চেলসি ০: ২ ম্যান সিটি
২০২২-২৩ মৌসুমে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেন আর্লিং হলান্ড। নরওয়েজীয় স্ট্রাইকার আজ সিটির জার্সিতে খেললেন ১০০তম ম্যাচ। গোল করেই মাইলফলকের ম্যাচটি উদ্যাপন করলেন হলান্ড। জিতেছে তাঁর দলও। স্টামফোর্ড ব্রিজে মৌসুমের প্রথম বড় ম্যাচে স্বাগতিক চেলসিকে ২-০ গোলে হারিয়ে ২০২৪-২৫ মৌসুমটা শুরু করল বর্তমান চ্যাম্পিয়নরা। সিটির অন্য গোলটি করেছেন মাতেও কোভাচিচ।
হলান্ড সিটির জার্সিতে নিজের ৯১তম গোলটি করেছেন ১৮তম মিনিটে। বাঁ প্রান্ত থেকে জেরেমি ডোকুর বাড়ানো পাস বের্নার্দো সিলভার পা ঘুরে যায় হলান্ডের কাছে। গায়ে লেগে থাকা দুই চেলসি ডিফেন্ডার লেভি কোলউইল ও মার্ক কুকুরেয়াকে এক ঝটকায় ছিটকে ফেলার পর গোলরক্ষক রবার্ত সানচেজকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান হলান্ড।
প্রিমিয়ার লিগে মৌসুমে প্রথম ম্যাচেই গোল করার পর উদ্যাপন করাটা অবশ্য কিছু সময়ের স্থগিত রাখতে হয়েছিল হলান্ডকে। পাস দেওয়ার সময় সিলভা অফসাইডে ছিলেন কি না, ভিএআরে সেটিরই রিভিউ হচ্ছিল। শেষ পর্যন্ত গোলটি টিকেই যায়।
প্রথমার্ধের শেষ দিকে সিটির জালে একবার বল জড়িয়েছিল চেলসি। কোল পালমারের জোরালো শট এদেরসন ফিরিয়ে দিলেও সেটি পড়ে নিকোলাস জ্যাকসনের পায়ে। জ্যাকসন বলটিকে জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয় তা।
গোল বাতিল হয়েছে সিটিরও। ৬৫ মিনিটে হলান্ডের কাছে থেকে বল পেয়ে গোল করেছিলেন নিকো লুইস। তবে এর আগেই হলান্ড ফাউল করায় বাতিল হয় সেই গোল, নরওয়েজীয় তারকাকে রেফারি দেখিয়েছেন হলুদ কার্ডও।
সিটি জয় নিশ্চিত করা গোলটি পায় ৮৪ মিনিটে। কোভাচিচ পুরোনো ক্লাবের বিপক্ষে ২৫ গজি দুর্দান্ত এক শটে গোল করেন।