মার্সেলোর ছেলেকে বড়দিনের উপহার রোনালদোর
‘সতীর্থের চেয়েও বেশি কিছু, ভাই...’—মার্সেলোর রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়া মোটামুটি নিশ্চিত হওয়ার পর গত বছর জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্ট করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সে বছরের সেপ্টেম্বরে ব্রাজিলিয়ান সাবেক লেফটব্যাক রিয়াল ছাড়েন। রোনালদো তার চার বছর আগে রিয়াল ছাড়লেও সাবেক সতীর্থের সঙ্গে তাঁর সম্পর্কের গভীরতা আরও বেশি। রিয়ালে দুজনের বন্ধুত্ব বেশ গাঢ় হয়ে উঠেছিল এবং সেই বন্ধুত্ব টিকে আছে এখনো। এবার বড়দিনে যেমন মার্সেলোর ছেলেকে উপহার পাঠিয়েছেন আল নাসর তারকা।
২০০৮ সালে দীর্ঘদিনের প্রেমিকা ক্ল্যারিস আলভেজকে বিয়ে করেন মার্সেলো। রিয়ালের হয়ে ছয়বার লিগ এবং পাঁচবার চ্যাম্পিয়নস লিগজয়ী এই তারকার ঘর আলো করে দ্বিতীয় ছেলে লিয়াম আলভেজ জন্ম নেয় ২০১৫ সালে।
গতকাল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে করা একটি পোস্ট লিয়াম রোনালদোর উপহার পাওয়ার কথা জানিয়েছে। উপহারটি হলো আল নাসরে রোনালদোর ৭ নম্বর জার্সি। সে জার্সিটি সই করে লিয়াম আলভেজকে পাঠিয়েছেন রোনালদো। এ উপহার পেয়ে ভীষণ খুশি লিয়াম ইনস্টাগ্রামে করা পোস্টে লিখেছে, ‘ক্রিস, তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার আদর্শ।’
রিয়ালে রোনালদো ও মার্সেলো একসঙ্গে ৯ বছর খেলেছেন। সেটি ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত। আক্রমণভাগে দারুণ জুটি তৈরি করেছিলেন তাঁরা, মাঠের বাঁ প্রান্তে দুজন তটস্থ রাখতেন প্রতিপক্ষ দলকে। ২০০৯ সালে রোনালদো রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই দুজনের বন্ধুত্ব জমে ওঠে।
অনুশীলনে তাঁদের খুনসুটির বহু ছবি ও ভিডিও অনেকবারই দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। রোনালদো ও মার্সেলো একসঙ্গে রিয়ালের ৩৩২ ম্যাচে খেলেছেন। মোট ৩৩ গোলে একসঙ্গে অবদান আছে দুজনের। এর মধ্যে রোনালদো করেছেন ২৫ গোল, বাকি ৮ গোল মার্সেলোর।