সময় আমাদের খেলোয়াড়েরা তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে সর্তক করেছিল।’

আরও পড়ুন

রিয়াল একই কর্তৃপক্ষের কাছে উল্লেখিত অপমানসূচক কথা নিয়ে আরেকটি অভিযোগ করেছে। এই অভিযোগ সহিংসতা, বর্ণবাদ, জেনোফোবিয়া (অভিবাসীদের বিরুদ্ধে ঘৃণা) এবং অসহিষ্ণুতা বিরুদ্ধে গড়া স্টেট কমিশনের কাছেও পাঠানো হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যাঁরা জড়িত ছিলেন, তাঁদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিতের উদ্দেশ্যে এ উদ্যোগ নিয়েছে রিয়াল।

একই ম্যাচে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে তাচ্ছিল্যের হাসি হেসে হলুদ কার্ডও দেখেছিলেন ভিনি। সেটি ছিল এ মৌসুমে লা লিগায় তাঁর পঞ্চম হলুদ কার্ড। যে কারণে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে পরের ম্যাচে খেলা হবে না তাঁর।