লেভার জোড়া গোলে হেসেখেলে জয় বার্সেলোনার

রবার্ট লেভানডফস্কিটুইটার

এটাই তাহলে এখন নিয়ম হয়ে যাচ্ছে বার্সেলোনার জন্য। রবার্ট লেভানডফস্কি গোল পেলে দল জিতবে, না পেলে জিতবে না। বার্সেলোনায় লেভার ক্যারিয়ার মোটে মাসখানেকের, লা লিগায় খেলেছেন মাত্র তিনটি ম্যাচ। তাতেই আসলে এই অলিখিত নিয়মের একটা আভাস পাওয়া যাচ্ছে।

ঘরের মাঠে রায়ো ভায়েকানোর বিপক্ষে লিগে বার্সেলোনার প্রথম ম্যাচে অভিষেক হয়েছিল লেভার। পুরো ৯০ মিনিট খেলেও গোল পাননি সেদিন, জিততে পারেনি বার্সাও, করেছিল 0-0 ড্র। তবে সোসিয়েদাদের মাঠে পরের ম্যাচেই লেভা সেটা পুষিয়ে দিয়ে করলেন জোড়া গোল, করালেন আরও একটি। এবার বার্সা জিতল ৪-১ ব্যবধানে। পোলিশ স্ট্রাইকার সেই ছন্দটা ধরে রাখলেন তৃতীয় ম্যাচেও। আজ রোববার ক্যাম্প ন্যু-তে ভায়াদোলিদের বিপক্ষে আবার জোড়া গোল লেভার। যথারীতি বার্সেলোনাও ম্যাচটা জিতেছে ৪-০ গোলে। বার্সার অন্য দুটি গোল করেছেন পেদ্রি ও সার্জি রাবার্তো।

লেভার প্রথম গোল
টুইটার

বায়ার্ন মিউনিখের হয়ে ক্লাব ফুটবলের সব শিরোপাই জিতেছেন রবার্ট লেভানডফস্কি। চাইলে জার্মান চ্যাম্পিয়ন ক্লাবটিতে ক্যারিয়ার দীর্ঘ করতে পারতেন আরও। বায়ার্ন তাঁকে ধরে রাখতে কম চেষ্টাও করেনি। কিন্তু লেভা চেয়েছিলেন নতুন চ্যালেঞ্জ নিতে। আর তাই এই মৌসুমে বায়ার্ন ছেড়ে যোগ দিয়েছেন বার্সেলোনায়। ক্যারিয়ারের এই পড়ন্ত বেলায় এসে পুনর্গঠনের প্রক্রিয়ায় থাকা একটা দলের অংশ হওয়া, সহজ চ্যালেঞ্জ নয় মোটেও। কিন্তু লেভা প্রমাণ দিচ্ছেন, বয়স ৩৪ হলেও এখনো তিনি বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন।

লেভা ও পেদ্রি, গোল পেয়েছেন দুজনেই
টুইটার

দুই পাশে বার্সেলোনার দুই উইঙ্গার উসমান দেম্বেলে ও রাফিনিয়ার গতির সঙ্গে তাল মেলাতে শুরু থেকে হিমশিম খেতে থাকেন ভায়াদোলিদ ডিফেন্ডাররা। তাঁদের একের পর এক ক্রসে বেশ কিছু গোলের সুযোগ তৈরি হয় বার্সার জন্য। বারদুয়েক গোলবার ও পোস্টে লেগে বল ফেরত আসার পর অবশেষে গোলমুখ খোলে ম্যাচের ২৪ মিনিটে। রাফিনিয়ার পাস থেকে লেভা এগিয়ে দেন বার্সাকে। বিরতির মিনিট দুয়েক আগে পরের গোলটা করেন পেদ্রি, এবার পাস আসে দেম্বেলের কাছ থেকে। ভায়াদোলিদ ওই অর্থে সুযোগই পায়নি কোনো। শুধু বিরতির বাঁশির ঠিক আগে আগে একবার এরিক গার্সিয়া বল বিপদমুক্ত করতে গিয়ে আত্মঘাতী গোল করতে বসেছিলেন। বার্সা বেঁচে যায় অবশ্য।

আরও পড়ুন

বিরতির পরও যথারীতি বলের দখল রেখে ভায়াদোলিদকে হতাশ করে গেছে জাভির দল। দেম্বেলে-লেভা-রাফিনিয়া ব্যস্ত রেখেছেন প্রতিপক্ষ ডিফেন্ডারদের। তিন নম্বর গোলটা এসেছে ম্যাচে ৬৪ মিনিটে। দেম্বেলের পাস থেকে ব্যবধান বাড়িয়ে ম্যাচ থেকে ভায়াদোলিদকে ছিটকে দেন লেভা। এই শতাব্দীতে বার্সেলোনার হয়ে লিগের প্রথম তিন ম্যাচে ৪ গোল করা প্রথম খেলোয়াড় লেভা। লা লিগায় নিজের প্রথম তিন ম্যাচে ৪ গোল ২০১১ সালের পর এই প্রথম, সেবার আতলেতিকোর হয়ে প্রথম তিন ম্যাচে ৪ গোল ছিল রাদামেল ফ্যালকাওয়ের।

তবে বার্সা থামেনি সেখানেই। যোগ হওয়া সময়ে দলের চতুর্থ গোলটা করেন বদলি নামা সার্জি রবার্তো। টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

লা লিগায় ৩ ম্যাচ শেষে ৭ পয়েন্ট জাভির দলের।

আরও পড়ুন