২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

লুকাকুর গোলে শেষ আটের স্বপ্ন বাঁচিয়ে রাখল ইন্টার

লুকাকুর গোলে জিতেছে ইন্টার মিলানছবি: রয়টার্স

বদলি নামা রোমেলু লুকাকুর গোলে পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের সম্ভাবনা বেশ ভালোভাবেই বাঁচিয়ে রাখল ইন্টার মিলান। ঘরের মাঠে শেষ ষোলোর প্রথম লেগে পোর্তোকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার। ম্যাচের ৮৬ মিনিটে জয়সূচক গোলটি পেয়েছে তারা।

সান সিরোতে ইন্টার আধিপত্য বিস্তার করে খেললেও, সুযোগ পেয়েছিল পোর্তোও। তবে ম্যাচের বেশির ভাগ সময় কখনো নিজেদের ফিনিশিং ব্যর্থতায় আবার কখনো প্রতিপক্ষ গোলরক্ষকের নৈপুণ্যে গোল বঞ্চিত থেকে যায় তারা।

আরও পড়ুন

শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষ হওয়ার ৪ মিনিট আগে গোল করে ইন্টারের আক্ষেপ দূর করেছেন বেলজিয়ান তারকা লুকাকু। কিন্তু ইন্টার পারলেও পারেনি পোর্তো। এ জন্য কৃতিত্ব দিতে হবে ইন্টার গোলরক্ষক আন্দ্রে ওনানাকে। পোর্তোর জাইদু সুনাসিও এবং মেহদি তারেমির দারুণ দুটি প্রচেষ্টা ফিরিয়ে দিয়েছেন ওনানা।

ম্যাচে পোর্তোর অবশ্য বিপর্যয় বেড়েছে আরও একটি কারণে। লুকাকুর লক্ষ্যভেদের আগেই যে ১০ জনের দলে পরিণত হয় পোর্তো। লাল কার্ড দেখে মাঠ ছাড়ে ওতাবিও।

আরও পড়ুন

এর আগে এডিন জেকোর বদলে লুকাকু মাঠে নামেন ম্যাচের ৫৮ মিনিটে। মাঠে নেমেই লুকাকু ম্যাচে নিজের ছাপ রাখার চেষ্টা করেন। যার ফল আসে ৮৬ মিনিটে। লুকাকুর প্রথম চেষ্টা পোস্টে লেগে ফিরে আসার পর দ্বিতীয় প্রচেষ্টায় লক্ষ্যভেদ করেন সাবেক চেলসি তারকা। আর তাঁর এই গোলই এখন ইন্টারকে শেষ আটে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে।

ইন্টারের জয় উদ্‌যাপন
ছবি: রয়টার্স

ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে লুকাকু বলেছেন, ‘গোলটা করার জন্য আমি সকটুকু করেছি। আমরা জিততে চেয়েছি। আমরা দ্বিতীয় গোল করতে পারতাম, কিন্তু পারিনি। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা জয় নিশ্চিত করতে পেরেছি।’

আরও পড়ুন

গোল করে দলের জয় নিশ্চিত করলেও, একক কৃতিত্ব নিতে চান না লুকাকু, ‘গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জয়। আমি ব্যক্তিবাদী নই। আমার মনোযোগ থাকে ইন্টারের জন্য সেরাটা দেওয়াতে। আমি দলের জয়ে আনন্দিত।’