না খেলেও শীর্ষে বার্সা, লিভারপুলকে চ্যাম্পিয়ন ধরেই বাকি হিসাব
মৌসুমের শেষ ভাগে এসে ইউরোপের শীর্ষ চার লিগের দুটিতে লড়াইয়ের ইঙ্গিত থাকলেও বাকি দুটিতে শিরোপা–ভাগ্য অনেকটাই চূড়ান্ত। লা লিগায় এবার শেষ মুহূর্তে এসে বাতাস বদলে যেতে পারে যেকোনো দিকে।
একই দৃশ্যপট ইতালিয়ান লিগ সিরি ‘আ’তেও। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে চাইলে এখনই লিভারপুলকে বিজয়ী ঘোষণা করা যায়। লিভারপুলের মতো শক্তিশালী অবস্থানে না থাকলেও বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখও শিরোপা জয়ের পথে অনেকটা এগিয়ে আছে।
হেরে বার্সা–রিয়ালের চেয়ে পিছিয়ে আতলেতিকো
দলের চিকিৎসকের মৃত্যুর কারণে লা লিগায় ওসাসুনার বিপক্ষে শনিবার রাতের ম্যাচটি স্থগিত করে দেয় বার্সেলোনা। বার্সা মাঠে না নামায় রিয়াল মাদ্রিদের সুযোগ ছিল পয়েন্টের দিক থেকে অন্তত চিরপ্রতিদ্বন্দ্বীদের ছুঁয়ে ফেলার। আর আতলেতিকোর সামনে সুযোগ ছিল বার্সাকে টপকে শীর্ষে ওঠার। রিয়াল নিজেদের লক্ষ্য পূরণে সফল হলেও পারেনি আতলেতিকো।
গতকাল রাতে হেতাফের বিপক্ষে ২–১ গোলে হেরেছে ডিয়েগো সিমিওনের দল। এই হারে শীর্ষে ওঠার বদলে তিনে নেমে গেছে আতলেতিকো। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট তাদের। অন্য দিকে রায়ো ভায়েকানোর বিপক্ষে ২–১ গোলের জয়ে বার্সাকে পয়েন্টে ছুঁয়ে ফেলেছে রিয়াল। তবে রিয়াল একটি ম্যাচ বেশি খেলেছে। তাদের পয়েন্ট ২৭ ম্যাচে ৫৭। আর বার্সার পয়েন্ট ২৬ ম্যাচে ৫৭। গোলব্যবধানে রিয়ালের (+৩১) চেয়ে এগিয়ে থাকায় শীর্ষে হান্সি ফ্লিকের দল (+৪৬)।
শিরোপা জয়ের পথে আরও এগিয়ে লিভারপুল
প্রিমিয়ার লিগে টানা চার মৌসুম শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। তবে বেশির ভাগ সময়ই শেষ পর্যন্ত লড়াইয়ের মধ্যে থাকতে হয়েছে তাদের। কিন্তু এবার বোধ হয় কোনো ধরনের লড়াই ছাড়াই চ্যাম্পিয়ন হতে যাচ্ছে লিভারপুল। লিগে নিজেদের ৯ ম্যাচ বাকি থাকতে দ্বিতীয় আর্সেনালের চেয়ে লিভারপুল এগিয়ে ১৫ পয়েন্টের ব্যবধানে। এ অবস্থায় শেষ ৯–১০ ম্যাচে কেউ লিভারপুলের ১৫ পয়েন্টের ব্যবধান টপকে শিরোপা জিতবে তা প্রায় আকাশ–কুসুম কল্পনা।
পরশু রাতে সাউদাম্পটনের বিপক্ষে ৩–১ গোলে জয়ের পর লিভারপুলের পয়েন্ট এখন ২৯ ম্যাচে ৭০। আর গতকাল রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ১–১ গোলে ড্র করা আর্সেনালের পয়েন্ট ২৮ ম্যাচে ৫৫। অর্থাৎ এখান থেকে লিভারপুলকে ছুঁতে অবিশ্বাস্য কিছুই করতে হবে আর্সেনালকে। ফলে লিভারপুলের চ্যাম্পিয়ন হওয়া প্রায় নিশ্চিত। তবে প্রিমিয়ার লিগে শেষ দিকে জমতে পারে শীর্ষ চারে থাকার লড়াই। নটিংহামের কাছে ১–০ গোলে হারের পর শঙ্কায় পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটির শীর্ষ চারে থাকাও।
ইন্টার–নাপোলির সঙ্গে আতালান্তাও
ত্রিমুখী শিরোপা লড়াইয়ে জমে উঠেছে ইতালিয়ান লিগ সিরি ‘আ’। বর্তমানে শীর্ষে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ২৮ ম্যাচে ৬১। যারা সর্বশেষ নিজেদের ম্যাচে ৩–২ গোলে হারিয়েছে মোনৎসাকে। আর ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা নাপোলি ২–১ গোলে হারিয়েছে ফিওরেন্তিনাকে। এই দুই দলের সঙ্গে লড়াইয়ে আছে আতালান্তাও। ২৮ ম্যাচে যাদের পয়েন্ট ৫৮। সর্বশেষ ম্যাচে যারা ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে জুভেন্টাসকে।
হেরেও সুবিধাজনক অবস্থানে বায়ার্ন
বখুমের কাছে ৩–২ গোলে বায়ার্নের অপ্রত্যাশিত হারে লেভারকুসেনের সুযোগ ছিল তাদের কাছাকাছি যাওয়ার। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারেনি লেভারকুসেন। নিজেদের ম্যাচে ভেরডার ব্রেমেনের কাছে ২–০ গোলে হেরেছে। ফলে দুই দলের পয়েন্টের ব্যবধানটা আগের মতো ৮–ই থাকল।
বায়ার্নের পয়েন্ট ২৫ ম্যাচে ৬১, আর লেভারকুসেনের ২৫ ম্যাচে ৫৩। বুন্দেসলিগায় বাকি আছে ৯ ম্যাচ। এই ৯ ম্যাচে বায়ার্নের সঙ্গে ৮ পয়েন্টের ব্যবধান ঘোচানো অসম্ভব না হলেও বেশ কঠিনই। ফলে বড় কোনো নাটকীয়তা না হলে বায়ার্ন এখন বেশ ভালো অবস্থানেই আছে।
বুন্দেসলিগা (শীর্ষ পাঁচ)