এমবাপ্পে পিএসজিতে থেকে যাওয়ায় খুশি ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট
আপাতত ঝড় থেমে গেছে বলেই মনে হচ্ছে! অনেকেই ধারণা করছেন, মুক্ত খেলোয়াড় হয়ে যাওয়ার ঝুঁকি থাকার পরও এবারের দল বদলে কিলিয়ান এমবাপ্পেকে ধরে রাখতে যাচ্ছে পিএসজি। কারণ, প্যারিসের ক্লাবটির আশা, এমবাপ্পে চুক্তি নবায়ন করবেন।
মুক্ত খেলোয়াড়, পিএসজির ঝুঁকি—এত কিছু হয়তো ভেবে দেখেননি ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য এমবাপ্পে যে রিয়াল মাদ্রিদে না গিয়ে এখনো পিএসজিতে আছেন, এতেই খুশি তিনি।
ফ্রান্সের পত্রিকা লা পারিসিয়ানকে সারকোজি বলেছেন, ‘আমি খুশি যে কিলিয়ান থাকছে। আমি মনে করি, যে সমাধানটা বেছে নেওয়া হয়েছে, এটা সবার জন্যই ভালো এবং ঠিক আছে।’
এমবাপ্পে যে পিএসজিতেই থেকে যাচ্ছেন, এ ঘোষণা আসার অপেক্ষায় আছেন সারকোজি, ‘আমার মনে হচ্ছে, নাসের (পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি) খুব শিগগিরই এ নিয়ে কিছু বলবে। সেটা হতে পারে দল বদলের বাজার বন্ধ হওয়ার পর।’
জুনে পিএসজিকে চিঠি দিয়ে এমবাপ্পে জানিয়ে দেন, এ মৌসুমের পর তিনি আর চুক্তি নবায়ন করবেন না। এরপর তাঁকে এবারের দল বদলেই বিক্রি করতে উঠেপড়ে লাগে প্যারিসের ক্লাবটি। কারণ, এ মৌসুম শেষে এমবাপ্পে মুক্ত খেলোয়াড় হয়ে গেলে ট্রান্সফার ফি পাবে না তারা।
কিন্তু এমবাপ্পে ঘোষণা দেন, চুক্তির মেয়াদ পূর্ণ না করে যাবেন না তিনি। এর কারণ একটাই—চুক্তির মেয়াদ পূর্ণ করলে আনুগত্য বোনাসের পুরোটাই পাবেন এমবাপ্পে। অন্যদিকে পিএসজি ছেড়ে এমবাপ্পে যে ক্লাবে যেতে চান, সেই রিয়াল মাদ্রিদও কোনো প্রস্তাব নিয়ে আসেনি পিএসজির কাছে। তারাও হয়তো মুক্ত খেলোয়াড় হিসেবে এমবাপ্পেকে বিনা ট্রান্সফার ফিতে পাওয়ার আশায় ছিল।
এমবাপ্পে চুক্তির মেয়াদ পূর্ণ না করে যাবেন না—এ অবস্থানে অনড় থাকায় তাঁকে প্রাক্-মৌসুম প্রস্তুতির এশিয়া সফরের দল থেকে বাদ দেয় পিএসজি। এর মধ্যেই এমবাপ্পের জন্য সৌদি আরবের ক্লাব আল হিলাল ৩০ কোটি ইউরোর প্রস্তাব দেয় পিএসজিকে। কিন্তু এমবাপ্পে আল হিলালের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসতেই রাজি হননি।
পিএসজি কর্তৃপক্ষ রেগেমেগে এমবাপ্পেকে পাঠিয়ে দেয় বম্ব স্কোয়াডে। সাধারণত অতি বেতনের খেলোয়াড়, যাঁরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেন না কিংবা ক্লাব আর যাঁদের দরকারি মনে করে না, তাঁদের যখন মূল দল থেকে আলাদা করে ফেলা হয়, তাঁদের ‘বম্ব স্কোয়াড’-এর সদস্য বলা হয়।
কিন্তু এমবাপ্পেকে বম্ব স্কোয়াডে বেশি দিন রাখতে পারেনি পিএসজি। লিওনেল মেসি আগেই পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছেন। এরপর এমবাপ্পেকে বম্ব স্কোয়াডে পাঠানোর পর নেইমারও পিএসজি ছাড়ার ঘোষণা দেন। পরে তিনি আল হিলালে যোগ দেন।
আল হিলালে যোগ দেওয়ার আগে নেইমারকে লিগের প্রথম ম্যাচের স্কোয়াডের বাইরে রাখে পিএসজি। মেসি-নেইমার-এমবাপ্পেবিহীন পিএসজি লিগে নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে লোরিয়াঁর সঙ্গে গোলশূন্য ড্র করে।
দ্বিতীয় ম্যাচেই এমবাপ্পেকে দলে ফেরায় পিএসজি। তুলুসের বিপক্ষে সেই ম্যাচে এমবাপ্পে গোলও পান। কিন্তু দল আবারও ড্র (১-১) নিয়ে মাঠ ছাড়ে। গতকাল লাসের বিপক্ষে এমবাপ্পের জোড়া গোলেই ৩-১ ব্যবধানে জিতেছে পিএসজি।