ইনস্টাগ্রামে রেকর্ড গড়া ছবিতে মেসির হাতের বিশ্বকাপ ট্রফিটি ‘নকল’

মেসির উঁচিয়ে ধরা এই বিশ্বকাপ ট্রফিটি নকল ছিল!ছবি: ইনস্টাগ্রাম

এটা সবার জানা যে বিশ্বকাপের আসল ট্রফিটি অল্প সময়ের জন্যই শুধু বিশ্বকাপজয়ী দলের অধিনায়কের হাতে তুলে দেওয়া হয়। দলের অন্য খেলোয়াড়দের নিয়ে কিছু সময় উদ্‌যাপনের পর আসল ট্রফিটি ফিরিয়ে নিয়ে রেপ্লিকা ট্রফি খেলোয়াড়দের হাতে দেওয়া হয়।

কাতার বিশ্বকাপে লুসাইল আইকনিক স্টেডিয়ামে আসল ট্রফি তো নয়ই, এমনকি কিছু সময়ের জন্য রেপ্লিকা ট্রফি নিয়েও নয়, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি উদ্‌যাপন করেছেন একটি নকল ট্রফি নিয়ে!

এখন প্রশ্ন, নকল সেই ট্রফি মেসির হাতে এল কোথা থেকে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আর্জেন্টিনা অধিনায়ক মেসির হাতে আসল ট্রফিটি তুলে দেওয়ার খানেক পর নির্মাতা প্রতিষ্ঠানের একজন এসে সেটি নিয়ে যান। মেসিদের হাতে তুলে দিয়ে যান রেপ্লিকা ট্রফি।

বিশ্বকাপ ট্রফি হাতে মেসি
ছবি: ফেসবুক

সেই রেপ্লিকা ট্রফি নিয়ে আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপ–খরা কাটানোর উদ্‌যাপন করতে করতেই কোনো এক সময় মেসির হাতে গ্যালারি থেকে এসে পৌঁছায় নকল ট্রফি। কীভাবে আর কোথা থেকে এসেছে নকল এই ট্রফি—বিষয়টি আর্জেন্টিনার পত্রিকা ক্লারিনে ব্যাখ্যা করেছেন নকল ওই ট্রফিটির মালিক।

আর্জেন্টিনার সমর্থক পাওলা জুজুলিচ ক্লারিনকে বলেছেন, ‘বিশ্বকাপের ট্রফি যারা বানায়, বিশ্বকাপের আগে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। আমরা ছয় মাস ধরে এটা বানিয়েছি। পরিকল্পনা ছিল, এটাতে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের সই নেব। কিন্তু একটা সময়ে এটা মাঠে চলে গেল। একবার, দুবার নয়, ট্রফিটি মাঠে গেছে তিনবার।’

জুজুলিচ এখানেই থামেননি। জানিয়েছেন, এরপর কী হয়েছে, ‘প্রথমে লিয়ান্দ্রো পারেদেসের পরিবারের এক সদস্য এটিতে সই করাতে নিয়ে যায়। দ্বিতীয়বার এটা আমাদের কাছে চাওয়া হয়েছে। তখন প্রায় ৪৫ মিনিট এটি মাঠে ছিল। এক খেলোয়াড়ের কাছ থেকে আরেক খেলোয়াড়ের কাছে গেছে ট্রফিটি। সেই সময় অনেক ছবি তোলা হয়েছে।’

এমন কাণ্ড দেখে জুজুলিচের পাশে বসে থাকা গ্যালারির অন্য সমর্থকেরা তাঁকে কী বলেছিল, সেটাও জানিয়েছেন তিনি, ‘আমাকে অন্য সমর্থকেরা বলেছিল, “তুমি কাপটা হারিয়েছ।” আমরা মজা করছিলাম এটা নিয়ে। কিন্তু ট্রফিটা ফিরে পেতেও চাচ্ছিলাম। আমি তখন চিৎকার করে কয়েকজন খেলোয়াড়কে বলেছিলাম, এটা আমাদের। সবার শেষে লাওতারো মার্তিনেজ সই করেছিল। এরপর ফিফার নিরাপত্তাবিষয়ক এক কর্মকর্তা এসে নিশ্চিত করে এটা আসল নয় এবং আমাদের কাছে ফেরত দেয়।’

একটা পর্যায়ে অবশ্য আনহেল দি মারিয়াও ধরে ফেলেন, ট্রফিটি নকল। কিন্তু যা হওয়ার এর আগেই হয়ে গেছে। মেসি সেই নকল ট্রফি নিয়ে মাঠময় ঘুরে বেড়িয়েছেন, উদ্‌যাপন করেছেন। আর অসংখ্য ছবিও তুলেছেন। ট্রফি শূন্যে উঁচিয়ে ধরেছেন—এমন একটি ছবি নিজের ইনস্টাগ্রামেও দিয়েছেন মেসি। আর সেই ছবি ইনস্টাগ্রাম ‘লাইক’ পাওয়ার রেকর্ড গড়েছে। ট্রফিটি নকল হলেও ‘লাইক’গুলো কিন্তু আসল!