বিশেষ কিছু করতে হয়নি। চারটি ভালো পাস খেলে গোল করেছে ডেনমার্ক। ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে অসহায়ের মতো দাঁড়িয়ে দেখেছেন সেই দৃশ্য।
শুধু কি তা-ই? গোলের পর তাঁর ট্রেডমার্ক উদ্যাপন ‘সিউ’ দিয়ে তাঁরই চোখের সামনে আনন্দও সেরে নিয়েছে প্রতিপক্ষ এবং শেষ পর্যন্ত ওই গোলেই পর্তুগালের হার।
কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে কাল রাতটা তাই মোটেও ভালো কাটেনি রোনালদোর। উয়েফা নেশনস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের এ ম্যাচে ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরেছে পর্তুগাল।
৭৮ মিনিটে ডেনিশদের জয় এনে দেওয়া গোলটি যিনি করেছেন, সেই রাসমুস হয়লুন্দের কাছে রাতটা আবার অন্য রকম। মাঠে নিজের আদর্শকে সাক্ষী রেখে গোল করে তাঁর মতো করেই উদ্যাপন সেরেছেন।
ঠিক ধরেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকার রোনালদোর বড় ভক্ত। ম্যাচ শেষে হয়লুন্দ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, রোনালদোকে উপহাস করতে ‘সিউ’ উদ্যাপন করেননি। নিজের আদর্শকে সামনে রেখে তাঁরই সামনে তাঁর দলের বিপক্ষে গোল করা হয়লুন্দের কাছে অনেক বড় অর্জন। সেটা স্মরণীয় করে রাখতেই অমন উদ্যাপন।
জয়ের ব্যবধান বাড়াতে পারত ডেনমার্ক। প্রথমার্ধে ডেনিশ মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেনের পেনাল্টি রুখে দেন পর্তুগিজ গোলকিপার দিয়োগো কস্তা।
ডেনমার্কের হয়ে ২০১৬ সালের পর এই প্রথম পেনাল্টি মিস করলেন এরিকসেন। তাঁর একটি শট গোল লাইন থেকে ক্লিয়ারও করেন পর্তুগিজ ডিফেন্ডার দিয়োগো দালোত। তাঁর একটি ফ্রি–কিকও রুখে দেওয়া হয়।
অন্যদিকে রোনালদো এ ম্যাচে মোটেও প্রভাব ফেলতে পারেননি। পর্তুগাল অধিনায়কের একটি হেড ডেনমার্কের পোস্টের ওপর দিয়ে চলে গেছে, এই যা। বেঞ্চ থেকে মাঠে নামা হয়লুন্দ ৭৮ মিনিটে রাইট উইঙ্গার আন্দ্রেস স্কোভ ওলসেনের ক্রস থেকে গোল করেন।
গোলের পর মাঠের এক কোণায় গিয়ে সিউ উদ্যাপন করেন হয়লুন্দ। রোনালদো মাঠে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে তা দেখেছেন।
কিছুদিন আগে সংবাদমাধ্যম ‘ডিআর’কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোর প্রতি মুগ্ধতা স্পষ্টভাবেই প্রকাশ করেছিলেন হয়লুন্দ, ‘ক্রিস্টিয়ানোর কারণে ফুটবলের প্রেমে পড়েছি।’ এবার তাঁর দলের বিপক্ষে গোল করে উদ্যাপনটা নিজের আদর্শকেই উপহার দেওয়ার কথা জানালেন হয়লুন্দ।
ম্যাচ শেষে ডেনিশ সম্প্রচারক টিভি ২-কে বলেছেন, ‘এটা আমার আদর্শের জন্য। এটা তাঁকে উপহাস করা কিংবা এমন কোনো ইচ্ছা থেকে করিনি। আমার ও আমার ফুটবল ক্যারিয়ারের ওপর তাঁর প্রভাব অসামান্য। হয়তো একটু অন্য রকমও লাগতে পারে, তবে পর্তুগাল ও তাঁর বিপক্ষে গোল করা আমার জন্য বিশাল কিছু। ২০১১ সালে ফ্রি–কিক থেকে তাঁর গোল করা মনে আছে। ম্যাচটি আমি দেখেছি এবং তার পর থেকেই আমি ক্রিস্টিয়ানোর ভক্ত।’
লিসবনে আগামী রোববার রাতে ফিরতি লেগ।
ফ্রান্সের হার
একই রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের অপর ম্যাচে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। প্রথমার্ধে স্বাগতিক ক্রোয়েশিয়ার হয়ে গোল দুটি করেন আন্ত বুদিমির ও ইভান পেরিসিচ।
ম্যাচের ৮ মিনিটে পেনাল্টি থেকে আন্দ্রে ক্রামারিচের শট ফ্রান্সের গোলকিপার মাইক মেনিয়ঁ রুখে না দিলে ক্রোয়েশিয়ার জয়ের ব্যবধান আরও বাড়ত। ইওস্কো গাভার্দিওলের দূরপাল্লার একটি শটও ঠেকান মেনিয়ঁ। এই হারে কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের ফ্রান্স দলে ফেরাটা স্মরণীয় হলো না।
রোববার রাতে প্যারিসে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। জয়ী দল আগামী জুনে সেমিফাইনালে স্পেন অথবা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। একই রাতে অন্য ম্যাচে স্পেনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে নেদারল্যান্ডস।
ক্রোয়েশিয়ার কাছে হারের পর ফরাসি টিভি চ্যানেল টিএফ১-কে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বলেছেন, ‘আমরা প্রথম লেগে হেরেছি। ঘরের মাঠে ফিরতি লেগ যেন জিততে পারি, সেটা নিশ্চিত করব। প্রথমার্ধে নিজেদের মান অনুযায়ী খেলতে পারিনি। পরিস্থিতি নিজেদের অনুকূলে নিতে আমরা যথাসাধ্য চেষ্টাই করব।’
পিছিয়ে পড়েও জার্মানির জয়
সান সিরোয় প্রথম লেগে ইতালির বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে জার্মানি। জার্মানদের দুটি গোলই দ্বিতীয়ার্ধে।
সান্দ্রো তোনালির করা ৯ মিনিটের গোলে ইতালি এগিয়ে গিয়েছিল। কিন্তু ৪৯ মিনিটে ফরোয়ার্ড টিম ক্লাইনডাইস্ট ও ৭৬ মিনিটে লিয়ন গোরেৎস্কার গোলে জয় তুলে নেয় জার্মানি।
২০২৩ সালের নভেম্বরের পর জার্মানি দলে ফিরেই গোল পেলেন গোরেৎস্কা। জাতীয় দলের হয়ে প্রায় চার বছর পর গোল করলেন তিনি। ডর্টমুন্ডে রোববার রাতে ফিরতি লেগ।