ম্যানচেস্টার সিটিই শেষ ক্লাব গার্দিওলার

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাএএফপি

ম্যানচেস্টার সিটিই শেষ, এরপর আর কোনো ক্লাবে কোচিং নয়—ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে দিলেন পেপ গার্দিওলা। বয়স হচ্ছে, আগের মতো আর প্রাণশক্তি থাকবে না—এ কারণেই এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন এই স্প্যানিশ কোচ। তবে ভবিষ্যতে কোনো জাতীয় দলের কোচ হতে চাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন গার্দিওলা।

৫৩ বছর বয়সী গার্দিওলা গত মাসে ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। দু বছর মেয়াদি সেই চুক্তির অর্থ ২০২৬ পর্যন্ত সিটিতেই থাকছেন ২০১৬ সালে প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দেওয়া বার্সেলোনার সাবেক এই কোচ।

আরও পড়ুন

এরপর কী করবেন, সেটিই নিয়েই তারকা শেফ দানি গার্সিয়ার সঙ্গে কথা বলেছেন সিটিকে ১৫টি ট্রফি জেতানো গার্দিওলা। ইউটিউবে প্রচারিত সেই কথোপকথনের গার্দিওলা জানান, সিটি অধ্যায় শেষ হওয়ার পর প্রিমিয়ার লিগ তো নয়ই, অন্য কোনো ক্লাবের হয়েও ডাগআউটে দাঁড়াবেন না, ‘আমি আর কোনো দলে দায়িত্ব নেব না। দূর ভবিষ্যতে কী হবে, তা নিয়ে কথা বলছি না, তবে এতটুকু বলি, ম্যানচেস্টার সিটি ছাড়ার পর অন্য কোনো দেশে গিয়ে এখন যা করছি, সেটি করব না।’

কেন, সেই ব্যাখ্যা এরপরই দিলেন গার্দিওলা, ‘ওই প্রাণশক্তি তো থাকবে না। অন্য কোথাও গিয়ে নতুন করে শুরু করা, আবারও অনুশীলনের সব প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া—না, না, না। হয়তো কোনো জাতীয় দলে, তবে সেটি ভিন্ন ব্যাপার।’

নতুন চুক্তি শেষেই সিটি ছাড়বেন কি না, সেটি খুলে না বললেও অবসরে কী করবেন, তা ভেবেই রেখেছেন সিটিকে টানা চারবার প্রিমিয়ার লিগ জিতিয়ে রেকর্ড গড়া কোচ, ‘আমি এই অধ্যায়টাকে পেছনে ফেলে যেতে চাই, এরপর খেলতে চাই গলফ। আমার মনে হয় ছুটি নিলে আমার ভালোই হবে।’

আরও পড়ুন

গার্দিওলা ভবিষ্যতে কোনো জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন, এই খবরে ইংল্যান্ড ও ব্রাজিল নতুন করে তাঁকে কোচ হিসেবে পাওয়ার আশায় বুক বাঁধতে পারে। এই দুই দলই আগ্রহ দেখিয়েছিল তাঁকে নিয়ে।

সিটিকে ঈর্ষণীয় সব সাফল্য এনে দিলেও এ মৌসুমটা ভালো কাটছে না গার্দিওলার। ২৬ অক্টোবর সাউদাম্পটনকে হারানোর পর খেলা ৯ ম্যাচে মাত্র একটি জয়ই পেয়েছে সিটি। গত বুধবার ঘরের মাঠে নটিংহাম ফরেস্টের বিপক্ষে সেই জয়ের পর এ সপ্তাহে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে আবার ড্র করেছে সিটি।

আত্মবিশ্বাস থাকলে অনেক কাজই সহজ হয়ে যায়। লাখ লাখ পাস দিয়েও আপনি আত্মবিশ্বাস ফিরে পেতে পারেন। আমি ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসির মতো কিছু করে দেখাতে বলব না। ওদের তুলনা নেই।
পেপ গার্দিওলা, ম্যানচেস্টার সিটি কোচ

আজ রাতে গার্দিওলার দল চ্যাম্পিয়নস লিগে খেলবে জুভেন্টাসের বিপক্ষে। এরপর আগামী রোববার প্রিমিয়ার লিগে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ। এ দুটি ম্যাচ কী জিততে পারবে সিটি, জুভেন্টাস ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরও দিতে হয়েছে গার্দিওলাকে।

আরও পড়ুন

উত্তরে সময়টা যে কঠিন যাচ্ছে, সেটিই মনে করিয়ে দিলেন গার্দিওলা, ‘শেষ সাত-আট ম্যাচে আমাদের যে ফল, তাতে একাধিক জয় পাওয়া নিয়ে কথা বলার অবস্থায় নেই আমরা। আগে এই (জুভেন্টাস) ম্যাচটি তো জিততে হবে, এরপর পরের ম্যাচ কী হতে পারে, তা নিয়ে ভাবব।’

ডাগ আউটে কঠিন সময় যাচ্ছে গার্দিওলার
এএফপি

গার্দিওলা আপাতত ভাবছেন কী করে দলের মনোবল ফিরিয়ে আনা যায়, তা নিয়ে। মনোবল থাকলে কী করা যায়, তা নিয়ে বলতে গিয়ে মেসি-রোনালদোর উদাহরণও দিলেন গার্দিওলা, ‘আত্মবিশ্বাস থাকলে অনেক কাজই সহজ হয়ে যায়। লাখ লাখ পাস দিয়েও আপনি আত্মবিশ্বাস ফিরে পেতে পারেন। আমি ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসির মতো কিছু করে দেখাতে বলব না। ওদের তুলনা নেই। তারা (সিটির খেলোয়াড়) শুধু নিজেদের কাজটাই ভালোভাবে করুক।’