অঘটন, ম্যাটাডোর গোলরক্ষক আর এশিয়ার দাপট
ঘটন-অঘটন ও নাটকীয়তায় জমে উঠেছে বিশ্বকাপ। ফ্রান্স, স্পেন ও ব্রাজিলের মতো ফেবারিটরা দারুণ জয়ে বিশ্বকাপ শুরু করলেও অঘটনের শিকার হয়ে এখনই বিদায়ের শঙ্কায় কাঁপছে আর্জেন্টিনা-জার্মানির মতো ফুটবল পরাশক্তি। এ ছাড়া নিজ মহাদেশে এশিয়ান দেশগুলোও দারুণভাবে আলো ছড়াচ্ছে। সব মিলিয়ে এখন পর্যন্ত বিশ্বকাপের উল্লেখযোগ্য ঘটনাগুলো নিয়ে এ আয়োজন–
অঘটনের বিশ্বকাপ
টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ খেলতে এসেছিল আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির অধীন দুর্দান্ত খেলতে থাকা লিওনেল মেসিরা যেন হারতেই ভুলে গিয়েছিলেন। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হয় লাতিন দেশটি।
কে জানত, মেসিদের সেই দল বিশ্বকাপে প্রথম অঘটনের শিকার হবে র্যাঙ্কিংয়ের ৫১ নম্বরে থাকা একটি দলের কাছে। সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে এখন রীতিমতো বিদায়ের চোখরাঙানিতে পড়েছেন মেসিরা। আর্জেন্টিনার পর জার্মানিও একইভাবে অঘটনের শিকার জাপানের কাছে। জার্মানিও এগিয়ে যাওয়ার পর ম্যাচটি হেরেছে ২-১ গোলে।
ম্যাটাডোর গোলরক্ষক
বিশ্বকাপের শুরু থেকেই দেখা মিলেছে গোলরক্ষকদের জাদুর। মেক্সিকান গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে রবার্ট লেভানডফস্কির পেনাল্টি ঠেকিয়ে নায়ক হয়েছেন। বাজপাখির দক্ষতায় বেলজিয়ামকে কানাডার বিপক্ষে হার থেকে রক্ষা করেছেন থিবো কোর্তোয়া।
কানাডার তারকা ফুটবলার আলফোনসো ডেভিসের পেনাল্টিও ঠেকিয়েছেন এই রিয়াল মাদ্রিদ গোলরক্ষক। গোলরক্ষকদের কথা বলতে গিয়ে সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসের নাম না বললে অন্যায়ই হবে। মেসিদের বিপক্ষে নিজের স্মরণীয় এক ম্যাচ কাটিয়েছেন সৌদি গোলরক্ষক। ম্যাচে অন্তত ৩টি গোল বাঁচিয়েছেন আল-ওয়াইস।
ব্রাজিল-ফ্রান্স-স্পেনের দাপট
আর্জেন্টিনা ও জার্মানি প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও দাপুটে ফুটবলে শক্তি দেখিয়েছে ফ্রান্স, স্পেন ও ব্রাজিল। ফ্রান্স অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল খেয়ে শুরু করেছিল। তবে কিলিয়ান এমবাপ্পে-অলিভিয়ের জিরুদের দাপুটে পারফরম্যান্সে পরে ৪-১ গোলের জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা।
নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকাকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতেছিল স্পেন। দারুণ নৈপুণ্যে সাতবার বল জালে জড়ায় ২০১০ সালের চ্যাম্পিয়নরা। আক্রমণাত্মক ফুটবলের দ্যুতি ছড়িয়ে বিশ্বকাপ শুরু করেছে ব্রাজিলও। সার্বিয়াকে হারানোর পথে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন। বিশেষ করে তাঁর করা ম্যাচের দ্বিতীয় গোলটি নিয়ে আলোচনা যেন থামার নয়। মনে রাখার মতো এক বাইসাইকেল কিকে লক্ষ্য ভেদ করেন এই টটেনহাম তারকা।
এশিয়ান দাপট
এশিয়ায় আয়োজিত বিশ্বকাপে এশিয়ানরা বেশ দাপুটে ফুটবল উপহার দিচ্ছে। সৌদি আরব হারিয়েছে আর্জেন্টিনাকে, যা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় অঘটনগুলোর একটি। একইভাবে জাপান চমক দেখিয়েছে জার্মানিকে হারিয়ে। দক্ষিণ কোরিয়া রুখে দিয়েছে উরুগুয়েকে। প্রথম ম্যাচে না পারলেও গতকাল ওয়েলসকে হারিয়ে ইরানও নিজেদের শক্তি দেখিয়েছে।
১০০ মিনিটের ফুটবল
বিশ্বকাপে এবার যোগ করা সময়ের ক্ষেত্রেও নতুন ধরন দেখা যাচ্ছে। ৯০ মিনিটের ম্যাচগুলোতে সময় যোগ করার পর সেটি কখনো কখনো ১০০ মিনিটে গিয়ে ঠেকছে। এমন দীর্ঘ যোগ করা সময় নিয়ে বিরক্তি দেখিয়েছেন ফুটবলাররাও। ওয়েলস তারকা গ্যারেথ বেল নিজেদের প্রথম ম্যাচের পর বলেছেন, ‘আমার বিশ্বাসই হচ্ছে না, যোগ করা সময় ৯ মিনিট। বুঝতে পারছি না এত সময় কোথা থেকে এল?’
গোলের আকাল
গোলশূন্য ড্রতেও অনন্য এই বিশ্বকাপ। এখন পর্যন্ত ১৯ টি ম্যাচের ৫টির নিষ্পত্তি হয়েছে কোনো গোল ছাড়াই। অথচ ৪ বছর আগে রাশিয়ায় ৬৪ ম্যাচের মাত্র ১টির নিষ্পত্তি হয়েছিল গোলহীনভাবে।