রিয়াল–আলমেরিয়া ম্যাচের অডিও ফাঁস, পুলিশের কাছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন

রিয়াল মাদ্রিদ–আলমেরিয়া ম্যাচ নিয়ে বিতর্ক এখনো থামেনিএএফপি

এ সপ্তাহের রিয়াল মাদ্রিদ-আলমেরিয়া ম্যাচটি মনে রাখতে স্কোরশিটই যথেষ্ট ছিল। ০-২ গোলে পিছিয়ে পড়েও ৩-২ গোলে জিতেছিল রিয়াল। কিন্তু লা লিগার ম্যাচটিকে মনে রাখতে হবে ভিএআর–বিতর্কের কারণেও। রিয়ালের জয়টা যে অনেকের কাছেই ‘ডাকাতি’

আরও পড়ুন

বিতর্ক কমাতেই সে ম্যাচের রেফারি ও ভিএআরের কথোপকথনের তিনটি ক্লিপ প্রকাশ করেছিল লা লিগা কর্তৃপক্ষ। তাতে অবশ্য বিতর্ক কমেনি। আলমেরিয়া ক্লাব তো সেই কথোপকথন সম্পাদনা করে প্রকাশের অভিযোগও তোলে।

চলমান সেই বিতর্কে এরপর যোগ হয় রেফারি ও ভিএআরের কথোপকথনের আরেকটি ক্লিপ। লা লিগা কর্তৃপক্ষ নয়, সেই ক্লিপ প্রকাশ করেন জেরার্ড রোমেরো নামের এক সাংবাদিক। ওই অডিও ক্লিপ ফাঁসের অভিযোগে স্প্যানিশ ফুটবল ফেডারেশন অভিযোগ করেছে পুলিশের কাছে।

রিয়াল-আলমেরিয়া ম্যাচে রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও আলেমরিয়ার চুমির মধ্যে লেগে গিয়েছিল। ফাউল হয়েছে কি না, সেটি বুঝতেই কথা বলেছিলেন রেফারি আলেহান্দ্রো এরনান্দেজ ও ভিএআর। ব্রাজিল উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র লাল কার্ড দেখানোর মতো অপরাধ করেছেন কি না, তা নিয়েই কথা বলেন তাঁরা।

আরও পড়ুন

কথা বলে রেফারি নিজের সিদ্ধান্তেই অনড় থাকেন, মাঠের পাশে রাখা মনিটরে ভিডিও দেখতেও যাননি তিনি। রেফারি যদি ভিডিও দেখতে যেতেন, তবেই নিয়ম মেনে লিগ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কথোপকথনের ক্লিপ প্রকাশ করা হতো।

কর্তৃপক্ষের অজান্তে কীভাবে ওই সাংবাদিক অডিও ক্লিপ পেলেন, সেটি নিয়েই উদ্বিগ্ন স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) পুলিশের দ্বারস্থ হয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘ভিএআর সিস্টেমের একটি অডিও ক্লিপ প্রকাশের পর আমরা মঙ্গলবার স্প্যানিশ পুলিশের কাছে অভিযোগ করেছি। রিয়াল মাদ্রিদ-আলমেরিয়া ম্যাচের সেই অডিও ক্লিপ তো পেশাদারত্বের দিক থেকে একান্তই নিজস্ব সম্পত্তি।’

ম্যাচে শেষ পর্যন্ত জয় পেয়েছিল রিয়াল
এএফপি

স্প্যানিশ ফুটবল ফেডারেশন নিজেরাও তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে, ‘আমরাও নিজস্ব তদন্ত শুরু করেছি। বিষয়টাকে গুরুতর বিবেচনায় নিয়েছি আমরা। আশা করছি, দায়ী ব্যক্তিকে শিগগিরই খুঁজে পাব। আর এরই মধ্যে ফেডারেশনের সব ধরনের যোগাযোগের নিরাপত্তা বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া শুরু হয়েছে।’

আরও পড়ুন